ETV Bharat / state

Binay Tamang: অনীতের আমলে চা শ্রমিকদের জন্য সংগৃহীত টাকার হিসেব চাইলেন বিনয় - জিটিএ

চা বাগানের শ্রমিকদের জন্য জিটিএ চেয়ারম্যান রিলিফ ফান্ডে (GTA Chairman Relief Fund) টাকা একত্রিত করেন অনীত থাপা ৷ তার হিসেব চাইতে জিটিএ'র প্রিন্সিপাল সেক্রেটারির দ্বারস্থ হলেন বিনয় তামাং (Binay Tamang)।

Binay Tamang meets gta principal secretary to ask about gta chairman relief fund
চা শ্রমিকদের জন্য সংগৃহীত টাকার হিসেব চেয়ে জিটিএ-র দ্বারে বিনয়
author img

By

Published : Sep 28, 2021, 7:43 PM IST

দার্জিলিং, 28 সেপ্টেম্বর: করোনার সময়ে চা বাগানের শ্রমিকদের জন্য 'জিটিএ চেয়ারম্যান রিলিফ ফান্ড' (GTA Chairman Relief Fund) নামে তহবিল তৈরি করে টাকা একত্রিত করেছিলেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা ৷ সেই টাকা গেল কোথায় ? এই প্রশ্ন তুলে মঙ্গলবার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রিন্সিপাল সেক্রেটারি এআর বর্ধনকে স্মারকলিপি জমা দিলেন প্রাক্তন মোর্চা নেতা বিনয় তামাং (Binay Tamang) ৷ সংগৃহীত টাকার হিসেব চেয়ে, দ্রুত সেই টাকা চা বাগানের শ্রমিকদের উন্নয়নের জন্য খরচ করার দাবি জানান তিনি ।

করোনা আবহে পাহাড়ে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় বন্ধ ছিল চা বাগানগুলি । বাগান বন্ধ হওয়ায় মজুরি আটকে যাওয়ায় প্রবল সমস্যায় পড়েন বাগানের শ্রমিকরা । 2020 সালের 25 মার্চ তৎকালীন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা শ্রমিকদের স্বার্থে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও শিল্পপতিদের থেকে রিলিফ ফান্ড একত্রিত করার উদ্যোগ নেন । একত্রিত হওয়া টাকা শ্রমিকদের মজুরি ও চা বাগানের উন্নয়নে খরচ করার পরিকল্পনা ছিল । সেইমতো জিটিএ'র অধীনে জিটিএ চেয়ারম্যান রিলিফ ফান্ড নামে একটি পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করা হয় ।

পরবর্তীতে 2021 সালের 21 জানুয়ারি পর্যন্ত প্রায় 2 কোটি 12 লক্ষ টাকা একত্রিত হয় । ওই ফান্ডের টাকা এখন বেড়ে 4 কোটি 24 লক্ষে দাঁড়িয়েছে । কিন্তু বড় অঙ্কের টাকার বিষয়ে জিটিএ প্রশাসন কোনও উচ্চবাচ্য করছে না বলে অভিযোগ । দুর্গাপুজোয় ওই রিলিফ ফান্ডের টাকা দ্রুত খরচ করার দাবি জানিয়েছেন প্রাক্তন মোর্চা নেতা বিনয় তামাং ।

আরও পড়ুন: Duare Ration : পুজোর আগে ৫০ শতাংশ বাড়িতে দুয়ারে রেশন পৌঁছে দিতে চায় খাদ্য দফতর

এ দিন লালকুঠিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনয় তামাং বলেন, "অনীত থাপা জিটিএ চেয়ারম্যান থাকাকালীন জিটিএ চেয়ারম্যান রিলিফ ফান্ড নামে ওই অ্যাকাউন্টে প্রায় দু'কোটি টাকারও বেশি জমা হয়েছিল । কিন্তু সেই টাকা কোথায় গেল বা কী হল জানা নেই । বিস্ময়করভাবে ওই টাকার বিষয়ে জিটিএ বা জেলা প্রশাসনও চুপ করে আছে । চা বাগানের শ্রমিকদের টাকা কোথায় গেল বা কী হল, কারা কারা কত টাকা দান করেছে, সেই হিসেব প্রকাশ্যে আনা হোক । তার পাশাপাশি ওই টাকা দুর্গাপুজোর আগেই চা বাগানের ম্যানেজারের মাধ্যমে শ্রমিকদের মধ্যে সমান হারে ভাগ করে দেওয়া হোক, সেই দাবি জানিয়েছি ।"

আরও পড়ুন: Weather Forecast : কলকাতায় শুরু ঝিরঝিরে বৃষ্টি, সন্ধ্যার পর থেকে দুর্যোগের আশঙ্কা

পাহাড়ে বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা 2য়ের পরাজয়ের পর দূরত্ব বেড়ে যায় অনীত থাপা এবং বিনয় তামাংয়ের মধ্যে । বিনয় তামাং মোর্চা 2 থেকে পদত্যাগ করেন, অন্যদিকে অনিত থাপাও নিজের অনুগামীদের নিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা নামে নতুন দল গঠন করেন । একসময়ে বিমল গুরুংয়ের অবর্তমানে পাহাড়ের রাশ বিনয়-অনীত জুটির কাছে থাকলেও, বর্তমানে তাঁদের মধ্যে পাহাড়ের ক্ষমতা ধরে রাখা নিয়ে ঠান্ডা লড়াই শুরু হয়েছে বলে মনে করছে রাজনৈতিকমহল ।

আরও পড়ুন: Ghoom Festival: উৎসবের মরশুমে পাহাড়ে পর্যটক টানতে শুরু হচ্ছে ‘ঘুম ফেস্টিভ্যাল’

জিটিএ চেয়ারম্যান রিলিফ ফান্ড নামে অনীত থাপার একত্রিত করা টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলে ইঙ্গিত করেছেন বিনয় তামাং । ওই টাকাই নতুন দল গঠনে খরচ করা হয়েছে বলে আশঙ্কা করছে পাহাড়ের রাজনৈতিক মহলের একাংশ । সেই আশঙ্কা থেকেই এ দিন জিটিএ'র প্রিন্সিপাল সেক্রেটারির দ্বারস্থ হন বিনয় তামাং ।

আরও পড়ুন : Sikkim Tourism : সিকিম চেক পোস্টে টিকাকরণের শংসাপত্র, আরটি-পিসিআর রিপোর্ট দেখানো বাধ্যতামূলক নয়

দার্জিলিং, 28 সেপ্টেম্বর: করোনার সময়ে চা বাগানের শ্রমিকদের জন্য 'জিটিএ চেয়ারম্যান রিলিফ ফান্ড' (GTA Chairman Relief Fund) নামে তহবিল তৈরি করে টাকা একত্রিত করেছিলেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা ৷ সেই টাকা গেল কোথায় ? এই প্রশ্ন তুলে মঙ্গলবার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রিন্সিপাল সেক্রেটারি এআর বর্ধনকে স্মারকলিপি জমা দিলেন প্রাক্তন মোর্চা নেতা বিনয় তামাং (Binay Tamang) ৷ সংগৃহীত টাকার হিসেব চেয়ে, দ্রুত সেই টাকা চা বাগানের শ্রমিকদের উন্নয়নের জন্য খরচ করার দাবি জানান তিনি ।

করোনা আবহে পাহাড়ে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় বন্ধ ছিল চা বাগানগুলি । বাগান বন্ধ হওয়ায় মজুরি আটকে যাওয়ায় প্রবল সমস্যায় পড়েন বাগানের শ্রমিকরা । 2020 সালের 25 মার্চ তৎকালীন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা শ্রমিকদের স্বার্থে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও শিল্পপতিদের থেকে রিলিফ ফান্ড একত্রিত করার উদ্যোগ নেন । একত্রিত হওয়া টাকা শ্রমিকদের মজুরি ও চা বাগানের উন্নয়নে খরচ করার পরিকল্পনা ছিল । সেইমতো জিটিএ'র অধীনে জিটিএ চেয়ারম্যান রিলিফ ফান্ড নামে একটি পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করা হয় ।

পরবর্তীতে 2021 সালের 21 জানুয়ারি পর্যন্ত প্রায় 2 কোটি 12 লক্ষ টাকা একত্রিত হয় । ওই ফান্ডের টাকা এখন বেড়ে 4 কোটি 24 লক্ষে দাঁড়িয়েছে । কিন্তু বড় অঙ্কের টাকার বিষয়ে জিটিএ প্রশাসন কোনও উচ্চবাচ্য করছে না বলে অভিযোগ । দুর্গাপুজোয় ওই রিলিফ ফান্ডের টাকা দ্রুত খরচ করার দাবি জানিয়েছেন প্রাক্তন মোর্চা নেতা বিনয় তামাং ।

আরও পড়ুন: Duare Ration : পুজোর আগে ৫০ শতাংশ বাড়িতে দুয়ারে রেশন পৌঁছে দিতে চায় খাদ্য দফতর

এ দিন লালকুঠিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনয় তামাং বলেন, "অনীত থাপা জিটিএ চেয়ারম্যান থাকাকালীন জিটিএ চেয়ারম্যান রিলিফ ফান্ড নামে ওই অ্যাকাউন্টে প্রায় দু'কোটি টাকারও বেশি জমা হয়েছিল । কিন্তু সেই টাকা কোথায় গেল বা কী হল জানা নেই । বিস্ময়করভাবে ওই টাকার বিষয়ে জিটিএ বা জেলা প্রশাসনও চুপ করে আছে । চা বাগানের শ্রমিকদের টাকা কোথায় গেল বা কী হল, কারা কারা কত টাকা দান করেছে, সেই হিসেব প্রকাশ্যে আনা হোক । তার পাশাপাশি ওই টাকা দুর্গাপুজোর আগেই চা বাগানের ম্যানেজারের মাধ্যমে শ্রমিকদের মধ্যে সমান হারে ভাগ করে দেওয়া হোক, সেই দাবি জানিয়েছি ।"

আরও পড়ুন: Weather Forecast : কলকাতায় শুরু ঝিরঝিরে বৃষ্টি, সন্ধ্যার পর থেকে দুর্যোগের আশঙ্কা

পাহাড়ে বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা 2য়ের পরাজয়ের পর দূরত্ব বেড়ে যায় অনীত থাপা এবং বিনয় তামাংয়ের মধ্যে । বিনয় তামাং মোর্চা 2 থেকে পদত্যাগ করেন, অন্যদিকে অনিত থাপাও নিজের অনুগামীদের নিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা নামে নতুন দল গঠন করেন । একসময়ে বিমল গুরুংয়ের অবর্তমানে পাহাড়ের রাশ বিনয়-অনীত জুটির কাছে থাকলেও, বর্তমানে তাঁদের মধ্যে পাহাড়ের ক্ষমতা ধরে রাখা নিয়ে ঠান্ডা লড়াই শুরু হয়েছে বলে মনে করছে রাজনৈতিকমহল ।

আরও পড়ুন: Ghoom Festival: উৎসবের মরশুমে পাহাড়ে পর্যটক টানতে শুরু হচ্ছে ‘ঘুম ফেস্টিভ্যাল’

জিটিএ চেয়ারম্যান রিলিফ ফান্ড নামে অনীত থাপার একত্রিত করা টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলে ইঙ্গিত করেছেন বিনয় তামাং । ওই টাকাই নতুন দল গঠনে খরচ করা হয়েছে বলে আশঙ্কা করছে পাহাড়ের রাজনৈতিক মহলের একাংশ । সেই আশঙ্কা থেকেই এ দিন জিটিএ'র প্রিন্সিপাল সেক্রেটারির দ্বারস্থ হন বিনয় তামাং ।

আরও পড়ুন : Sikkim Tourism : সিকিম চেক পোস্টে টিকাকরণের শংসাপত্র, আরটি-পিসিআর রিপোর্ট দেখানো বাধ্যতামূলক নয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.