ETV Bharat / state

দার্জিলিং জেলা হাসপাতালে 50টি PPE দান বিনয় তামাঙ ও তাঁর দলের - Wb_Darj_01_GJM_PPE_Copy_7205425

কোরোনা মোকাবিলায় এবার বিনয় তামাঙের নেতৃত্বে PPE প্রদান দার্জিলিঙে ৷ প্রাক্তন বিধায়ক অমরসিং রাইয়ের পর এবার মোর্চা নেতা বিনয় তামাঙ ও তাঁর দলের তরফে দার্জিলিং জেলা হাসাপাতালে দেওয়া হল PPE ।

binay tamang and his party gta gave 50 ppe to darjeeling district hospital
দার্জিলিং জেলা হাসপাতালে 50 টি PPE দিলেন বিনয় তামাঙ ও তাঁর দল
author img

By

Published : Apr 13, 2020, 11:47 PM IST

দার্জিলিং , 13 এপ্রিল : কোরোনা মোকাবিলায় এবার বিনয় তামাঙের নেতৃত্বে PPE প্রদান দার্জিলিঙে ৷ প্রাক্তন বিধায়ক অমরসিং রাইয়ের পর এবার মোর্চা নেতা বিনয় তামাঙ ও তাঁর দলের তরফে দার্জিলিং জেলা হাসাপাতালে দেওয়া হল PPE । আজ দার্জিলিং জেলা হাসপাতালের ডাক্তার ও নার্সদের জন্য 50টি পার্সোনাল প্রোটেক্টটিভ ইকুইপমেন্ট বা PPE দেন বিনয় তামাঙ । সঙ্গে দুটি ইনফ্রারেড থার্মোমিটারও দেওয়া হয় । দার্জিলিং জেলা হাসাপাতালের 6 জন অ্যাম্বুলেন্স চালককেও আজ PPE দেন তিনি ।

মোর্চা সভাপতি বিনয় তামাঙ বলেন, " রাজ্য সরকার এবং GTA - র তরফে PPE প্রদানের পরও কোরোনা মোকাবিলায় পাহাড়ে যেন কোনও সমস্যা না থাকে তার জন্যই তাঁর দলের তরফে PPE দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর আগে দার্জিলিংয়ের প্রাক্তন বিধায়ক অমরসিং রাই তাঁর 6 মাসের পেনশনের টাকায় PPE কিনে দেন স্বাস্থ্যকর্মীদের ৷ দার্জিলিং, কালিম্পং জেলা হাসপাতাল ও একটি নার্সিংহোমে দেওয়া হয় সেই PPE । "

মোর্চা সভাপতি বলেন, " শুধু চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীরাই নয়, অ্যাম্বুলেন্স চালকদেরও PPE দরকার । কেননা, কোরোনার উপসর্গ থাকা কাউকে দার্জিলিং থেকে শিলিগুড়িতে অ্যাম্বুলেন্সে করে পাঠাতে হলে অ্যাম্বুলেন্স চালকেরও নিরাপত্তার বিষয়টি জড়িত । তাই অ্যাম্বুলেন্স চালকদের দাবি মেনে তাঁদেরও PPE দেওয়া হয় । শুধু হাসপাতালই নয়, কোয়ারান্টাইন সেন্টারে কর্মরত ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও PPE ব্যবহার করবেন ৷ "

দার্জিলিং , 13 এপ্রিল : কোরোনা মোকাবিলায় এবার বিনয় তামাঙের নেতৃত্বে PPE প্রদান দার্জিলিঙে ৷ প্রাক্তন বিধায়ক অমরসিং রাইয়ের পর এবার মোর্চা নেতা বিনয় তামাঙ ও তাঁর দলের তরফে দার্জিলিং জেলা হাসাপাতালে দেওয়া হল PPE । আজ দার্জিলিং জেলা হাসপাতালের ডাক্তার ও নার্সদের জন্য 50টি পার্সোনাল প্রোটেক্টটিভ ইকুইপমেন্ট বা PPE দেন বিনয় তামাঙ । সঙ্গে দুটি ইনফ্রারেড থার্মোমিটারও দেওয়া হয় । দার্জিলিং জেলা হাসাপাতালের 6 জন অ্যাম্বুলেন্স চালককেও আজ PPE দেন তিনি ।

মোর্চা সভাপতি বিনয় তামাঙ বলেন, " রাজ্য সরকার এবং GTA - র তরফে PPE প্রদানের পরও কোরোনা মোকাবিলায় পাহাড়ে যেন কোনও সমস্যা না থাকে তার জন্যই তাঁর দলের তরফে PPE দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর আগে দার্জিলিংয়ের প্রাক্তন বিধায়ক অমরসিং রাই তাঁর 6 মাসের পেনশনের টাকায় PPE কিনে দেন স্বাস্থ্যকর্মীদের ৷ দার্জিলিং, কালিম্পং জেলা হাসপাতাল ও একটি নার্সিংহোমে দেওয়া হয় সেই PPE । "

মোর্চা সভাপতি বলেন, " শুধু চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীরাই নয়, অ্যাম্বুলেন্স চালকদেরও PPE দরকার । কেননা, কোরোনার উপসর্গ থাকা কাউকে দার্জিলিং থেকে শিলিগুড়িতে অ্যাম্বুলেন্সে করে পাঠাতে হলে অ্যাম্বুলেন্স চালকেরও নিরাপত্তার বিষয়টি জড়িত । তাই অ্যাম্বুলেন্স চালকদের দাবি মেনে তাঁদেরও PPE দেওয়া হয় । শুধু হাসপাতালই নয়, কোয়ারান্টাইন সেন্টারে কর্মরত ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও PPE ব্যবহার করবেন ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.