ETV Bharat / state

লং মার্চ শেষে সমাবেশ শিলিগুড়িতে, BJP-কে আক্রমণ অশোকের

শিলিগুড়ির বাঘাযতীন পার্কে NRC বিলের প্রতিবাদে আজ বিকেলে লং মার্চ করেন উত্তরবঙ্গের বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷ বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গের বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা আজ বিকেলে লং মার্চ করে হাজির হন । শেষে সভা হয় ৷ সভায় শিলিগুড়ির মেয়র ছাড়াও ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতারা।

aa
মহাসমাবেশ
author img

By

Published : Dec 10, 2019, 9:44 PM IST

শিলিগুড়ি, 10 ডিসেম্বর : জোর করে NRC চাপিয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগে আজ শিলিগুড়িতে বাম ও কংগ্রেস এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন সমাবেশ করে ৷ সমাবেশ মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ৷ তিনি বলেন, "সংবিধানকে গুরুত্বহীন করে দিচ্ছে BJP । সংবিধানে নানা বিষয়ে লেখা থাকলেও তা কার্যত মানছে না কেন্দ্রের শাসকদলের নেতারা । জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে নাগরিকত্ব বিল এবং NRC ৷"

শিলিগুড়ির বাঘাযতীন পার্কে NRC বিলের প্রতিবাদে আজ বিকেলে লং মার্চ করেন উত্তরবঙ্গের বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷ এরপর হয় সভা ৷ সভায় মেয়র ছাড়াও ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতারা।

অশোকবাবু বলেন, "NRC বা CAB এর প্রয়োজন ছিল না । সংবিধানে লেখা আছে ধর্ম ও বর্ণের ভিত্তিতে কারও অধিকার থেকে বঞ্চিত করে রাখা যায় না ৷ তা সত্ত্বেও সংবিধানকে অমান্য করে বিল পাশ হল লোকসভায় ৷ মুসলিমদের বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে । BJP সংবিধানে বিশ্বাস করে না । NRC আতঙ্কে ভুগছেন দেশের মানুষ । অসমে যাঁদের নাম বাদ গেছে তাঁদের মধ্যে হিন্দুরাও আছেন । মুসলিমদের নাম করে BJP রাজনীতিকে মেরুকরণ করতে চায় ৷ হিন্দু, মুসলিমদের মধ্যে ভাগ করতে চায় ৷ উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করে তারা রাজনৈতিক ফায়দা তুলতে চায় ৷"

তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকার সংবিধানকে গুরুত্বহীন করে দিচ্ছে ৷ এসবের প্রতিবাদে আগামী 8 জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা ৷"

শিলিগুড়ি, 10 ডিসেম্বর : জোর করে NRC চাপিয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগে আজ শিলিগুড়িতে বাম ও কংগ্রেস এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন সমাবেশ করে ৷ সমাবেশ মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ৷ তিনি বলেন, "সংবিধানকে গুরুত্বহীন করে দিচ্ছে BJP । সংবিধানে নানা বিষয়ে লেখা থাকলেও তা কার্যত মানছে না কেন্দ্রের শাসকদলের নেতারা । জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে নাগরিকত্ব বিল এবং NRC ৷"

শিলিগুড়ির বাঘাযতীন পার্কে NRC বিলের প্রতিবাদে আজ বিকেলে লং মার্চ করেন উত্তরবঙ্গের বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷ এরপর হয় সভা ৷ সভায় মেয়র ছাড়াও ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতারা।

অশোকবাবু বলেন, "NRC বা CAB এর প্রয়োজন ছিল না । সংবিধানে লেখা আছে ধর্ম ও বর্ণের ভিত্তিতে কারও অধিকার থেকে বঞ্চিত করে রাখা যায় না ৷ তা সত্ত্বেও সংবিধানকে অমান্য করে বিল পাশ হল লোকসভায় ৷ মুসলিমদের বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে । BJP সংবিধানে বিশ্বাস করে না । NRC আতঙ্কে ভুগছেন দেশের মানুষ । অসমে যাঁদের নাম বাদ গেছে তাঁদের মধ্যে হিন্দুরাও আছেন । মুসলিমদের নাম করে BJP রাজনীতিকে মেরুকরণ করতে চায় ৷ হিন্দু, মুসলিমদের মধ্যে ভাগ করতে চায় ৷ উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করে তারা রাজনৈতিক ফায়দা তুলতে চায় ৷"

তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকার সংবিধানকে গুরুত্বহীন করে দিচ্ছে ৷ এসবের প্রতিবাদে আগামী 8 জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা ৷"

Intro:সংবিধানকে গুরুত্বহীন করে দিচ্ছে বিজেপি। সংবিধানে নানা বিষয়ে লেখা থাকলেও তা কার্যত মানছে না কেন্দ্রের শাসক দলের নেতারা। জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে নাগরিকত্ব বিল এবং এনআরসি। এর প্রতিবাদে আজ শিলিগুড়িতে উত্তরবঙ্গের বাম ও কংগ্রেস এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের সমাবেশ মঞ্চ থেকে বিজেপির প্রতি আক্রমণ শানালেন মেয়র অশোক ভট্টাচার্য।


Body: শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গের বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা এদিন বিকেলে লংমার্চ নিয়ে হাজির হন। সভায় মেয়র অশোক ভট্টাচার্য ছাড়াও ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতারা।
মেয়র অশোক ভট্টাচার্য বলেন NRC বা CAB এর প্রয়োজন ছিল না। মুসলমানদের বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপি সংবিধান বিশ্বাস করে না। NRC আতংকে ভুগছেন গোটা দেশের মানুষ। আসামে যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে হিন্দুরাও আছেন। ফলে হিন্দুরাও ভয় পাচ্ছেন। এসবের প্রতিবাদে আগামী 8 জানুয়ারি দেশজুড়ে বামেদের ডাকা ধর্মঘটে এ রাজ্যেও সাড়া মিলবে বলে জানান মেয়র অশোক ভট্টাচার্য।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.