ETV Bharat / state

Siliguri Municipal Corporation Election 2022 : শিলিগুড়িতে গোর্খা ভোট টানতে তৃণমূলের হাতিয়ার বিনয় - গৌতম দেব বিনয় তামাং বৈঠক

শিলিগুড়ি পৌর নির্বাচনে গোর্খা ভোট ভাগাভাগি ঠেকাতে তৃণমূলের হাতিয়ার বিনয় তামাং ৷ ভোটের প্রচারে শহরের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবেন মোর্চা ছেড়ে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এই নেতা (Binay Tamang will campaign for Siliguri Municipal Corporation Election 2022) ৷ সোমবার গৌতম দেবের সঙ্গে বৈঠকের (Binay Tamang meets Goutam Deb) পর বিনয় নিজেই জানালেন একথা ৷

binay tamang will campaign for siliguri municipal election 2022
Siliguri Municipal Election 2022 : শিলিগুড়িতে নেপালি ভোট টানতে তৃণমূলের হাতিয়ার বিনয়
author img

By

Published : Dec 27, 2021, 2:51 PM IST

Updated : Dec 27, 2021, 3:51 PM IST

শিলিগুড়ি, 27 ডিসেম্বর : আসন্ন শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে (Siliguri Municipal Corporation Election 2022) নেপালি অধ্যুষিত ওয়ার্ডগুলিতে প্রচারে নামবেন বিনয় তামাং (Binay Tamang will campaign for Siliguri Municipal Corporation Election 2022) ৷ সোমবার এমনই ইঙ্গিত দিয়েছেন মোর্চা ছেড়ে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এই নেতা ৷ এদিন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবের সঙ্গে বৈঠক করেন বিনয় তামাং ও রোহিত শর্মা (Binay Tamang meets Goutam Deb) ৷ যদিও দু’পক্ষেরই দাবি, এদিনের সাক্ষাৎ একেবারেই সৌজন্যের খাতিরে ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷

আরও পড়ুন : Binay Tamang : দল চাইলে প্রার্থী হতে আপত্তি নেই, অবস্থান বদলে জানালেন বিনয় তামাং

তৃণমূল কংগ্রেসে যোগদানের পর রবিবারই শিলিগুড়িতে ফেরেন বিনয় তামাং ও রোহিত শর্মা ৷ কিন্তু, ব্যস্ততার কারণে ওই দিন আর গৌতম দেবের সঙ্গে দেখা করে উঠতে পারেননি তাঁরা ৷ সেই কারণেই সোমবারের এই সম্মুখ সাক্ষাৎ ৷ উল্লেখ্য, শিলিগুড়ি পৌরনিগমের অধীনস্ত এলাকাগুলির মধ্যে একাধিক ওয়ার্ডে গোর্খাদের বসবাস রয়েছে ৷ তাঁরা যাতে আসন্ন পৌরভোটে তৃণমূলকেই সমর্থন করেন, সেই আবেদনই জানাবেন বিনয় ৷ ভোট চাইতে পৌঁছে যাবেন তাঁদের দরজায় ৷

বৈঠকের পর বিনয় তামাং বলেন, ‘‘সামনেই শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন ৷ অনেক গোর্খা শিলিগুড়ি পৌর এলাকায় থাকেন ৷ আমাদের মধ্যে ভোটের প্রচার নিয়ে কিছু আলোচনা হয়েছে ৷ আমাকে না ডাকলেও আমি প্রচারে আসব ৷ কারণ, মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হাত শক্ত করতে হবে ৷ আগামী দিনে আমরা মমতাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই ৷’’

অন্যদিকে গৌতম দেব বলেন, ‘‘বিনয়, রোহিতরা আমাদের দলে যোগ দিয়েছেন ৷ দলের হয়ে প্রচারে আসতেই পারেন ৷ তা নিয়ে কিছু কথাবার্তাও হয়েছে ৷ পাশাপাশি, পাহাড়ের সমস্যা ও উন্নয়ন নিয়েও তাঁরা তাঁদের ভাবনা আমাকে জানিয়েছেন ৷ কীভাবে সেইসব সমস্যার সমাধান করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে ৷’’

আরও পড়ুন : Siliguri Corporation Poll 2022 : ‘শিলিগুড়ি মডেল’ ভেঙে পৌরভোটে আলাদা লড়াইয়ের সিদ্ধান্ত কংগ্রেসের

প্রসঙ্গত, শিলিগুড়ি পৌর এলাকায় তৃণমূলের ভিত যে অত্যন্ত মজবুত, এমনটা বলা যায় না ৷ তার অন্যতম কারণ, গোর্খা ভোটের ভাগাভাগি ৷ পৌর এলাকার অন্তত 11টি ওয়ার্ডে নেপালিদের বসবাস ৷ সেই ভোট এবার যাতে কোনওভাবেই অন্য রাজনৈতিক দলের ঝুলিতে না যায়, তা নিশ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ আর সেই লক্ষ্যপূরণে সদ্য দলে আসা বিনয় তামাং তাদের বড় ভরসা ৷ গোর্খা ভোট টানতেই বিনয়কে শিলিগুড়িতে প্রচারে নামাতে চায় তৃণমূল ৷

শিলিগুড়ি, 27 ডিসেম্বর : আসন্ন শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে (Siliguri Municipal Corporation Election 2022) নেপালি অধ্যুষিত ওয়ার্ডগুলিতে প্রচারে নামবেন বিনয় তামাং (Binay Tamang will campaign for Siliguri Municipal Corporation Election 2022) ৷ সোমবার এমনই ইঙ্গিত দিয়েছেন মোর্চা ছেড়ে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এই নেতা ৷ এদিন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবের সঙ্গে বৈঠক করেন বিনয় তামাং ও রোহিত শর্মা (Binay Tamang meets Goutam Deb) ৷ যদিও দু’পক্ষেরই দাবি, এদিনের সাক্ষাৎ একেবারেই সৌজন্যের খাতিরে ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷

আরও পড়ুন : Binay Tamang : দল চাইলে প্রার্থী হতে আপত্তি নেই, অবস্থান বদলে জানালেন বিনয় তামাং

তৃণমূল কংগ্রেসে যোগদানের পর রবিবারই শিলিগুড়িতে ফেরেন বিনয় তামাং ও রোহিত শর্মা ৷ কিন্তু, ব্যস্ততার কারণে ওই দিন আর গৌতম দেবের সঙ্গে দেখা করে উঠতে পারেননি তাঁরা ৷ সেই কারণেই সোমবারের এই সম্মুখ সাক্ষাৎ ৷ উল্লেখ্য, শিলিগুড়ি পৌরনিগমের অধীনস্ত এলাকাগুলির মধ্যে একাধিক ওয়ার্ডে গোর্খাদের বসবাস রয়েছে ৷ তাঁরা যাতে আসন্ন পৌরভোটে তৃণমূলকেই সমর্থন করেন, সেই আবেদনই জানাবেন বিনয় ৷ ভোট চাইতে পৌঁছে যাবেন তাঁদের দরজায় ৷

বৈঠকের পর বিনয় তামাং বলেন, ‘‘সামনেই শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন ৷ অনেক গোর্খা শিলিগুড়ি পৌর এলাকায় থাকেন ৷ আমাদের মধ্যে ভোটের প্রচার নিয়ে কিছু আলোচনা হয়েছে ৷ আমাকে না ডাকলেও আমি প্রচারে আসব ৷ কারণ, মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হাত শক্ত করতে হবে ৷ আগামী দিনে আমরা মমতাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই ৷’’

অন্যদিকে গৌতম দেব বলেন, ‘‘বিনয়, রোহিতরা আমাদের দলে যোগ দিয়েছেন ৷ দলের হয়ে প্রচারে আসতেই পারেন ৷ তা নিয়ে কিছু কথাবার্তাও হয়েছে ৷ পাশাপাশি, পাহাড়ের সমস্যা ও উন্নয়ন নিয়েও তাঁরা তাঁদের ভাবনা আমাকে জানিয়েছেন ৷ কীভাবে সেইসব সমস্যার সমাধান করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে ৷’’

আরও পড়ুন : Siliguri Corporation Poll 2022 : ‘শিলিগুড়ি মডেল’ ভেঙে পৌরভোটে আলাদা লড়াইয়ের সিদ্ধান্ত কংগ্রেসের

প্রসঙ্গত, শিলিগুড়ি পৌর এলাকায় তৃণমূলের ভিত যে অত্যন্ত মজবুত, এমনটা বলা যায় না ৷ তার অন্যতম কারণ, গোর্খা ভোটের ভাগাভাগি ৷ পৌর এলাকার অন্তত 11টি ওয়ার্ডে নেপালিদের বসবাস ৷ সেই ভোট এবার যাতে কোনওভাবেই অন্য রাজনৈতিক দলের ঝুলিতে না যায়, তা নিশ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ আর সেই লক্ষ্যপূরণে সদ্য দলে আসা বিনয় তামাং তাদের বড় ভরসা ৷ গোর্খা ভোট টানতেই বিনয়কে শিলিগুড়িতে প্রচারে নামাতে চায় তৃণমূল ৷

Last Updated : Dec 27, 2021, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.