শিলিগুড়ি, 12 জানুয়ারি : শিলিগুড়িতে বেশ কয়েকটি রাস্তার নামকরণ করেছে পৌরনিগম । তা নিয়ে গতকালই আপত্তি জানিয়েছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । আর আজ এই নিয়ে গৌতম দেবকে কটাক্ষ করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য । তিনি বলেন , "আগামী নির্বাচনে আমরাই ক্ষমতায় আসব । বিরোধী আসনে বসবে তৃণমূল । জেতার ইচ্ছা থাকলেও জিততে পারবেন না মন্ত্রী গৌতম দেব ।"
শিলিগুড়ির কয়েকটি রাস্তার নতুন নামকরণ করা নিয়ে ক্ষুব্ধ জয়বাংলা নামে একটি সংগঠন । সেই সংগঠনের পাশে দাঁড়িয়ে গতকাল শিলিগুড়িতে মন্ত্রী গৌতম দেব বলেন, "রাস্তা সরকারের । তাই নামকরণের কাজটি রাজ্য সরকারের করার কথা । মেয়রের কোনও অধিকার নেই ।" এই কথার পালটা জবাব দিতে আজ সাংবাদিক বৈঠকে মেয়র বলেন, " দলে গুরুত্বহীন হয়ে পড়েছেন মন্ত্রী । কোনও কাজকর্ম নেই । বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে । আমি মন্ত্রী হলে পদত্যাগ করতাম । দপ্তরের কাজ ছেড়ে পৌরনিগম নিয়ে চর্চা করছেন । মন্ত্রী ভালো করে আইনটা পড়ে দেখুন । আইনে লেখা আছে রাস্তার নামকরণের ক্ষেত্রে পৌরনিগম আইন মেনেই তা করতে পারে । আমরাও এক্ষেত্রে তাই করেছি । শুনেছি উনি আগামী নির্বাচনে কাউন্সিলর হিসেবে দাঁড়াতে চান । কিন্তু জেতার ইচ্ছা থাকলেও জিততে পারবেন না । আমরা আবার ক্ষমতায় আসব , বিরোধী আসনে বসবে তৃণমূল ।"
আর মাস চারেক বাদেই শিলিগুড়িতে পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে । ফলে বাম ও তৃণমূলের মধ্যে চাপানউতোর বেড়েছে । এরই মধ্যে আজ মেয়রের এই কথার পালটা জবাব দিলেন মন্ত্রী গৌতম দেব । তিনি বলেন, "অশোকবাবুকে অনেক শুভেচ্ছা । আশা করি তিনি শতায়ু হবেন । দীর্ঘদিন বেঁচে থাকুন । সুস্থ থাকুন । নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল । BJP ও কংগ্রেসকে নিয়ে মডেল তৈরি করুন । তৃণমূল তার মতোই থাকবে । "