ETV Bharat / state

Assam CM: দিদিকে অসমে রেড কার্পেটে স্বাগত জানাব, শিলিগুড়িতে বললেন অসমের মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল (TMC) অসমে (Assam) রাজনীতি করতে গেলে বিজেপির সুবিধেই হবে ৷ শিলিগুড়িতে বললেন অসমের মুখ্যমন্ত্রী (Assam CM) হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

assam cm himanta biswa sarma visits siliguri and attacks mamata banerjee
দিদিকে অসমে রেড কার্পেটে স্বাগত জানাব, কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Aug 29, 2021, 4:01 PM IST

Updated : Aug 29, 2021, 6:00 PM IST

শিলিগুড়ি, 29 অগস্ট : দিদি অসমে রাজনীতি করতে চাইলে আসুন । তাঁকে রেড কার্পেটে স্বাগত জানানো হবে । তিনি অসমে এলে বিজেপিরই ভাল হবে । কারণ রাজ্যের বিরোধী জোটের ভোট ভাগ হবে ৷ রবিবার শিলিগুড়িতে ব্যক্তিগত সফরে এসে একথা বললেন অসমের মুখ্যমন্ত্রী (Assam CM) হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

চলতি মাসেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ৷ তাঁকে সামনে রেখেই ত্রিপুরা ও অসমে সংগঠন মজবুত করার লক্ষ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই প্রসঙ্গ টেনেই আজ শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, "অসমে সুস্মিতা দেবের যে স্থান রয়েছে তা একটা জেলাতেই সীমিত । তাঁরা যত তৃণমূল কংগ্রেস করবেন, ততই কংগ্রেস ও ইউডিএফের ভোট ভাগ হবে । তাতে আমাদেরই লাভ । দিদি অসমে গেলে তাঁকে ভরপুর স্বাগত জানানো হবে । দিদি অসমে যাবেন, মাকে প্রণাম করবেন আর এ রাজ্য চালাবেন । দিদি যে জায়গায় রাজনীতি করেন আর সেখানে তাঁর যা ভোট ব্যাঙ্ক রয়েছে তাতে আমাদের লাভ । তাতে কংগ্রেসের ভোটই ভাগ হবে । তাই তিনি এলে আমি তো রেড কার্পেটে তাঁকে স্বাগত জানাব । দিদি আপনি আসুন আমাকে সাহায্য করুন ।"

আরও পড়ুন: Shikha Mitra : 6 বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন সোমেন-জায়া শিখার

সম্প্রতি অসমে গোর্খাদের তপশিলি জাতির স্বীকৃতি দিয়েছে সে রাজ্যের সরকার । সেই বিষয়ে বিশ্বশর্মা বলেন, "গোর্খাদের বিরুদ্ধে আর কোনও মামলা হবে না । তাঁদের সংরক্ষিত জাতির স্বীকৃতি দেওয়া হয়েছে । আর আমরা ফরেনার্স ট্রাইবুনাল গোর্খা কমিউনিটির সমস্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি ।"

অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, "এখন শরণার্থী শিবিরে আর সে রকম কেউ নেই । শুধুমাত্র 12টি বাঙালি হিন্দু পরিবার রয়েছে । তাদেরও দ্রুত ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে । দু‘ থেকে তিন মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ।"

আরও পড়ুন: Prosenjit Chatterjee : ট্রোলের জবাব প্রসেনজিতের, কঠিন সময়ে ঘৃণা সরিয়ে উদার হওয়ার বার্তা

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়েও এ দিন মুখ খোলেন হিমন্ত বিশ্বশর্মা । রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, "পশ্চিমবঙ্গ ও অসমে একসঙ্গে নির্বাচনে হয়েছে । কিন্তু অসমের কোনও বাড়িতে একটি পাথর পর্যন্ত পড়েনি । আর এই রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতির জন্য হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হয় । তাতেই বোঝা যায় এ রাজ্যে পরিস্থিতি কী রয়েছে ।"

আরও পড়ুন: Harmonica artist : দীর্ঘ সময় হারমোনিকায় সুর তুলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মুর্শিদাবাদের খুদে

এ দিন সকালে শিলিগুড়ির লেকটাউনে প্রয়াত প্রাক্তন বিজেপি বিধায়ক অলোক ঘোষের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেন অসমের মুখ্যমন্ত্রী । সেখানে বিধায়কের পরিবারকে সমবেদনা জানান তিনি । সকালে অসম থেকে বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে তাঁর হেলিকপ্টার নামে । সেখান থেকে সড়ক পথে প্রয়াত বিধায়কের বাড়িতে যান হিমন্ত বিশ্বশর্মা । ঘণ্টাখানেক থেকে ফের হেলিকপ্টারে অসমের উদ্দেশে রওনা দেন তিনি ।

আরও পড়ুন: Independence Special : ঝাড়খণ্ডের আদিবাসীদের পরাক্রমে অস্ত্র সংবরণে বাধ্য হয়েছিল ব্রিটিশরা

শিলিগুড়ি, 29 অগস্ট : দিদি অসমে রাজনীতি করতে চাইলে আসুন । তাঁকে রেড কার্পেটে স্বাগত জানানো হবে । তিনি অসমে এলে বিজেপিরই ভাল হবে । কারণ রাজ্যের বিরোধী জোটের ভোট ভাগ হবে ৷ রবিবার শিলিগুড়িতে ব্যক্তিগত সফরে এসে একথা বললেন অসমের মুখ্যমন্ত্রী (Assam CM) হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

চলতি মাসেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ৷ তাঁকে সামনে রেখেই ত্রিপুরা ও অসমে সংগঠন মজবুত করার লক্ষ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই প্রসঙ্গ টেনেই আজ শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, "অসমে সুস্মিতা দেবের যে স্থান রয়েছে তা একটা জেলাতেই সীমিত । তাঁরা যত তৃণমূল কংগ্রেস করবেন, ততই কংগ্রেস ও ইউডিএফের ভোট ভাগ হবে । তাতে আমাদেরই লাভ । দিদি অসমে গেলে তাঁকে ভরপুর স্বাগত জানানো হবে । দিদি অসমে যাবেন, মাকে প্রণাম করবেন আর এ রাজ্য চালাবেন । দিদি যে জায়গায় রাজনীতি করেন আর সেখানে তাঁর যা ভোট ব্যাঙ্ক রয়েছে তাতে আমাদের লাভ । তাতে কংগ্রেসের ভোটই ভাগ হবে । তাই তিনি এলে আমি তো রেড কার্পেটে তাঁকে স্বাগত জানাব । দিদি আপনি আসুন আমাকে সাহায্য করুন ।"

আরও পড়ুন: Shikha Mitra : 6 বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন সোমেন-জায়া শিখার

সম্প্রতি অসমে গোর্খাদের তপশিলি জাতির স্বীকৃতি দিয়েছে সে রাজ্যের সরকার । সেই বিষয়ে বিশ্বশর্মা বলেন, "গোর্খাদের বিরুদ্ধে আর কোনও মামলা হবে না । তাঁদের সংরক্ষিত জাতির স্বীকৃতি দেওয়া হয়েছে । আর আমরা ফরেনার্স ট্রাইবুনাল গোর্খা কমিউনিটির সমস্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি ।"

অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, "এখন শরণার্থী শিবিরে আর সে রকম কেউ নেই । শুধুমাত্র 12টি বাঙালি হিন্দু পরিবার রয়েছে । তাদেরও দ্রুত ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে । দু‘ থেকে তিন মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ।"

আরও পড়ুন: Prosenjit Chatterjee : ট্রোলের জবাব প্রসেনজিতের, কঠিন সময়ে ঘৃণা সরিয়ে উদার হওয়ার বার্তা

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়েও এ দিন মুখ খোলেন হিমন্ত বিশ্বশর্মা । রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, "পশ্চিমবঙ্গ ও অসমে একসঙ্গে নির্বাচনে হয়েছে । কিন্তু অসমের কোনও বাড়িতে একটি পাথর পর্যন্ত পড়েনি । আর এই রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতির জন্য হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হয় । তাতেই বোঝা যায় এ রাজ্যে পরিস্থিতি কী রয়েছে ।"

আরও পড়ুন: Harmonica artist : দীর্ঘ সময় হারমোনিকায় সুর তুলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মুর্শিদাবাদের খুদে

এ দিন সকালে শিলিগুড়ির লেকটাউনে প্রয়াত প্রাক্তন বিজেপি বিধায়ক অলোক ঘোষের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেন অসমের মুখ্যমন্ত্রী । সেখানে বিধায়কের পরিবারকে সমবেদনা জানান তিনি । সকালে অসম থেকে বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে তাঁর হেলিকপ্টার নামে । সেখান থেকে সড়ক পথে প্রয়াত বিধায়কের বাড়িতে যান হিমন্ত বিশ্বশর্মা । ঘণ্টাখানেক থেকে ফের হেলিকপ্টারে অসমের উদ্দেশে রওনা দেন তিনি ।

আরও পড়ুন: Independence Special : ঝাড়খণ্ডের আদিবাসীদের পরাক্রমে অস্ত্র সংবরণে বাধ্য হয়েছিল ব্রিটিশরা

Last Updated : Aug 29, 2021, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.