ETV Bharat / state

জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া উচিত, গৌতম দেবকে কটাক্ষ অশোকের

"জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া উচিত তাঁকে।" নাম না করে পর্যটনমন্ত্রী গৌতম দেবকে কটাক্ষ করলেন মেয়র অশোক ভট্টাচার্য।

মেয়র অশোক ভট্টাচার্য
author img

By

Published : Feb 26, 2019, 9:56 PM IST

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারি : নাম না করে পর্যটনমন্ত্রী গৌতম দেবকে কটাক্ষ করলেন মেয়র অশোক ভট্টাচার্য। বলেন, "জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া উচিত তাঁকে।" পাশাপাশি তিনি শাসকদলকেও কটাক্ষ করেন। বলেন, "পারলে আমার ভাগের নিরাপত্তাও তাঁকে দিয়ে দেওয়া হোক।"

১ মার্চ কলকাতার মেট্রো চ্যানেলে শিলিগুড়ির দাবি নিয়ে ধরনা হবে। আজ সেই সংক্রান্ত বিষয়ে সাংবাদিক বৈঠক করেন মেয়র অশোক ভট্টাচার্য। সেইসময় তিনি শাসকদলকে কটাক্ষ করে বলেন, "রাজ্যে শাসকদলের মন্ত্রীদের অবস্থা বিপজ্জনক। সরকারের এই মুহূর্তে মন্ত্রীদের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া উচিত।"

শুনুন মেয়র অশোক ভট্টাচার্যের বক্তব্য়

গতকাল ছোটো ফাপড়িতে পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় ন'জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জামিন চেয়ে পর্যটনমন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে বিক্ষোভ দেখান উপপ্রধান সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বৈঠক চলাকালীন অশোক ভট্টাচার্য এই প্রসঙ্গকে কেন্দ্র করে বলেন, "স্থানীয় মানুষ মন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করছে। তাহলে ভাবুন শাসকদলের মন্ত্রীদের অবস্থা কী হয়ে দাঁড়িয়েছে।"

কিছুদিন আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নিরাপত্তা বাড়িয়েছে রাজ্য। সেই প্রসঙ্গও টেনে আনেন অশোক ভট্টাচার্য। কটাক্ষ করে তিনি বলেন, "রাজ্যের মন্ত্রীদের আয় বেড়েছে ১০০০ গুণ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর আয় বেড়েছে ৫০০ গুণ। ফলে রাজ্য সরকার তো তাঁদের বাড়তি নিরাপত্তা দেবেই। সরকারের উচিত গৌতম দেবকেও জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া উচিত। শুধু তাই নয়, মেয়র হওয়ায় আমার জন্য একজন সিকিউরিটি থাকে। সেই সিকিউরিটিও তুলে নিয়ে তাঁর নিরাপত্তায় নিয়োগ করা হোক।"

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারি : নাম না করে পর্যটনমন্ত্রী গৌতম দেবকে কটাক্ষ করলেন মেয়র অশোক ভট্টাচার্য। বলেন, "জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া উচিত তাঁকে।" পাশাপাশি তিনি শাসকদলকেও কটাক্ষ করেন। বলেন, "পারলে আমার ভাগের নিরাপত্তাও তাঁকে দিয়ে দেওয়া হোক।"

১ মার্চ কলকাতার মেট্রো চ্যানেলে শিলিগুড়ির দাবি নিয়ে ধরনা হবে। আজ সেই সংক্রান্ত বিষয়ে সাংবাদিক বৈঠক করেন মেয়র অশোক ভট্টাচার্য। সেইসময় তিনি শাসকদলকে কটাক্ষ করে বলেন, "রাজ্যে শাসকদলের মন্ত্রীদের অবস্থা বিপজ্জনক। সরকারের এই মুহূর্তে মন্ত্রীদের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া উচিত।"

শুনুন মেয়র অশোক ভট্টাচার্যের বক্তব্য়

গতকাল ছোটো ফাপড়িতে পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় ন'জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জামিন চেয়ে পর্যটনমন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে বিক্ষোভ দেখান উপপ্রধান সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বৈঠক চলাকালীন অশোক ভট্টাচার্য এই প্রসঙ্গকে কেন্দ্র করে বলেন, "স্থানীয় মানুষ মন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করছে। তাহলে ভাবুন শাসকদলের মন্ত্রীদের অবস্থা কী হয়ে দাঁড়িয়েছে।"

কিছুদিন আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নিরাপত্তা বাড়িয়েছে রাজ্য। সেই প্রসঙ্গও টেনে আনেন অশোক ভট্টাচার্য। কটাক্ষ করে তিনি বলেন, "রাজ্যের মন্ত্রীদের আয় বেড়েছে ১০০০ গুণ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর আয় বেড়েছে ৫০০ গুণ। ফলে রাজ্য সরকার তো তাঁদের বাড়তি নিরাপত্তা দেবেই। সরকারের উচিত গৌতম দেবকেও জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া উচিত। শুধু তাই নয়, মেয়র হওয়ায় আমার জন্য একজন সিকিউরিটি থাকে। সেই সিকিউরিটিও তুলে নিয়ে তাঁর নিরাপত্তায় নিয়োগ করা হোক।"

Intro:মন্ত্রী গৌতম দেবের নিরাপত্তা বাড়ানোর সুপারিশ অশোকের


শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি: গতকাল একটি জমির মামলায় গণ্ডগোলের ঘটনায় পুলিশি ধরপাকড় হয়। এর জেরে দলের নেতাকর্মীরা মন্ত্রীর বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন। তাদের দাবি ছিল, গ্রেপ্তার দলের কর্মীদের জমিনে মুক্তি দিতে হবে। আজ সেই প্রসঙ্গ টেনে এনে মেয়র অশোক ভট্টাচার্য বলেন মন্ত্রীর বাড়িতে বিক্ষোভ হচ্ছে। রাজ্যের উচিত মন্ত্রী গৌতম দেব কে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া।

দিন কয়েক আগেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর নিরাপত্তা বাড়িয়েছিল রাজ্য। সেই প্রসঙ্গ টেনে আনেন অশোক ভট্টাচার্য। তিনি বলেন রাজ্যের মন্ত্রীদের আয় বেড়েছে 1000 গুন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর আয় বেড়েছে 500 গুন। আর সেই কারণেই রাজ্য সরকার তাদের বাড়তি নিরাপত্তা দিচ্ছে। মেয়র ও বিধায়ক হিসেবে আমি একজন পুলিশ কর্মীকে নিরাপত্তা কর্মী হিসেবে পাই। আমার প্রস্তাব, প্রয়োজনে সেই পুলিশ কর্মীকে তুলে নিক রাজ্য। রাজ্যের মন্ত্রীদের নিরাপত্তা আরো বাড়ানো হোক।

এদিন মেয়র বলেন, রাজ্যের শাসক দল এবং তাদের মন্ত্রীরা নীতি-নৈতিকতা হারিয়েছেন স্বাস্থ্য সাথী প্রকল্পে উপভোক্তাদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা চিঠি পাঠাতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। তাই তাদের মুখে নীতি কথা মানায় না। আগামী পয়লা মার্চ কলকাতার মেট্রো চ্যানেলে শিলিগুড়ির দাবি নিয়ে ধর্ণা হবে। তাতে যোগ দেবেন বাম কাউন্সিলররা। প্রত্যেকেই নিজেদের অর্থে সেই ধর্ণায় যাবেন। পৌরসভার অর্থে নয়।


Body:.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.