ETV Bharat / state

ATM Robbery: গ্যাসকাটার দিয়ে লুঠের সময় আগুনে ভস্মীভূত এটিএম! পালানোর সময় পুলিশ-দুষ্কৃতী সংঘর্ষ - এটিএম লুঠ

গ্যাসকাটার দিয়ে এটিএম লুঠ করতে এসেছিল দুষ্কৃতীরা ৷ পুলিশি টহলে ধরা পড়তেই পালিয়ে যায় তারা ৷ এদিকে গ্যাসকাটার থেকে আগুন লেগে যায় এটিএমে ৷ এমনই ঘটনা ঘটেছে শিলিগুড়িতে ৷

Etv Bharat
গ্যাসকাটার দিয়ে এটিএম লুঠ করার চেষ্টা শিলিগুড়িতে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 5:19 PM IST

গ্যাসকাটার দিয়ে এটিএম লুঠের চেষ্টা শিলিগুড়িতে

শিলিগুড়ি, 7 নভেম্বর: ছয় মাসের মাথায় ফের শহরে এটিএম লুঠের চেষ্টা ৷ গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা লুঠ করার চেষ্টা দুষ্কৃতীদের । আর সেই গ্যাসকাটার থেকে আগুন লেগে গেল এটিএমে । শুধু তাই নয়, পালানোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে দুষ্কৃতীদের । কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীদের দল । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাত তিনটে নাগাদ । শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকার সরকারি এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুঠের চেষ্টা করে দুষ্কৃতীরা । তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক রাত তিনটে নাগাদ ওই এটিএমের ভেতরে বেশ কয়েকজন দুষ্কৃতী নিজেদের মুখ ঢেকে লুঠ করার উদ্দেশ্যে ঢোকে । এটিএমের শাটার নামিয়ে গ্যাস কাটার দিয়ে মেশিন খুলে টাকা লুঠের চেষ্টা করছিল তারা । ঠিক সেই মুহূর্তে পুলিশের একটি টহলদারি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল । সেই সময় এটিএমের শাটার অল্প নামানো দেখতে পেলে সন্দেহ হয় তাদের । এরপরই পুলিশ তল্লাশি করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দুষ্কৃতীদের । কোনওক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা । এদিকে, গ্যাস কাটার দেওয়ার ফলে এটিএমটিতে আগুন লেগে যায় । তড়িঘড়ি দমকলে খবর দেয় পুলিশ ।

খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । এরপর সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যাংকের আধিকারিকরা । পাশাপাশি তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ-সহ উচ্চপদস্থ আধিকারিকরা । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ । যদিও ওই ঘটনার তদন্তের কিনারা করতে কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও স্পেশাল অপারেশন গ্রুপকে কাজে লাগানো হয়েছে । তবে অভিযোগ উঠেছে, টহলদারি ভ্যানে কর্তব্যরত পুলিশ কর্মীদের কারোর কাছেই সার্ভিস গান বা বন্দুক ছিল না ।

এমতাবস্থায় যদি দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র থাকত বা তারা সেটার ব্যবহার করত তবে বড়সড় কোনও বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা ছিল । এছাড়াও দুষ্কৃতীরা আধুনিকমানের গাড়ি ব্যবহার করায় পুলিশ তাদের পিছনে ধাওয়া করেও ধরতে পারেনি । যে কারণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । তবে এটিএমের ভিতরে থাকা কত টাকার লুঠ বা ক্ষতি হয়েছে সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি ব্যাংক কর্তৃপক্ষ ।

এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে দেখা হচ্ছে ।" বাড়ির মালিক জগদীশচন্দ্র সিংহ বলেন, "রাতে আওয়াজ পাই । প্রথমে ভাবি কোনও ট্রাক থেকে বালি পাথর ফেলা হচ্ছে । পরে চিৎকার শুনে বাইরে এসে দেখি এটিএমে আগুন জ্বলছে ।"

আরও পড়ুন : এটিএম জালিয়াতির অভিযোগে তিলজলা থেকে গ্রেফতার 1

গ্যাসকাটার দিয়ে এটিএম লুঠের চেষ্টা শিলিগুড়িতে

শিলিগুড়ি, 7 নভেম্বর: ছয় মাসের মাথায় ফের শহরে এটিএম লুঠের চেষ্টা ৷ গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা লুঠ করার চেষ্টা দুষ্কৃতীদের । আর সেই গ্যাসকাটার থেকে আগুন লেগে গেল এটিএমে । শুধু তাই নয়, পালানোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে দুষ্কৃতীদের । কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীদের দল । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাত তিনটে নাগাদ । শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকার সরকারি এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুঠের চেষ্টা করে দুষ্কৃতীরা । তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক রাত তিনটে নাগাদ ওই এটিএমের ভেতরে বেশ কয়েকজন দুষ্কৃতী নিজেদের মুখ ঢেকে লুঠ করার উদ্দেশ্যে ঢোকে । এটিএমের শাটার নামিয়ে গ্যাস কাটার দিয়ে মেশিন খুলে টাকা লুঠের চেষ্টা করছিল তারা । ঠিক সেই মুহূর্তে পুলিশের একটি টহলদারি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল । সেই সময় এটিএমের শাটার অল্প নামানো দেখতে পেলে সন্দেহ হয় তাদের । এরপরই পুলিশ তল্লাশি করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দুষ্কৃতীদের । কোনওক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা । এদিকে, গ্যাস কাটার দেওয়ার ফলে এটিএমটিতে আগুন লেগে যায় । তড়িঘড়ি দমকলে খবর দেয় পুলিশ ।

খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । এরপর সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যাংকের আধিকারিকরা । পাশাপাশি তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ-সহ উচ্চপদস্থ আধিকারিকরা । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ । যদিও ওই ঘটনার তদন্তের কিনারা করতে কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও স্পেশাল অপারেশন গ্রুপকে কাজে লাগানো হয়েছে । তবে অভিযোগ উঠেছে, টহলদারি ভ্যানে কর্তব্যরত পুলিশ কর্মীদের কারোর কাছেই সার্ভিস গান বা বন্দুক ছিল না ।

এমতাবস্থায় যদি দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র থাকত বা তারা সেটার ব্যবহার করত তবে বড়সড় কোনও বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা ছিল । এছাড়াও দুষ্কৃতীরা আধুনিকমানের গাড়ি ব্যবহার করায় পুলিশ তাদের পিছনে ধাওয়া করেও ধরতে পারেনি । যে কারণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । তবে এটিএমের ভিতরে থাকা কত টাকার লুঠ বা ক্ষতি হয়েছে সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি ব্যাংক কর্তৃপক্ষ ।

এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে দেখা হচ্ছে ।" বাড়ির মালিক জগদীশচন্দ্র সিংহ বলেন, "রাতে আওয়াজ পাই । প্রথমে ভাবি কোনও ট্রাক থেকে বালি পাথর ফেলা হচ্ছে । পরে চিৎকার শুনে বাইরে এসে দেখি এটিএমে আগুন জ্বলছে ।"

আরও পড়ুন : এটিএম জালিয়াতির অভিযোগে তিলজলা থেকে গ্রেফতার 1

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.