ETV Bharat / state

চা শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে পথ অবরোধ BJP-র

লোকসভা ভোটের মুখে চা বাগান ইশুতে কোণঠাসা রাজ্য সরকার। ডানকান গোষ্ঠীর চা শ্রমিকদের দু'মাসের বকেয়া মজুরি মেটানোর দাবিতে আজ এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP।

অবরোধ
author img

By

Published : Feb 26, 2019, 10:25 AM IST

আলিপুরদুয়ার, ২৫ ফেব্রুয়ারি : লোকসভা ভোটের মুখে চা বাগান ইশুতে কোণঠাসা রাজ্য সরকার। ডানকান গোষ্ঠীর চা শ্রমিকদের দু'মাসের বকেয়া মজুরি মেটানোর দাবিতে আজ এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP। আজ সকাল দশটা থেকে টানা তিন ঘণ্টা হাইওয়ে অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তর-পূর্ব ভারতের সাথে সড়ক যোগাযোগ। কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন দাঁড়িয়ে পড়ে। BJP-র সাথে CPI(M), RSP-র মতো বাম দলগুলিও পথ অবরোধে সামিল হয়।

শুনুন বক্তব্য

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের ডানকান গোষ্ঠীর প্রায় সব কটি চা বাগানেই দীর্ঘদিন ধরেই শ্রমিকদের মজুরি বাকি। এর জেরেই আজ বীরপাড়া মোড়ে বিক্ষোভ শুরু করে BJP ও বামদল গুলি। অবরোধ তুলতে ঘটনাস্থানে পুলিশ এলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় অবরোধকারীদের।
লোকসভা নির্বাচনের ঠিক মুখে চা বলয়ের আদিবাসী মহল্লা পথে নেমে BJP-র ঝান্ডা ধরে আন্দোলনে সামিল হয়।

গত লোকসভা নির্বাচনে এই চা বলয়ের ভোটই তৃণমূলকে ব্যাপক চাপে রেখেছিল। কালচিনি, মাদারিহাট, কুমারগ্রামের মতো এলাকায় তৃণমূলকে পিছনে ফেলে ১ নম্বরে উঠে আসে BJP। আদিবাসী মহল্লার ভোটারদের মন জয় করতে তৃণমূল উন্নয়ন মূলক কর্মসূচি গ্রহণ করলেও BJP-র দিকে ঝোঁকার প্রবণতা ঠেকাতে পারছে না রাজ্য সরকার।

২০১৪ সালে তৃণমূল ফালাকাটা, তুফানগঞ্জের ভোটের উপর ভর করে লোকসভা আসনটি জেতে। এরপর ২০১৬ বিধানসভা নির্বাচন কিংবা ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন সব নির্বাচনেই তৃণমূলকে, BJP কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চা বাগান ইশুতে রাজ্যের বিরোধী দলগুলি ক্রমশ একজোট হতে শুরু করায় লোকসভা নির্বাচনে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে রাজ্যের শাসকদল।

আলিপুরদুয়ার, ২৫ ফেব্রুয়ারি : লোকসভা ভোটের মুখে চা বাগান ইশুতে কোণঠাসা রাজ্য সরকার। ডানকান গোষ্ঠীর চা শ্রমিকদের দু'মাসের বকেয়া মজুরি মেটানোর দাবিতে আজ এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP। আজ সকাল দশটা থেকে টানা তিন ঘণ্টা হাইওয়ে অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তর-পূর্ব ভারতের সাথে সড়ক যোগাযোগ। কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন দাঁড়িয়ে পড়ে। BJP-র সাথে CPI(M), RSP-র মতো বাম দলগুলিও পথ অবরোধে সামিল হয়।

শুনুন বক্তব্য

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের ডানকান গোষ্ঠীর প্রায় সব কটি চা বাগানেই দীর্ঘদিন ধরেই শ্রমিকদের মজুরি বাকি। এর জেরেই আজ বীরপাড়া মোড়ে বিক্ষোভ শুরু করে BJP ও বামদল গুলি। অবরোধ তুলতে ঘটনাস্থানে পুলিশ এলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় অবরোধকারীদের।
লোকসভা নির্বাচনের ঠিক মুখে চা বলয়ের আদিবাসী মহল্লা পথে নেমে BJP-র ঝান্ডা ধরে আন্দোলনে সামিল হয়।

গত লোকসভা নির্বাচনে এই চা বলয়ের ভোটই তৃণমূলকে ব্যাপক চাপে রেখেছিল। কালচিনি, মাদারিহাট, কুমারগ্রামের মতো এলাকায় তৃণমূলকে পিছনে ফেলে ১ নম্বরে উঠে আসে BJP। আদিবাসী মহল্লার ভোটারদের মন জয় করতে তৃণমূল উন্নয়ন মূলক কর্মসূচি গ্রহণ করলেও BJP-র দিকে ঝোঁকার প্রবণতা ঠেকাতে পারছে না রাজ্য সরকার।

২০১৪ সালে তৃণমূল ফালাকাটা, তুফানগঞ্জের ভোটের উপর ভর করে লোকসভা আসনটি জেতে। এরপর ২০১৬ বিধানসভা নির্বাচন কিংবা ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন সব নির্বাচনেই তৃণমূলকে, BJP কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চা বাগান ইশুতে রাজ্যের বিরোধী দলগুলি ক্রমশ একজোট হতে শুরু করায় লোকসভা নির্বাচনে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে রাজ্যের শাসকদল।

Intro:আলিপুরদুয়ার:- শুন্য দর্শকাসনে অনুষ্ঠান করে চলছেন একের পর এক শিল্পীরা। পুরো ফাঁকা আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়াম। উদ্যোক্তারা কেউ কোথাও নেই। গুটিকয়েক অতি উৎসুখ শ্রোতা বসে উপভোগ করছেন সঙ্গীতানুষ্ঠান।


Body:আলিপুরদুয়ার জেলার শ্রমদপ্তর এর উদ্যোগে দুই দিনব্যাপী শ্রমিক মেলার আয়োজন করা হয় আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে। 19 ফেব্রুয়ারি এই মেলার উদ্বোধন করেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক।
এই মেলাকে কেন্দ্র করে জেলার শ্রমদপ্তর শ্রম মন্ত্রি মলয় ঘটকের উপস্থিতিতে 708 জন শ্রমিকদের মোট 72 লক্ষ 79 হাজার টাকা অনুদান দেন।
মেলা উপলক্ষে ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শ্রমদপ্তর।
আদিবাসী নৃত্য থেকে শুরু করে দেশাত্মবোধক গান, আবৃত্তি, শ্রুতি নাটক, হিন্দি আধুনিক গান, বাংলা গানের আয়োজন করে।
তবে উল্লেখ যোগ্যভাবে মন্ত্রীর অনুষ্ঠানের সময় জেলার শ্রমদপ্তর এর আধিকারিকরা উপস্থিত থাকলেও মন্ত্রী চলে যাবার পর থেকেই শ্রমিকদের মেলা কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে। শ্রমদপ্তর এর আধিকারিকরা উপস্থিত না থাকলেও শ্রমদপ্তর এর বেশ কিছু কর্মী নিজেদের উদ্যোগে দু'দিনব্যাপী এই মেলা কোনমতে টেনে নিয়ে যান।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শিল্পীরা থাকলেও দর্শক আসন কার্যত শুনশান।


Conclusion:এ ব্যাপারে জেলার শ্রমদপ্তর এর আধিকারিকদের কাউকেই ইন্ডোর স্টেডিয়ামে পাওয়া যায়নি। মেলেনি তাদের কোনো বক্তব্য।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.