দার্জিলিং, 28 ডিসেম্বর: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) দুই কাউন্সিলরের সমর্থনে দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) বোর্ড গঠন করা এখন শুধু সময়ের অপেক্ষা অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM) কাছে । আগামী সাতদিনের মধ্যে পৌরসভার নতুন বোর্ড (New Board) গঠন করবে অনিত শিবির । এই সাতদিন পৌরসভার কাজ প্রশাসক হিসেবে সামলাবেন জেলা প্রশাসনের আধিকারিক তথা একজিকিউটিভ অফিসার তাপসকুমার হাজরা ।
এদিন হামরো পার্টির বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে অনিত শিবির । সেই অনাস্থা ভোটে অংশগ্রহণই করে না অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি ও বিমল গুরুংয়ের (Bimal Gurung) গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) কাউন্সিলররা । ফলে স্বভাবতই পৌরসভার ক্ষমতা থেকে অপসারণ হয় হামরো পার্টির চেয়ারম্যান রিতেশ পোর্টেল ও ভাইস চেয়ারম্যান ইয়াংজি শেরপার (BGJM in support of TMC to form new board) ।
এদিন পৌর আধিকারিক তাপসকুমার হাজরা বলেন, "পুরনো বোর্ড সংখ্যাগরিষ্ঠতা হারানোয় তাদের অপসারণ হয় । আগামী সাতদিনের মধ্যে ভাইস চেয়ারম্যান নতুন বোর্ড গঠনের বৈঠক না ডাকলে জেলা প্রশাসনের আধিকারিকের নির্দেশ মতো কাউন্সিলররা বৈঠক ডাকতে পারে । তারপরই নতুন বোর্ড গঠন হবে । সেই ক'দিন পৌরসভার কাজ স্বাভাবিক মতোই চলবে ।"
বিজিপিএম কাউন্সিলর বিষ্ণু মল্লার বলেন, "আমাদের 14 জন কাউন্সিলর ও দু'জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা এ দিনের অনাস্থা ভোটে উপস্থিত ছিলাম । মোর্চা ও হামরো পার্টির কাউন্সিলররা অনুপস্থিত ছিল। এদিন অপসারণ হল হামরো বোর্ডের । আগামী কয়েকদিনের মধ্যে নতুন বোর্ড তৈরি করব আমরা ।"
এ দিকে অনাস্থা ভোটে (No Confidence Motion) জয়ী হতেই দার্জিলিংয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দলীয় কার্যালয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন কর্মী-সমর্থকরা । দলীয় কাউন্সিলরদের শুভেচ্ছা জানান জিটিএ'র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা ।
আরও পড়ুন: দার্জিলিং পৌরসভা কার্যত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে, অনাস্থায় নেই হামরো ও জিজেএম
প্রসঙ্গত, দার্জিলিং পৌরসভার নির্বাচনে 32টি আসনের মধ্যে 18টি আসন পেয়েছিল অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি (Hamro Party) ৷ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দার্জিলিং পৌরসভায় বোর্ড গঠন করেছিল হামরো পার্টি ৷ সেই নির্বাচনে 8টি আসন পেয়েছিল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ তিনটে আসনে জেতে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ও 2টি আসন পায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷
কিন্তু, সাম্প্রতিককালে হামরো পার্টির 6 কাউন্সিলর অনিত শিবিরে নাম লেখান ৷ আর তারপরই সংখ্যাগরিষ্ঠতা হারায় হামরো পার্টি ৷ পরিসংখ্যানের নিরিখে অনিত থাপার শিবিরে কাউন্সিলর সংখ্যা হয় 14 ও হামরো পার্টির কাউন্সিলর সংখ্যা 12-তে এসে দাঁড়ায় ৷ এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের 2 কাউন্সিলরের সমর্থনে অনাস্থা প্রস্তাব আনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ যার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ৷ কিন্তু, কোনও লাভ হয়নি ৷ আদালতের নির্দেশে আজ অনাস্থা ভোট ছিল দার্জিলিং পৌরসভায় ৷
আরও পড়ুন: পাহাড়ে বিমল-অজয়ের পাশে তৃণমূলের বিনয় তামাং, তাঁর মোর্চায় ফেরা নিয়ে জল্পনা