ETV Bharat / state

হৃদরোগে আক্রান্ত অশোক ভট্টাচার্য

হৃদরোগে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভরতি হলেন শিলিগুড়ির মেয়র তথা প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য ।

হৃদরোগে আক্রান্ত অশোক ভট্টাচার্য
author img

By

Published : Aug 25, 2019, 12:43 PM IST

Updated : Aug 25, 2019, 10:44 PM IST

শিলিগুড়ি, 25 অগাস্ট : হৃদরোগে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভরতি হলেন শিলিগুড়ির মেয়র তথা প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য । আগামীকাল তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হবে ।

গতরাত থেকেই অসুস্থবোধ করছিলেন অশোকবাবু । রাতে বমি হয় । হজমের সমস্যা হচ্ছিল । সেই সঙ্গে বুকে চাপা যন্ত্রণা অনুভব করেন । পরিবারকে সেই কথা জানাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন স্ত্রী রত্না ভট্টাচার্য ও দলের কর্মীরা ।

s

শিলিগুড়ি, 25 অগাস্ট : হৃদরোগে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভরতি হলেন শিলিগুড়ির মেয়র তথা প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য । আগামীকাল তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হবে ।

গতরাত থেকেই অসুস্থবোধ করছিলেন অশোকবাবু । রাতে বমি হয় । হজমের সমস্যা হচ্ছিল । সেই সঙ্গে বুকে চাপা যন্ত্রণা অনুভব করেন । পরিবারকে সেই কথা জানাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন স্ত্রী রত্না ভট্টাচার্য ও দলের কর্মীরা ।

s
Intro:রুমাল ঝাড়তেই অচৈতন্য দম্পতি, সোনার অলঙ্কার লুঠ করে পালাল সেলসম্যান!

শিলিগুড়ি, ২০ আগস্টঃ রুমাল ঝাঁড়তেই ঞ্জান হারাল বৃদ্ধ দম্পতি। সেই সুযোগেই সোনার অলঙ্কার ছিনতাই করে পালিয়ে গেল সেলসম্যানরূপে আসা দুই দুষ্কৃতি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে।

Body:শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বাস এক বৃদ্ধ দম্পতি দীপেন্দ্রনাথ ভট্টাচার্য ও স্বস্তিকা ভাট্টাচার্য। সকালে দুজনেই দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। সেসময় আচমকাই দুই দুষ্কৃতি সেলসম্যান পরিচয় দিয়ে বাড়িতে ঢোকেন। এরপরেই জানান, তারা পিতলের বাসনপত্র পরিষ্কারের জন্য বিশেষ ধরণের পাউডার এনেছেন। এরপর ওই দুষ্কৃতিদের কথা মতোন পিতলের বাসনপত্র এনে দেন। সেইমূহুর্তে দুষ্কৃতিরা একটি রুমাল বার করে ঝাড়তে শুরু করে দেয়। মুহুর্তের মধ্যেই ঞ্জান হারিয়ে বসেন ওই দম্পতি। ঞ্জান ফিরতেই লক্ষ্য করেন গলা হাতে থাকা সোনার অলংকার আঙটি কিছুই নেই। এরপরেই চিৎকার জুড়ে দেন দুজনেই। ছুটে আসেন স্থানীয়রা স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Conclusion:এবিষয়ে, স্বস্তিকা ভাট্টাচার্য বলেন, সেলসম্যান পরিচয় দিয়ে বাড়িতে ঢোকে দুজন। এরপর আমাদের সামনে রুমাল ঝাঁড়তেই ঞ্জান হারিয়ে বসি৷ সেই সুযোগেই সব লুঠপাঠ করে নিয়ে চলে যায় দুষ্কৃতিরা।

পূজোর প্রাক্কালে মাঝ শহরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে৷ একইসঙ্গে উদ্বেগ দেখা দিয়েছে পুলিশ মহলে। পুলিশের একাংশ কর্তার দাবী পূজো আসলেই প্রতিবার একটি চক্র সক্রিয় হয়৷ এবারও তাই হয়েছে। সেক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে।

Last Updated : Aug 25, 2019, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.