শিলিগুড়ি, 11 এপ্রিল : কোচবিহারে না যেতে পারার জন্য আজ সকালে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে ফের আক্রমণ করলেন তিনি ৷ বললেন, কোচবিহারের ঘটনা আসলে গণহত্যা ৷ তথ্য লোপাটের জন্যই তাঁকে 72 ঘণ্টা আটকে দেওয়া হয়েছে ৷ আর কোচবিহারের এই ঘটনার প্রতিবাদে আজ কালো দিন ঘোষণা করেছেন তিনি ৷
গতকাল ভোট চলাকালীন শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চারজনের ৷ এই ঘটনার পর আগামী 72 ঘণ্টা কোচবিহারে রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষেধ করে দেয় নির্বাচন কমিশন ৷ এদিকে, আজই কোচবিহারে যাওয়ার কথা ছিল মমতার ৷ শীতলকুচির ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করার কথা ছিল তাঁর ৷ কিন্তু, নির্বাচন কমিশনের নির্দেশের কারণে সব কর্মসূচি বাতিল করে দেওয়া হয় ৷ এরপরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী ৷ প্রথমে একপ্রস্থ টুইটারে পরে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন তিনি ৷ আজ সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "শীতলকুচিতে গণহত্যা হয়েছে ৷ তারা পায়ের নিচে গুলি করতে পারত ৷ কিন্তু বুক ও গলা লক্ষ্য করে গুলি চালানো হয়েছে ৷ আর এই ঘটনায় তথ্য চাপা দিতেই 72 ঘণ্টার জন্য আমাকে আটকে দেওয়া হয়েছে ৷ নির্বাচন কমিশন যা করছে তা নজিরবিহীন ৷ নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না ৷ আমাকে যেতে না দেওয়ার জন্য আইন করেছে ৷ আধা সেনাকে ক্লিনচিট দেওয়া হচ্ছে ৷"পাশাপাশি তিনি বলেন, এত রক্ত আমার মন ভারাক্রান্ত করে দিয়েছে ৷ তাই আজ আমি কালো দিন ঘোষণা করছি ৷ "
আরও পড়ুন, তিনদিন আটকাতে পারবে, চতুর্থদিন আমি কোচবিহার যাব : মমতা
শীতলকুচিতে নিহতের পরিবারের সঙ্গে আজ ভিডিয়ো কলে কথাও বলেন তৃণমূল সুপ্রিমো ৷ তিনি জানান, আজ তাঁকে যেতে না দেওয়া হলেও তিনি কথা রেখেছন ৷ দুই নিহতের পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন ৷ মমতার কাছে দোষীদের শাস্তির আবেদন জানায় নিহতের পরিবারের লোকজন ৷ সেইসঙ্গে নিহতদের পরিবারের সমস্ত দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিকে, আজ টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে, নির্বাচন কমিশনকে তিনি মডেল কোড অফ কনডাক্টের (আদর্শ আচরণবিধি) নাম পরিবর্তন করে মোদি কোড অফ কনডাক্ট রাখার পরামর্শ দেন ৷ আজ সাংবাদিক বৈঠকেও সেই প্রসঙ্গ তোলেন তিনি ৷ বলেন, মডেল কোড অফ কনডাক্টের নাম পরিবর্তন করে, বিজেপি কোড অফ কনডাক্ট রাখা উচিত ৷