ETV Bharat / state

GTA Election : শাসকদলের সঙ্গে জোট নয়, জিটিএ নির্বাচনে 'একলা চল' নীতি অনিত থাপার দলের - BGPM decided to fight alone in GTA election

তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট না-করে আসন্ন জিটিও নির্বাচনে একক লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণ করল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM decided to fight alone in GTA election) ৷ শুধু তাই নয়, জিটিএ নির্বাচনের 45টি আসনেই প্রার্থীতালিকা ঘোষণার সিদ্ধান্ত নিয়ে প্রথম দফার তালিকা প্রকাশ করল অনিত থাপার দল ৷

GTA Election
জিটিএ নির্বাচনে 'একলা চল' নীতি অনিত থাপার দলের
author img

By

Published : May 28, 2022, 5:25 PM IST

দার্জিলিং, 28 মে : জিটিএ নির্বাচনের প্রাক্কালে এক অন্য রাজনৈতিক সমীকরণ শৈলরানি দার্জিলিং'য়ে | তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট না-করে একক লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণ করল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM decided to fight alone in GTA election) ৷ শুধু তাই নয়, জিটিএ নির্বাচনের 45টি আসনেই প্রার্থীতালিকা ঘোষণার সিদ্ধান্ত নিয়ে প্রথম দফার তালিকা প্রকাশ করল অনিত থাপার দল ৷ আর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার এই সিদ্ধান্তের পরই সরগরম পাহাড়ের রাজনীতি ৷ কেন এমন সিদ্ধান্ত অনিত থাপার ?

রাজনৈতিক মহলের মতে, দার্জিলিং পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে আসন সমঝোতা করেছিলেন অনিত থাপা ৷ কিন্তু দার্জিলিং পৌরসভায় আশানুরূপ সাফল্য পায়নি তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কেউই ৷ রাজ্যের শাসকদলের সঙ্গে অনিত থাপার দলের জোটের বিষয়টি ভালভাবে নেয়নি পাহাড়বাসী ৷ অন্যদিকে, পাহাড়ে বিমল গুরুং ফিরে আসার পর রাজ্য সরকার ফের মোর্চার সঙ্গে নিজেদের পুরনো জোট করতে উদ্যোগী হয়েছে ৷ রাজ্যের শাসকদলের এই সিদ্ধান্ত গ্রহণের আগে পর্যন্ত তৃণমূলের দু'নৌকোয় পা-দিয়ে চলা নিয়ে চিন্তায় ছিল অনিত থাপারা। এমনিতেই পুরসভা নির্বাচনের মত জোট করে জিটিএ নির্বাচনে ভরাডুবি কোনওভাবেই চাইছিল না অনিত থাপা অ্যান্ড কোম্পানি ৷ পাহাড়ে বিমল গুরুং ফিরে আসার পর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার একলা চল নীতি গ্রহণ করার বিষয়টি আরও পরিষ্কার হয় ৷

সবমিলিয়ে জোট না-করে একদিকে যেমন নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে চাইছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, একই সঙ্গে নিজেদের সাংগঠনিক শক্তিও যাচাই করে নিতে চাইছেন অনিত থাপারা ৷ অথচ দিনকয়েক আগেও দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছিল যে এবার নির্বাচনেও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করবে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ 45টি আসনের মধ্যে 35টি আসনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও 10টি আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। যদিও ওই আসন সমঝোতার বিষয়টি সম্পূর্ণ গুজব ছিল বলে দাবি করেছেন পার্টির সাধারণ সম্পাদক অমর লামা।

আরও পড়ুন : অনশনরত বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে এসে ঘেরাও অজয় এডওয়ার্ড

শনিবার মংপু থেকে প্রথম দফার প্রার্থী ঘোষণা করেন অমর লামা। 45টি আসনের মধ্যে 11টি আসনে প্রার্থী ঘোষণা করেন তারা ৷ বাকি 34টি আসনেও শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানান তিনি। অমর লামা বলেন, "আমরা প্রতিটি আসনে আমরা প্রার্থী দেব। আমরা কোনওরকম জোট করছি না। এককভাবেই লড়াই করব আমরা।"

দার্জিলিং, 28 মে : জিটিএ নির্বাচনের প্রাক্কালে এক অন্য রাজনৈতিক সমীকরণ শৈলরানি দার্জিলিং'য়ে | তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট না-করে একক লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণ করল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM decided to fight alone in GTA election) ৷ শুধু তাই নয়, জিটিএ নির্বাচনের 45টি আসনেই প্রার্থীতালিকা ঘোষণার সিদ্ধান্ত নিয়ে প্রথম দফার তালিকা প্রকাশ করল অনিত থাপার দল ৷ আর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার এই সিদ্ধান্তের পরই সরগরম পাহাড়ের রাজনীতি ৷ কেন এমন সিদ্ধান্ত অনিত থাপার ?

রাজনৈতিক মহলের মতে, দার্জিলিং পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে আসন সমঝোতা করেছিলেন অনিত থাপা ৷ কিন্তু দার্জিলিং পৌরসভায় আশানুরূপ সাফল্য পায়নি তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কেউই ৷ রাজ্যের শাসকদলের সঙ্গে অনিত থাপার দলের জোটের বিষয়টি ভালভাবে নেয়নি পাহাড়বাসী ৷ অন্যদিকে, পাহাড়ে বিমল গুরুং ফিরে আসার পর রাজ্য সরকার ফের মোর্চার সঙ্গে নিজেদের পুরনো জোট করতে উদ্যোগী হয়েছে ৷ রাজ্যের শাসকদলের এই সিদ্ধান্ত গ্রহণের আগে পর্যন্ত তৃণমূলের দু'নৌকোয় পা-দিয়ে চলা নিয়ে চিন্তায় ছিল অনিত থাপারা। এমনিতেই পুরসভা নির্বাচনের মত জোট করে জিটিএ নির্বাচনে ভরাডুবি কোনওভাবেই চাইছিল না অনিত থাপা অ্যান্ড কোম্পানি ৷ পাহাড়ে বিমল গুরুং ফিরে আসার পর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার একলা চল নীতি গ্রহণ করার বিষয়টি আরও পরিষ্কার হয় ৷

সবমিলিয়ে জোট না-করে একদিকে যেমন নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে চাইছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, একই সঙ্গে নিজেদের সাংগঠনিক শক্তিও যাচাই করে নিতে চাইছেন অনিত থাপারা ৷ অথচ দিনকয়েক আগেও দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছিল যে এবার নির্বাচনেও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করবে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ 45টি আসনের মধ্যে 35টি আসনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও 10টি আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। যদিও ওই আসন সমঝোতার বিষয়টি সম্পূর্ণ গুজব ছিল বলে দাবি করেছেন পার্টির সাধারণ সম্পাদক অমর লামা।

আরও পড়ুন : অনশনরত বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে এসে ঘেরাও অজয় এডওয়ার্ড

শনিবার মংপু থেকে প্রথম দফার প্রার্থী ঘোষণা করেন অমর লামা। 45টি আসনের মধ্যে 11টি আসনে প্রার্থী ঘোষণা করেন তারা ৷ বাকি 34টি আসনেও শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানান তিনি। অমর লামা বলেন, "আমরা প্রতিটি আসনে আমরা প্রার্থী দেব। আমরা কোনওরকম জোট করছি না। এককভাবেই লড়াই করব আমরা।"

For All Latest Updates

TAGGED:

GTA Election
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.