শিলিগুড়ি, 17 জুন : কোরোনায় আক্রান্ত অশোক ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি । জ্বর নিয়ে গতকাল শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভরতি হন । আজ সোয়াব নমুনা পরীক্ষা করার পর জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ ।
দিন কয়েক আগে জ্বর হয় অশোক ভট্টাচার্যের । সর্দি ও কাশিও ছিল । কোরোনা সংক্রমণের মাঝে জ্বর হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়েছিলেন ৷ তবে, তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ৷ গতকাল দুপুরে তাঁকে মাটিগাড়ার এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর সঙ্গে দেখা করতে নার্সিংহোমে যান CPI(M) নেতারা ৷ শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের তরফে শংকর ঘোষ জানিয়েছিলেন, নার্সিংহোমে পর্যবেক্ষণে রয়েছেন অশোক ভট্টাচার্য । বুকে সামান্য ব্যথা রয়েছে ৷ এরপর আজ নতুন করে সোয়াব নমুনা পরীক্ষা করা হলে জানা যায়, কোরোনায় আক্রান্ত তিনি । তাঁর কোরোনা আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেন দার্জিলিঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্যও ।
আপাতত তিনদিনের জন্য বন্ধ রাখা হবে পৌরনিগম । চলবে স্যানিটাইজ়েশনের কাজ । দিনকয়েক নানা রাজনৈতিক কর্মসূচি, তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়া সহ নানা ঘটনায় বহুজন তাঁর সংস্পর্শে এসেছিলেন । তাঁদের তালিকা তৈরি করছে জেলা স্বাস্থ্য বিভাগ । দ্রুত তাঁদের কোয়ারানটিনের ব্যবস্থা করা হবে ।
এবিষয়ে, শিলিগুড়ি প্রশাসক বোর্ডের সদস্য শংকর ঘোষ বলেন, " রিপোর্ট এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে, অশোক ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করছি ।"
পরে অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খবর নেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম । শিলিগুড়ি হাসপাতালে ফোন করে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ফিরহাদ । দ্রুত আরোগ্য কামনা করেন ।