শিলিগুড়ি, 18 জুন: শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের (SMP Election 2022) আগে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে নামলেন রাজ্য়ের মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas) ৷ শনিবার বিকেলে শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার মাটিগাড়া-2 নম্বর আসন এবং সংশ্লিষ্ট চারটি পঞ্চায়েত সমিতি ও 25টি গ্রাম পঞ্চায়েত আসনের প্রার্থীদের নিয়ে রোড শো (Arup Biswas Road Show) করেন তিনি ৷
মন্ত্রী ছাড়াও এদিনের রোড শো-এ (Arup Biswas Election Campaign) উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, চেয়ারম্যান অলোক চক্রবর্তী, শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ অন্যরা। মাটিগাড়ার মায়াদেবী ক্লাব থেকে ওই রোড শো শুরু হওয়ার পর শ্যামধন জোত, টুম্বা জোত-সহ বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয় ৷ মূলত, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে হাতিয়ার করেই এবার মহকুমা পরিষদের নির্বাচনে জয় পেতে চাইছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷
এদিকে, মহকুমা পরিষদ নির্বাচনের আগেই গ্রেটার কোচবিহার পিপলস পার্টির নেতা অনন্ত মহারাজের সঙ্গে একান্তে বৈঠক সেরেছে বিজেপি-র জেলা নেতৃত্ব ৷ সেই বৈঠকের পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে ৷ উল্লেখ্য, ফাঁসিদেওয়ার গোকুল জোতে অনন্ত মহারাজের সঙ্গে বৈঠকে বসেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক তথা শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি আনন্দময় বর্মন ৷ তাঁদের বেশ কিছু সময় ধরে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকে নির্বাচন সংক্রান্ত কথাবার্তাও হয়েছে বলে দাবি সূত্রের ৷
প্রসঙ্গত, শিলিগুড়ি মহকুমার 20 শতাংশ এলাকায় গ্রেটারের সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ৷ যদিও ওই বৈঠককে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বৈঠক শেষে আনন্দ বর্মন বলেন, "লোকসভা এবং বিধানসভা নির্বাচনের মতো আসন্ন ভোটপর্বেও মহারাজের সমর্থন পাবেন বিজেপি প্রার্থীরা ৷ ওঁর সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে ৷ তিনি মহকুমার চারটি ব্লকে প্রচারও করছেন ৷"
এদিনের রোড শো-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "সারা বছর তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে ৷ আমরা রাজ্য সরকারের উন্নয়ককে সামনে রেখেই প্রচার করছি ৷ এবার মহকুমায় পালাবদল হবেই ৷" অনন্ত মহারাজের সঙ্গে বিজেপি নেতৃত্বর বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব অবস্থান রয়েছে ৷ তারা তাদের মতো করে প্রচার করতেই পারে ৷ আমরা মানুষের বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি ৷ মানুষ তাই আমাদের পাশেই থাকবে ৷"