ETV Bharat / state

Mirik Municipal Poll : মিরিক পৌরসভায় সবক’টি আসনে জিতবে তৃণমূল, দাবি অরূপের - দাবি অরূপের

আগামী মে মাসে শেষ হচ্ছে মিরিক পৌরসভার (Mirik Municipality) মেয়াদ ৷ ওই পৌরসভায় গতবার 6টি আসন জিতে ক্ষমতায় এসেছিল তৃণমূল ৷ এবারও সেই সাফল্য ধরে রাখা যাবে বলে জানিয়েছেন রাজ্য়ের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswap Says TMC will win All Seats of Mirik Municipality) ৷

Mirik Municipal Poll News
Mirik Municipality Poll : মিরিক পৌরসভায় সবক’টি আসনে জিতবে তৃণমূল, দাবি অরূপের
author img

By

Published : Mar 30, 2022, 9:31 PM IST

মিরিক, 30 মার্চ : এবার মিরিক পৌরসভায় 9টির মধ্য়ে 9টি আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস ৷ বুধবার মিরিকে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা হিল তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস (Arup Biswap Says TMC will win All Seats of Mirik Municipality) । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে পাহাড় সফরে গিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Bengal Minister Arup Biswas) ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Bengal Tourism Minister Indranil Sen) । বুধবার দার্জিলিং থেকে মিরিক পরিদর্শনে যান ওই দুই মন্ত্রী । মিরিকে গিয়ে সুমেন্দু লেক পরিদর্শন করেন তাঁরা । তারপর ওই দুই মন্ত্রীকে নিয়ে মিরিকে বিশাল মিছিল করে হিল তৃণমূল কংগ্রেস । এককথায় বলতে গেলে এখন থেকেই মিরিক পৌরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসকদল ।

পাহাড়ের চারটি পৌরসভার মধ্যে একমাত্র মিরিক পৌরসভাই নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস । গত পৌরসভা নির্বাচনে মিরিকের 9টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস ও তিনটি আসন পেয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা । ওই প্রথম পাহাড়ের কোনও অংশে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস । তারপর পাহাড়ে যতগুলি নির্বাচন হয়েছে, সবগুলিতে পরাজিত হয়েছে ঘাসফুল । সেই কারণে আসন্ন পৌরসভা নির্বাচনে মিরিক পৌরসভা নিজেদের দখলে রাখতে মরিয়া শাসকদল । আগামী মে মাসে মিরিক পৌরসভার মেয়াদ শেষ হতে চলেছে ।

বুধবার মিরিকে অরূপ দাবি করেন, তৃণমূল কংগ্রেস এখানে পৌরসভায় সবক’টি আসনে জিতবে

এদিন মিরিকে মহামিছিলের পর লেকের পাশে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেই অনুষ্ঠানের পর মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "মিরিক পৌরসভার নির্বাচনের সময় আমি একমাস ধরে মিরিকে ছিলাম । তখনকার মিরিক আর এখনকার মিরিক অনেক বদলে গিয়েছে । প্রচুর উন্নতি হয়েছে মিরিক পৌরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাই ও মুখ্যমন্ত্রীর মাধ্যমে । পানীয় জলের কাজ চলছে । রাস্তার উন্নয়ন ও মিরিক লেকের সৌন্দর্যায়ন হয়েছে । দেশ বিদেশের পর্যটকদের মধ্যে মিরিকের নাম হয়েছে । আরও উন্নতি হবে । আর এবার আমরা 9টা আসনই পাব ৷"

মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, "পর্যটনের দিক দিয়ে মিরিকের উন্নতি হয়েছে । মুখ্যমন্ত্রী ছাড়া মিরিকের উন্নতি করা সম্ভব হত না । এমনকি মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি গান লিখেছেন যেখানে মিরিকের নাম রয়েছে । মিরিকে আরও উন্নতি হবে খালি মিরিকবাসীকে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখতে হবে ।"

আরও পড়ুন : Mamata on Hill Politics : বিজেপিকে রুখতে পাহাড়ের রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

মিরিক, 30 মার্চ : এবার মিরিক পৌরসভায় 9টির মধ্য়ে 9টি আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস ৷ বুধবার মিরিকে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা হিল তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস (Arup Biswap Says TMC will win All Seats of Mirik Municipality) । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে পাহাড় সফরে গিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Bengal Minister Arup Biswas) ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Bengal Tourism Minister Indranil Sen) । বুধবার দার্জিলিং থেকে মিরিক পরিদর্শনে যান ওই দুই মন্ত্রী । মিরিকে গিয়ে সুমেন্দু লেক পরিদর্শন করেন তাঁরা । তারপর ওই দুই মন্ত্রীকে নিয়ে মিরিকে বিশাল মিছিল করে হিল তৃণমূল কংগ্রেস । এককথায় বলতে গেলে এখন থেকেই মিরিক পৌরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসকদল ।

পাহাড়ের চারটি পৌরসভার মধ্যে একমাত্র মিরিক পৌরসভাই নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস । গত পৌরসভা নির্বাচনে মিরিকের 9টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস ও তিনটি আসন পেয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা । ওই প্রথম পাহাড়ের কোনও অংশে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস । তারপর পাহাড়ে যতগুলি নির্বাচন হয়েছে, সবগুলিতে পরাজিত হয়েছে ঘাসফুল । সেই কারণে আসন্ন পৌরসভা নির্বাচনে মিরিক পৌরসভা নিজেদের দখলে রাখতে মরিয়া শাসকদল । আগামী মে মাসে মিরিক পৌরসভার মেয়াদ শেষ হতে চলেছে ।

বুধবার মিরিকে অরূপ দাবি করেন, তৃণমূল কংগ্রেস এখানে পৌরসভায় সবক’টি আসনে জিতবে

এদিন মিরিকে মহামিছিলের পর লেকের পাশে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেই অনুষ্ঠানের পর মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "মিরিক পৌরসভার নির্বাচনের সময় আমি একমাস ধরে মিরিকে ছিলাম । তখনকার মিরিক আর এখনকার মিরিক অনেক বদলে গিয়েছে । প্রচুর উন্নতি হয়েছে মিরিক পৌরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাই ও মুখ্যমন্ত্রীর মাধ্যমে । পানীয় জলের কাজ চলছে । রাস্তার উন্নয়ন ও মিরিক লেকের সৌন্দর্যায়ন হয়েছে । দেশ বিদেশের পর্যটকদের মধ্যে মিরিকের নাম হয়েছে । আরও উন্নতি হবে । আর এবার আমরা 9টা আসনই পাব ৷"

মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, "পর্যটনের দিক দিয়ে মিরিকের উন্নতি হয়েছে । মুখ্যমন্ত্রী ছাড়া মিরিকের উন্নতি করা সম্ভব হত না । এমনকি মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি গান লিখেছেন যেখানে মিরিকের নাম রয়েছে । মিরিকে আরও উন্নতি হবে খালি মিরিকবাসীকে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখতে হবে ।"

আরও পড়ুন : Mamata on Hill Politics : বিজেপিকে রুখতে পাহাড়ের রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.