দার্জিলিং, 28 মে : জিটিএ নির্বাচনের প্রাক্কালে এক অন্য রাজনৈতিক সমীকরণ শৈলরানি দার্জিলিং'য়ে | তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট না-করে একক লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণ করল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM decided to fight alone in GTA election) ৷ শুধু তাই নয়, জিটিএ নির্বাচনের 45টি আসনেই প্রার্থীতালিকা ঘোষণার সিদ্ধান্ত নিয়ে প্রথম দফার তালিকা প্রকাশ করল অনিত থাপার দল ৷ আর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার এই সিদ্ধান্তের পরই সরগরম পাহাড়ের রাজনীতি ৷ কেন এমন সিদ্ধান্ত অনিত থাপার ?
রাজনৈতিক মহলের মতে, দার্জিলিং পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে আসন সমঝোতা করেছিলেন অনিত থাপা ৷ কিন্তু দার্জিলিং পৌরসভায় আশানুরূপ সাফল্য পায়নি তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কেউই ৷ রাজ্যের শাসকদলের সঙ্গে অনিত থাপার দলের জোটের বিষয়টি ভালভাবে নেয়নি পাহাড়বাসী ৷ অন্যদিকে, পাহাড়ে বিমল গুরুং ফিরে আসার পর রাজ্য সরকার ফের মোর্চার সঙ্গে নিজেদের পুরনো জোট করতে উদ্যোগী হয়েছে ৷ রাজ্যের শাসকদলের এই সিদ্ধান্ত গ্রহণের আগে পর্যন্ত তৃণমূলের দু'নৌকোয় পা-দিয়ে চলা নিয়ে চিন্তায় ছিল অনিত থাপারা। এমনিতেই পুরসভা নির্বাচনের মত জোট করে জিটিএ নির্বাচনে ভরাডুবি কোনওভাবেই চাইছিল না অনিত থাপা অ্যান্ড কোম্পানি ৷ পাহাড়ে বিমল গুরুং ফিরে আসার পর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার একলা চল নীতি গ্রহণ করার বিষয়টি আরও পরিষ্কার হয় ৷
সবমিলিয়ে জোট না-করে একদিকে যেমন নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে চাইছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, একই সঙ্গে নিজেদের সাংগঠনিক শক্তিও যাচাই করে নিতে চাইছেন অনিত থাপারা ৷ অথচ দিনকয়েক আগেও দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছিল যে এবার নির্বাচনেও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করবে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ 45টি আসনের মধ্যে 35টি আসনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও 10টি আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। যদিও ওই আসন সমঝোতার বিষয়টি সম্পূর্ণ গুজব ছিল বলে দাবি করেছেন পার্টির সাধারণ সম্পাদক অমর লামা।
আরও পড়ুন : অনশনরত বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে এসে ঘেরাও অজয় এডওয়ার্ড
শনিবার মংপু থেকে প্রথম দফার প্রার্থী ঘোষণা করেন অমর লামা। 45টি আসনের মধ্যে 11টি আসনে প্রার্থী ঘোষণা করেন তারা ৷ বাকি 34টি আসনেও শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানান তিনি। অমর লামা বলেন, "আমরা প্রতিটি আসনে আমরা প্রার্থী দেব। আমরা কোনওরকম জোট করছি না। এককভাবেই লড়াই করব আমরা।"