ETV Bharat / state

Adhir Chowdhury Slams BJP: ' আইন ব্যবস্থাকে ধ্বংস করছে বিজেপি,' তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর - অধীর চৌধুরী

বিজেপি সাংসদ রমেশ বিধুরীর মন্তব্যের বিরুদ্ধে নিন্দায় সরব লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী ৷ আইন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ অধীরের ৷

Etv Bharat
অধীর চৌধুরী
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 5:53 PM IST

অধীর চৌধুরী

শিলিগুড়ি, 23 সেপ্টেম্বর: সংসদের বিশেষ অধিবেশনের শেষ দিনে বিএসপি সাংসদ দানিশ আলির বিরুদ্ধে বিজেপি সাংসদ রমেশ বিধুরীর করা মন্তব্যের বিরুদ্ধে নিন্দায় সরব লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। শনিবার শিলিগুড়ির এক বেসরকারি হোটেলে কংগ্রেসের তরফে আইনজীবীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সম্মেলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ রমেশ বিধুরী প্রসঙ্গ টেনে বিজেপিকে একহাত নেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

লোকসভার বিশেষ অধিবেশনের শেষ দিনে বিএসপি সাংসদের বিরুদ্ধে চরম অশালীন মন্তব্য করতে শোনা যায় বিজেপি সাংসদ বিধুরীকে ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী সাংসদরা ৷ একই সঙ্গে, বিধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছেন বিরোধী সাংসদরা ৷ এদিন অধীর চৌধুরী বলেন, "লোকসভায় যে ভাষা ব্যবহার করা হয়েছে, আর বিজেপির বাকি সাংসদরা যে বাহবা দিয়েছে, তাতে স্পষ্ট হয়ে যায় বিজেপি কতটা নিচু স্তরের রাজনীতি করে। তাদের আসল চেহারা আর উদ্দেশ্য প্রকাশ্যে চলে এসেছে। বিজেপি আক্রমণের রাজনীতি করে।"

পাশাপাশি এদিন আইন সংশোধনের নামে কেন্দ্রীয় সরকার আইনি ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। অধীর চৌধুরী বলেন, "যে আইন আমাদের ন্যায়, অধিকারকে সুরক্ষা করে বর্তমান কেন্দ্রীয় সরকার খুব পরিকল্পিতভাবে সেগুলোকে লঘু করার চেষ্টা করছে। আইপিসি, সিআরপিসি-সহ অন্যান্য আইনকে নষ্ট করা হচ্ছে। আগামীতে দেশের আইন সরকার যেভাবে খুশি নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে তার একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে। অদ্ভুত সব নিয়ম আনা হচ্ছে সেসব আইনে। নতুন ভারতের নামে নতুন আইন আসবে সেটার প্রচেষ্টা করা হচ্ছে।"

আরও পড়ুন: নতুন সংসদ ভবন 'মোদি মাল্টিপ্লেক্স', কটাক্ষ কংগ্রেসের

এরপরই অধীর চৌধুরী নিজের দলীয় আইনজীবীদের ওই বিষয়ে জনমত গড়ে তোলার পাশাপাশি ভারতের সংবিধান ও আইন নিয়ে আগামীতে গবেষণা করারও আবেদন জানান। যাতে আগামীতে আইনি লড়াই ও লোকসভায় ওই বিষয়ে লড়াই করতে সক্ষম হওয়া যায়।

অধীর চৌধুরী

শিলিগুড়ি, 23 সেপ্টেম্বর: সংসদের বিশেষ অধিবেশনের শেষ দিনে বিএসপি সাংসদ দানিশ আলির বিরুদ্ধে বিজেপি সাংসদ রমেশ বিধুরীর করা মন্তব্যের বিরুদ্ধে নিন্দায় সরব লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। শনিবার শিলিগুড়ির এক বেসরকারি হোটেলে কংগ্রেসের তরফে আইনজীবীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সম্মেলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ রমেশ বিধুরী প্রসঙ্গ টেনে বিজেপিকে একহাত নেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

লোকসভার বিশেষ অধিবেশনের শেষ দিনে বিএসপি সাংসদের বিরুদ্ধে চরম অশালীন মন্তব্য করতে শোনা যায় বিজেপি সাংসদ বিধুরীকে ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী সাংসদরা ৷ একই সঙ্গে, বিধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছেন বিরোধী সাংসদরা ৷ এদিন অধীর চৌধুরী বলেন, "লোকসভায় যে ভাষা ব্যবহার করা হয়েছে, আর বিজেপির বাকি সাংসদরা যে বাহবা দিয়েছে, তাতে স্পষ্ট হয়ে যায় বিজেপি কতটা নিচু স্তরের রাজনীতি করে। তাদের আসল চেহারা আর উদ্দেশ্য প্রকাশ্যে চলে এসেছে। বিজেপি আক্রমণের রাজনীতি করে।"

পাশাপাশি এদিন আইন সংশোধনের নামে কেন্দ্রীয় সরকার আইনি ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। অধীর চৌধুরী বলেন, "যে আইন আমাদের ন্যায়, অধিকারকে সুরক্ষা করে বর্তমান কেন্দ্রীয় সরকার খুব পরিকল্পিতভাবে সেগুলোকে লঘু করার চেষ্টা করছে। আইপিসি, সিআরপিসি-সহ অন্যান্য আইনকে নষ্ট করা হচ্ছে। আগামীতে দেশের আইন সরকার যেভাবে খুশি নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে তার একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে। অদ্ভুত সব নিয়ম আনা হচ্ছে সেসব আইনে। নতুন ভারতের নামে নতুন আইন আসবে সেটার প্রচেষ্টা করা হচ্ছে।"

আরও পড়ুন: নতুন সংসদ ভবন 'মোদি মাল্টিপ্লেক্স', কটাক্ষ কংগ্রেসের

এরপরই অধীর চৌধুরী নিজের দলীয় আইনজীবীদের ওই বিষয়ে জনমত গড়ে তোলার পাশাপাশি ভারতের সংবিধান ও আইন নিয়ে আগামীতে গবেষণা করারও আবেদন জানান। যাতে আগামীতে আইনি লড়াই ও লোকসভায় ওই বিষয়ে লড়াই করতে সক্ষম হওয়া যায়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.