ETV Bharat / state

"দলে অস্তিত্ব বিপন্ন, সেটা নিয়ে ভাবুন", গৌতমকে কটাক্ষ অশোকের - অশোক ভট্টাচার্যের বক্তব্য

শিলিগুড়ির কয়েকটি রাস্তার নতুনভাবে নামকরণ করা নিয়ে তৃণমূল নেতা গৌতম দেব আপত্তি জানিয়েছিলেন । তারই আজ পালটা জবাব দিলেন মেয়র অশোক ভট্টাচার্য । গৌতম দেবকে কটাক্ষ করে তিনি বলেন, "দলে তাঁর অস্তিত্ব বিপন্ন ৷ পৌরনিগমের বিষয়ে চর্চা না করে দলে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করুন ।"

image
অশোক ভট্টাচার্য ও গৌতম দেব
author img

By

Published : Jan 12, 2020, 7:29 PM IST

Updated : Jan 12, 2020, 7:43 PM IST

শিলিগুড়ি, 12 জানুয়ারি : শিলিগুড়িতে বেশ কয়েকটি রাস্তার নামকরণ করেছে পৌরনিগম । তা নিয়ে গতকালই আপত্তি জানিয়েছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । আর আজ এই নিয়ে গৌতম দেবকে কটাক্ষ করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য । তিনি বলেন , "আগামী নির্বাচনে আমরাই ক্ষমতায় আসব । বিরোধী আসনে বসবে তৃণমূল । জেতার ইচ্ছা থাকলেও জিততে পারবেন না মন্ত্রী গৌতম দেব ।"

শিলিগুড়ির কয়েকটি রাস্তার নতুন নামকরণ করা নিয়ে ক্ষুব্ধ জয়বাংলা নামে একটি সংগঠন । সেই সংগঠনের পাশে দাঁড়িয়ে গতকাল শিলিগুড়িতে মন্ত্রী গৌতম দেব বলেন, "রাস্তা সরকারের । তাই নামকরণের কাজটি রাজ্য সরকারের করার কথা । মেয়রের কোনও অধিকার নেই ।" এই কথার পালটা জবাব দিতে আজ সাংবাদিক বৈঠকে মেয়র বলেন, " দলে গুরুত্বহীন হয়ে পড়েছেন মন্ত্রী । কোনও কাজকর্ম নেই । বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে । আমি মন্ত্রী হলে পদত্যাগ করতাম । দপ্তরের কাজ ছেড়ে পৌরনিগম নিয়ে চর্চা করছেন । মন্ত্রী ভালো করে আইনটা পড়ে দেখুন । আইনে লেখা আছে রাস্তার নামকরণের ক্ষেত্রে পৌরনিগম আইন মেনেই তা করতে পারে । আমরাও এক্ষেত্রে তাই করেছি । শুনেছি উনি আগামী নির্বাচনে কাউন্সিলর হিসেবে দাঁড়াতে চান । কিন্তু জেতার ইচ্ছা থাকলেও জিততে পারবেন না । আমরা আবার ক্ষমতায় আসব , বিরোধী আসনে বসবে তৃণমূল ।"

শুনুন অশোক বাবুর বক্তব্য

আর মাস চারেক বাদেই শিলিগুড়িতে পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে । ফলে বাম ও তৃণমূলের মধ্যে চাপানউতোর বেড়েছে । এরই মধ্যে আজ মেয়রের এই কথার পালটা জবাব দিলেন মন্ত্রী গৌতম দেব । তিনি বলেন, "অশোকবাবুকে অনেক শুভেচ্ছা । আশা করি তিনি শতায়ু হবেন । দীর্ঘদিন বেঁচে থাকুন । সুস্থ থাকুন । নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল । BJP ও কংগ্রেসকে নিয়ে মডেল তৈরি করুন । তৃণমূল তার মতোই থাকবে । "

শিলিগুড়ি, 12 জানুয়ারি : শিলিগুড়িতে বেশ কয়েকটি রাস্তার নামকরণ করেছে পৌরনিগম । তা নিয়ে গতকালই আপত্তি জানিয়েছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । আর আজ এই নিয়ে গৌতম দেবকে কটাক্ষ করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য । তিনি বলেন , "আগামী নির্বাচনে আমরাই ক্ষমতায় আসব । বিরোধী আসনে বসবে তৃণমূল । জেতার ইচ্ছা থাকলেও জিততে পারবেন না মন্ত্রী গৌতম দেব ।"

শিলিগুড়ির কয়েকটি রাস্তার নতুন নামকরণ করা নিয়ে ক্ষুব্ধ জয়বাংলা নামে একটি সংগঠন । সেই সংগঠনের পাশে দাঁড়িয়ে গতকাল শিলিগুড়িতে মন্ত্রী গৌতম দেব বলেন, "রাস্তা সরকারের । তাই নামকরণের কাজটি রাজ্য সরকারের করার কথা । মেয়রের কোনও অধিকার নেই ।" এই কথার পালটা জবাব দিতে আজ সাংবাদিক বৈঠকে মেয়র বলেন, " দলে গুরুত্বহীন হয়ে পড়েছেন মন্ত্রী । কোনও কাজকর্ম নেই । বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে । আমি মন্ত্রী হলে পদত্যাগ করতাম । দপ্তরের কাজ ছেড়ে পৌরনিগম নিয়ে চর্চা করছেন । মন্ত্রী ভালো করে আইনটা পড়ে দেখুন । আইনে লেখা আছে রাস্তার নামকরণের ক্ষেত্রে পৌরনিগম আইন মেনেই তা করতে পারে । আমরাও এক্ষেত্রে তাই করেছি । শুনেছি উনি আগামী নির্বাচনে কাউন্সিলর হিসেবে দাঁড়াতে চান । কিন্তু জেতার ইচ্ছা থাকলেও জিততে পারবেন না । আমরা আবার ক্ষমতায় আসব , বিরোধী আসনে বসবে তৃণমূল ।"

শুনুন অশোক বাবুর বক্তব্য

আর মাস চারেক বাদেই শিলিগুড়িতে পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে । ফলে বাম ও তৃণমূলের মধ্যে চাপানউতোর বেড়েছে । এরই মধ্যে আজ মেয়রের এই কথার পালটা জবাব দিলেন মন্ত্রী গৌতম দেব । তিনি বলেন, "অশোকবাবুকে অনেক শুভেচ্ছা । আশা করি তিনি শতায়ু হবেন । দীর্ঘদিন বেঁচে থাকুন । সুস্থ থাকুন । নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল । BJP ও কংগ্রেসকে নিয়ে মডেল তৈরি করুন । তৃণমূল তার মতোই থাকবে । "

Intro:শিলিগুড়িতে বেশ কয়েকটি রাস্তার নামকরণ নিয়ে গতকালই আপত্তি জানিয়েছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। আজ মন্ত্রীকে বিঁধে মেয়র বললেন আগামী বোর্ডেও ক্ষমতায় আমরাই আসব। বিরোধী আসনে বসবে তৃণমূল। জেতার ইচ্ছা থাকলেও জিততে পারবেন না মন্ত্রী গৌতম দেব। দলেও ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছেন তিনি। পৌর নিগমের বিষয়ে চর্চা না করে দলে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করুন তিনি। তা শুনে মেয়রকে শতায়ু হতে পাল্টা আশির্বাদী কটাক্ষ শুনিয়েছেন গৌতম দেবও।


Body:শিলিগুড়ির কয়েকটি রাস্তার নতুন নামকরণ করেছে পৌরনিগম। তা নিয়েই ক্ষুব্ধ জয়বাংলা নামের একটি সংগঠন। সেই সংগঠনের পাশে দাঁড়িয়ে গতকাল শিলিগুড়িতে মন্ত্রী গৌতম দেব বলেন রাস্তা সরকারের । তাই নামকরন করার কাজটি রাজ্য সরকারের করার কথা। এক্তিয়ার নেই মেয়রের। পাল্টা দিতে আজ রবিবার সাংবাদিক বৈঠকে মেয়র বলেন দলে গুরুত্বহীন হয়ে পড়েছেন মন্ত্রী। কাজকর্ম নেই দপ্তরে। এমন চলতে থাকলে আমি মন্ত্রী হলে পদত্যাগ করতাম। দপ্তরের কাজ ছেড়ে পৌরনিগম নিয়ে চর্চা করছেন উনি। ভালো করে আইনটা মন্ত্রী পড়ে দেখুন। আইনা লেখা আছে রাস্তার নামকরণের ক্ষেত্রে পৌরনিগম তা আইন মেনেই করতে পারে। আমরাও এক্ষেত্রে তাই করেছি। শুনেছি উনি আগামী নির্বাচনে কাউন্সিলর হিসেবে দাঁড়াতে চান। কিন্তু আগে নিজের ওয়ার্ডে জিতে আসুন।
পাশাপাশি মেয়র বলেন আগামী নির্বাচনে আমরাই জিতব। বিরোধী আসনে বসতে হবে তৃণমূল শিবিরকে।

শিলিগুড়িতে পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে আর মাস চারেক বাদেই। ফলে নির্বাচনআসন্ন ধরে নিয়েই বাম ও তৃণমূলের মধ্যে চাপানউতোর বেড়েছে। মেয়রের পাল্টা দিতে দুপুরে আসরে নামেন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন আশীর্বাদ করছি তিনি শতায়ু হউন। বিজেপির সঙ্গে জোট করুন। কিন্তু তৃণমূল তৃণমূলের মতোই শহরে থাকবে।


Conclusion:
Last Updated : Jan 12, 2020, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.