ETV Bharat / state

BGSP Criticise State and Center : জিটিএ নির্বাচন অগণতান্ত্রিক, পাহাড় সমস্যার সমাধান ইস্যুতে অমিত শাহকে হুঁশিয়ারি - BGSP Leader SP Sharma

রাজ্যের জিটিএ নির্বাচন ঘোষণা নিয়ে সরব ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের সভাপতি এসপি শর্মা (BGSP Leader SP Sharma Criticise State Government Over GTA Election) ৷ রাজ্যের জিটিএ নির্বাচন অগণতান্ত্রিক বলে দাবি করলেন তিনি ৷ পাশাপাশি, পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান ইস্যুতে অমিত শাহকে হুঁশিয়ারি দিতেও শোনা গেল তাঁকে (BGSP Leader SP Sharma Criticise Center Over Permanent Political Solution) ৷

BGSP Leader SP Sharma Criticise State and Center Over Hill Issues
BGSP Leader SP Sharma Criticise State and Center Over Hill Issues
author img

By

Published : May 11, 2022, 4:42 PM IST

শিলিগুড়ি, 11 মে : একদিকে জিটিএ নির্বাচন ও অন্যদিকে পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান ৷ দুই ইস্যুতে কেন্দ্র ও রাজ্য দু’পক্ষকেই নিশানা করলেন রাজনীতির ময়দানে নবাগত ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের সভাপতি এসপি শর্মা ৷ তাঁর দাবি, রাজ্য সরকারের জিটিএ নির্বাচন ঘোষণা করা অগণতান্ত্রিক (BGSP Leader SP Sharma Criticise State Government Over GTA Election) ৷ অন্যদিকে, পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের নামে পাহাড়বাসীর সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার প্রতারণা করছে বলেও নিশানা করেন তিনি ৷

এ দিন শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন এসপি শর্মা ৷ কেন্দ্র ও রাজ্যকে একহাত নেওয়ার পাশাপাশি পাহাড় সমস্যা নিয়ে অমিত শাহকে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি ৷ জানালেন, আগামী 15 জুনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দার্জিলিংয়ের সাংসদকে প্রতিশ্রুতি মতো পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে (BGSP Leader SP Sharma Criticise Center Over Permanent Political Solution) ৷ আর তা না-করলে তাঁদের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে পাহাড়ে ঘোরাবে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ (Bharatiya Gorkha Suraksha Parishad) ৷

সম্প্র‍তি জুন মাসের তৃতীয় সপ্তাহে জিটিএ নির্বাচন (GTA Election) করা যেতে পারে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার ৷ রাজ্য নির্বাচন কমিশনকে সে কথা জানানো হয়েছে নবান্নের তরফে ৷ তার পর থেকেই দ্বিধাবিভক্ত পাহাড়ের রাজনৈতিক দলগুলি ৷ এ দিকে, স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে 2021 সালের 1 অগস্ট অনশনে বসেছিলেন এসপি শর্মা ৷ তখন তিনি অখিল ভারতীয় গোর্খা লিগের সভাপতি ছিলেন ৷ কিন্তু, চলতি বছরের এপ্রিল মাসে নতুন রাজনৈতিক দল তৈরি করেন এসপি শর্মা ৷ নাম দেন ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ ৷

আরও পড়ুন : Darjeeling political parties on GTA Election: জুনেই জিটিএ নির্বাচনের প্রস্তাব রাজ্যের, দ্বিধাবিভক্ত পাহাড়ের রাজনৈতিক দলগুলি

অমিত শাহর উত্তরবঙ্গ সফর চলাকালীন পাহাড় ও শিলিগুড়ি জুড়ে তাঁর বিরুদ্ধে পোস্টার লাগিয়েছিল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ ৷ কিন্তু, তার পরেও পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে সেরকম কোন সদুত্তর পাননি এসপি শর্মারা ৷ যার জেরে এ বার আন্দোলন আরও তীব্র করার উদ্যোগ নিয়েছে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ ৷

জিটিএ নির্বাচন নিয়ে রাজ্যকে নিশানা এসপি শর্মার

এসপি শর্মা এ দিন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থায়ী রাজনৈতিক সমাধানের উদ্যোগ নেবেন ৷ কিন্তু, তা না করে উলটে জিটিএ নির্বাচন করতে চলেছেন ৷ এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক ৷ জিটিএ তৈরি করার পর পাহাড়ে কিছু নেতার সমস্যার সমাধান হয়েছে ৷ কিছু নেতার লাভ হয়েছে ৷ কিছু নেতার বিরুদ্ধে থাকা কিছু মামলা বন্ধ হয়েছে ৷ কিন্তু, পাহাড়বাসীর কোনও লাভ হয়নি ৷ অনেক পাহাড়বাসীর বিরুদ্ধে এখনও মামলা চলছে ৷ বিদ্যুতের বিল মুকব হয়নি ৷’’

আরও পড়ুন : Amit Shah on North Bengal : উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা করছেন মমতা, শিলিগুড়িতে বললেন অমিত শাহ

পাশাপাশি কেন্দ্রের সমালোচনা করে বলেন, ‘‘অমিত শাহ জানিয়েছেন এখনও তারা পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজছেন ৷ 2009 সাল থেকে একই সমাধান খুঁজে চলেছেন ৷ কিন্তু, এখনও পাননি ৷ আমরা অনেক অপেক্ষা করেছি ৷ আর অপেক্ষা করব না ৷ 15 জুনের মধ্যে কেন্দ্র সরকার পদক্ষেপ না করলে, আমরা ১৬ জুন সাংসদ রাজু বিস্তা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে সারা পাহাড়ে বিক্ষোভ মিছিল বের করব ৷ কালিম্পং থেকে শুরু হবে ৷ তার পর দার্জিলিং, কার্শিয়াং, মিরিকেও একইভাবে বের করা হবে কুশপুতুল নিয়ে মিছিল ৷’’

শিলিগুড়ি, 11 মে : একদিকে জিটিএ নির্বাচন ও অন্যদিকে পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান ৷ দুই ইস্যুতে কেন্দ্র ও রাজ্য দু’পক্ষকেই নিশানা করলেন রাজনীতির ময়দানে নবাগত ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের সভাপতি এসপি শর্মা ৷ তাঁর দাবি, রাজ্য সরকারের জিটিএ নির্বাচন ঘোষণা করা অগণতান্ত্রিক (BGSP Leader SP Sharma Criticise State Government Over GTA Election) ৷ অন্যদিকে, পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের নামে পাহাড়বাসীর সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার প্রতারণা করছে বলেও নিশানা করেন তিনি ৷

এ দিন শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন এসপি শর্মা ৷ কেন্দ্র ও রাজ্যকে একহাত নেওয়ার পাশাপাশি পাহাড় সমস্যা নিয়ে অমিত শাহকে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি ৷ জানালেন, আগামী 15 জুনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দার্জিলিংয়ের সাংসদকে প্রতিশ্রুতি মতো পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে (BGSP Leader SP Sharma Criticise Center Over Permanent Political Solution) ৷ আর তা না-করলে তাঁদের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে পাহাড়ে ঘোরাবে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ (Bharatiya Gorkha Suraksha Parishad) ৷

সম্প্র‍তি জুন মাসের তৃতীয় সপ্তাহে জিটিএ নির্বাচন (GTA Election) করা যেতে পারে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার ৷ রাজ্য নির্বাচন কমিশনকে সে কথা জানানো হয়েছে নবান্নের তরফে ৷ তার পর থেকেই দ্বিধাবিভক্ত পাহাড়ের রাজনৈতিক দলগুলি ৷ এ দিকে, স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে 2021 সালের 1 অগস্ট অনশনে বসেছিলেন এসপি শর্মা ৷ তখন তিনি অখিল ভারতীয় গোর্খা লিগের সভাপতি ছিলেন ৷ কিন্তু, চলতি বছরের এপ্রিল মাসে নতুন রাজনৈতিক দল তৈরি করেন এসপি শর্মা ৷ নাম দেন ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ ৷

আরও পড়ুন : Darjeeling political parties on GTA Election: জুনেই জিটিএ নির্বাচনের প্রস্তাব রাজ্যের, দ্বিধাবিভক্ত পাহাড়ের রাজনৈতিক দলগুলি

অমিত শাহর উত্তরবঙ্গ সফর চলাকালীন পাহাড় ও শিলিগুড়ি জুড়ে তাঁর বিরুদ্ধে পোস্টার লাগিয়েছিল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ ৷ কিন্তু, তার পরেও পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে সেরকম কোন সদুত্তর পাননি এসপি শর্মারা ৷ যার জেরে এ বার আন্দোলন আরও তীব্র করার উদ্যোগ নিয়েছে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ ৷

জিটিএ নির্বাচন নিয়ে রাজ্যকে নিশানা এসপি শর্মার

এসপি শর্মা এ দিন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থায়ী রাজনৈতিক সমাধানের উদ্যোগ নেবেন ৷ কিন্তু, তা না করে উলটে জিটিএ নির্বাচন করতে চলেছেন ৷ এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক ৷ জিটিএ তৈরি করার পর পাহাড়ে কিছু নেতার সমস্যার সমাধান হয়েছে ৷ কিছু নেতার লাভ হয়েছে ৷ কিছু নেতার বিরুদ্ধে থাকা কিছু মামলা বন্ধ হয়েছে ৷ কিন্তু, পাহাড়বাসীর কোনও লাভ হয়নি ৷ অনেক পাহাড়বাসীর বিরুদ্ধে এখনও মামলা চলছে ৷ বিদ্যুতের বিল মুকব হয়নি ৷’’

আরও পড়ুন : Amit Shah on North Bengal : উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা করছেন মমতা, শিলিগুড়িতে বললেন অমিত শাহ

পাশাপাশি কেন্দ্রের সমালোচনা করে বলেন, ‘‘অমিত শাহ জানিয়েছেন এখনও তারা পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজছেন ৷ 2009 সাল থেকে একই সমাধান খুঁজে চলেছেন ৷ কিন্তু, এখনও পাননি ৷ আমরা অনেক অপেক্ষা করেছি ৷ আর অপেক্ষা করব না ৷ 15 জুনের মধ্যে কেন্দ্র সরকার পদক্ষেপ না করলে, আমরা ১৬ জুন সাংসদ রাজু বিস্তা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে সারা পাহাড়ে বিক্ষোভ মিছিল বের করব ৷ কালিম্পং থেকে শুরু হবে ৷ তার পর দার্জিলিং, কার্শিয়াং, মিরিকেও একইভাবে বের করা হবে কুশপুতুল নিয়ে মিছিল ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.