শিলিগুড়ি, 31 জানুয়ারি : আগামীকাল কেন্দ্রীয় বাজেট । এই বাজেটের দিকে তাকিয়ে আছে গোটা দেশ, গোটা বাংলাও । এবার লোকসভা ভোটে উত্তরবঙ্গে BJP-র জয়জয়কার হয়েছে । তাই চা বাগানের সমস্যা দূরীকরণে কেন্দ্রীয় বাজেটে নতুন কোনও প্রকল্প মেলে কিনা সে দিকে তাকিয়ে আছেন এখানকার মানুষ । কিন্তু এই বাজেট কোনও আশা করছেন না রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ।
শিলিগুড়িতে শুক্রবার শ্রমিক মেলায় যোগ দিতে এসে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন," গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় বাজেটে এই রাজ্যকে বঞ্চনা করা হয়েছে । তাই এই বাজেট নিয়ে কোনও আশা করছি না । " তিনি বলেন, গত কয়েক বছর সাধারণ বাজেট বা রেল বাজেটে বাংলা এবং উত্তরবঙ্গ কিছুই পায়নি । তাই ওই বাজেট নিয়ে আমাদের কোনও প্রত্যাশা নেই । তিনি বলেন,"রেল বাজেটের ক্ষেত্রে প্রাক্তন রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছিলেন সেটুকুই । তারপর আর নতুন কিছুই হয়নি । তাই BJP-র বাজেট নিয়ে আমাদের কোনও প্রত্যাশা নেই ।" এদিন রাজ্যপালকেও আক্রমণ করেন মন্ত্রী গৌতম দেব।
রাজ্যপাল কয়েকদিন আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন । রাজ্যে আইনশৃঙ্খলা নেই বলে মন্তব্য করেন রাজ্যপাল । এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন শিলিগুড়িতে রাজ্যপালের কড়া সমালোচনা করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । বলেন "রাস্তায় রাস্তায় ঘুরে প্রকাশ্যে নানা কথা বলে নিজের পদ এবং গরিমা নষ্ট করছেন রাজ্যপাল । পত্র-পত্রিকা এবং টিভিতে ছবি না দেখালে রাগ হয় । এসব না করে তিনি তাঁর বক্তব্য কেন্দ্র সরকারের কাছে রিপোর্ট আকারে পাঠান, এটাই রীতি। কিন্তু সেই রীতি মানছেন না এই রাজ্যের রাজ্যপাল ।" তাঁর দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বলার আগে রাজ্যপালের উচিত উত্তরপ্রদেশের দিকে তাকানো । দেশের ক্রাইম রেকর্ড ব্যুরো এ রাজ্যে নিয়ে কী বলছে তা রাজ্যপালকে দেখতে অনুরোধ করেন মন্ত্রী ।