ETV Bharat / state

Vande Bharat Express: বন্দে ভারতে চতুর্থবার ছোড়া হল পাথর, এবার বোলপুরে ! - এবার পাথর পড়ল বোলপুরে

আবারও আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ! সোমবার চতুর্থবারের জন্য (Fourth Time) অত্যাধুনিক এই সেমি হাই স্পিড ট্রেন (Semi High Speed Train) লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল ৷

Attack on Vande Bharat Express for the Fourth Time
ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস !
author img

By

Published : Jan 9, 2023, 3:17 PM IST

Updated : Jan 9, 2023, 3:56 PM IST

বারবার হামলায় ক্ষুব্ধ যাত্রীরা ৷

শিলিগুড়ি, 9 জানুয়ারি: ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ! পশ্চিমবঙ্গে এই ট্রেনের পরিষেবা শুরু হয়েছে গত 1 জানুয়ারি থেকে ৷ এই নয়দিনের মধ্য়েই এই নিয়ে চতুর্থবার (Fourth Time) আক্রান্ত হল অত্যাধুনিক এই সেমি হাই স্পিড ট্রেন (Semi High Speed Train) ! যাত্রীদের দাবি, চতুর্থ দফায় ট্রেনটি আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গের সীমানার মধ্যেই ৷ ঘটনাস্থল খুব সম্ভবত বীরভূমের বোলপুর লাগোয়া কোনও এলাকা !

এর আগে মালদা লাগোয়া দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত কুমারগঞ্জে বন্দে ভারতে পাথর ছোড়ার অভিযোগ ওঠে ৷ সেটি ছিল এই ধরনের প্রথম ঘটনা ৷ দ্বিতীয় ঘটনাটি ঘটে পড়শি রাজ্য বিহারে ৷ সেক্ষেত্রে ঘটনার সময়কার ভিডিয়ো ফুটেজও প্রকাশ করে রেল ৷ এরপর তৃতীয় ঘটনাটি ঘটে রবিবার (8 জানুয়ারি, 2023) রাতে ৷ সেটিও বিহারেই ঘটে বলে দাবি যাত্রীদের ৷ তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ঘটে গেল চতুর্থ হামলা ৷ যাত্রীদের দাবি, এই হামলাটি চালানো হয়েছে পশ্চিমবঙ্গের সাীমানার মধ্য়েই ৷

আরও পড়ুন: আটদিনে তৃতীয়বার আক্রান্ত বন্দে ভারত, মালদা ঢোকার আগে ট্রেন লক্ষ্য করে ছোড়া হল ইট

সোমবার নির্দিষ্ট সময়েই এনজেপি পৌঁছয় বন্দে ভারত এক্সেপ্রেস ৷ ট্রেন থেকে নেমে যাত্রীরা জানান, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আসার সময় এই হামলা চালানো হয় ৷ বীরভূমের বোলপুর লাগোয়া চন্দনপুরের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের সি-5 কামরার একটি জানলার কাচে ও দরজায় এসে পড়ে উড়ন্ত পাথর ! এর জেরে একটি জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয় ৷ এনজেপিতে ট্রেনটি পৌঁছতেই তৎপরতা শুরু হয় রেলপুলিশের ৷ পূর্ব রেলের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই প্রসঙ্গে বলেন, "পূর্ব রেলের অধীনস্ত বোলপুরে এদিনের হামলার ঘটনাটি ঘটেছে ৷ ওই এলাকা দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস যখন আসছিল, সেই সময়েই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷"

বারবার এমন ঘটনায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যেও ৷ তাঁদের সকলেরই বক্তব্য হল, এভাবে জাতীয় সম্পত্তির ক্ষতি কখনই মেনে নেওয়া যায় না ৷ তাছাড়া, যেকোনও সময় এর ফলে বড়সড় অঘটন ঘটতে পারে ৷ যাত্রীদের আবেদন, দোষীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক ৷ তা না হলে আগামী দিনে কেউ আর এই ট্রেনে চড়ার সাহস পাবে না ৷

বারবার হামলায় ক্ষুব্ধ যাত্রীরা ৷

শিলিগুড়ি, 9 জানুয়ারি: ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ! পশ্চিমবঙ্গে এই ট্রেনের পরিষেবা শুরু হয়েছে গত 1 জানুয়ারি থেকে ৷ এই নয়দিনের মধ্য়েই এই নিয়ে চতুর্থবার (Fourth Time) আক্রান্ত হল অত্যাধুনিক এই সেমি হাই স্পিড ট্রেন (Semi High Speed Train) ! যাত্রীদের দাবি, চতুর্থ দফায় ট্রেনটি আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গের সীমানার মধ্যেই ৷ ঘটনাস্থল খুব সম্ভবত বীরভূমের বোলপুর লাগোয়া কোনও এলাকা !

এর আগে মালদা লাগোয়া দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত কুমারগঞ্জে বন্দে ভারতে পাথর ছোড়ার অভিযোগ ওঠে ৷ সেটি ছিল এই ধরনের প্রথম ঘটনা ৷ দ্বিতীয় ঘটনাটি ঘটে পড়শি রাজ্য বিহারে ৷ সেক্ষেত্রে ঘটনার সময়কার ভিডিয়ো ফুটেজও প্রকাশ করে রেল ৷ এরপর তৃতীয় ঘটনাটি ঘটে রবিবার (8 জানুয়ারি, 2023) রাতে ৷ সেটিও বিহারেই ঘটে বলে দাবি যাত্রীদের ৷ তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ঘটে গেল চতুর্থ হামলা ৷ যাত্রীদের দাবি, এই হামলাটি চালানো হয়েছে পশ্চিমবঙ্গের সাীমানার মধ্য়েই ৷

আরও পড়ুন: আটদিনে তৃতীয়বার আক্রান্ত বন্দে ভারত, মালদা ঢোকার আগে ট্রেন লক্ষ্য করে ছোড়া হল ইট

সোমবার নির্দিষ্ট সময়েই এনজেপি পৌঁছয় বন্দে ভারত এক্সেপ্রেস ৷ ট্রেন থেকে নেমে যাত্রীরা জানান, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আসার সময় এই হামলা চালানো হয় ৷ বীরভূমের বোলপুর লাগোয়া চন্দনপুরের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের সি-5 কামরার একটি জানলার কাচে ও দরজায় এসে পড়ে উড়ন্ত পাথর ! এর জেরে একটি জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয় ৷ এনজেপিতে ট্রেনটি পৌঁছতেই তৎপরতা শুরু হয় রেলপুলিশের ৷ পূর্ব রেলের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই প্রসঙ্গে বলেন, "পূর্ব রেলের অধীনস্ত বোলপুরে এদিনের হামলার ঘটনাটি ঘটেছে ৷ ওই এলাকা দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস যখন আসছিল, সেই সময়েই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷"

বারবার এমন ঘটনায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যেও ৷ তাঁদের সকলেরই বক্তব্য হল, এভাবে জাতীয় সম্পত্তির ক্ষতি কখনই মেনে নেওয়া যায় না ৷ তাছাড়া, যেকোনও সময় এর ফলে বড়সড় অঘটন ঘটতে পারে ৷ যাত্রীদের আবেদন, দোষীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক ৷ তা না হলে আগামী দিনে কেউ আর এই ট্রেনে চড়ার সাহস পাবে না ৷

Last Updated : Jan 9, 2023, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.