শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি : রাজ্য সরকারের 'দুয়ারে সরকার'-এর মতো এবার দার্জিলিং পৌরসভা নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে 'দাইলো মা মিউনিসিপালিটি'র প্রতিশ্রুতি দিলেন অনিত থাপা । 'দাইলো মা মিউনিসিপালিটি ' শব্দের অর্থ দুয়ারে পৌরসভা । পাহাড়বাসীর জন্য নাগরিক পরিষেবা আরও উন্নত করতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দার্জিলিং পৌরসভার নাগরিক সহায়তা কেন্দ্র গড়ার আশ্বাস দিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ।
27 ফেব্রুয়ারি দার্জিলিংয়ে পৌরসভা নির্বাচন । এই নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সখ্যতা থাকলেও কোনরকম জোটে না-গিয়ে ৩২টি আসনেই প্রার্থী দিয়েছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । আর প্রার্থী ঘোষণা হতেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তারা (BJPM manifesto for Darjeeling Municipality Election)। ইস্তেহারে সামগ্রিক পৌর-পরিষেবা উন্নত করার আশ্বাস তো দেওয়া হয়েছেই, সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে 'দাইলো মা মিউনিসিপালিটি' বা 'দুয়ারে পৌরসভা' প্রকল্পের প্রতিশ্রুতির উপর ।
![BJPM manifesto for Darjeeling Municipality Election](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-slg-01-darjeeling-bgpm-manifesto-7209673_18022022130220_1802f_1645169540_641.jpg)
সাধারণ মানুষের সুবিধার জন্য 'দুয়ারে সরকার' কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার । এই প্রকল্প যে মানুষের মন টেনেছে তার কিছুটা প্রমাণ মিলেছে 2021 সালের বিধানসভা নির্বাচনেই ৷ বিশেষজ্ঞরাও মেনে নিয়েছেন তৃণমূলের বিপুল জয়ে এই প্রকল্পের বড় ভূমিকা রয়েছে । আর সেই সফলতার কথা মাথায় রেখেই এবার পাহাড়বাসীর স্বার্থে দুয়ারে পৌরসভার আশ্বাস দিলেন অনিত থাপা ।
নির্বাচনে জয়ী হলে পৌরসভার ৩২টি ওয়ার্ডেই একটি করে পৌর কার্যালয় তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি । সেই কার্যালয়ের মাধ্যমে পৌরসভার অধিকাংশ কাজ পরিচালনা করা হবে । এতে পাহাড়বাসীকে সব সমস্যার জন্য আর পৌরসভায় ছুটে যেতে হবে না ৷ এই বিষয়ে বলতে গিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা বলেন, "আমরা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ওপরেই বেশি গুরুত্ব দিচ্ছি । পরিষেবাকে উন্নত করাই আমাদের মূল লক্ষ্য।" সংগঠনের সম্পাদক তথা প্রার্থী অমর লামা বলেন, "আমরা ভোটে জয়ী হলে প্রতিটি ওয়ার্ডে পৌরসভার কার্যালয় খুলব। তাতে পাহাড়বাসীর অনেক সুবিধা হবে।"