ETV Bharat / state

Tourists Trapped in Avalanche: তুষারপাতে আটকে পড়া 400পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনা - সিকিমে তুষারপাত

সিকিমে শুরু হয়েছে ভারী তুষারপাত ৷ ভারতীয় সেনার তৎপরতায় উদ্বার করা হয়েছে 400 পর্যটককে (Army rescued several tourists trapped in avalanche)৷ উদ্ধার হওয়া পর্যটকদের গাড়িগুলিকে নিরাপদে গ্যাংটকে ফেরত পঠানো হয়েছে ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 13, 2023, 7:13 AM IST

Updated : Mar 13, 2023, 7:31 AM IST

দার্জিলিং, 13 মার্চ: সিকিমে ভারী তুষারপাতে আটকে পরা প্রায় 400 পর্যটককে বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার সেনাবাহিনীর (Army Rescued Operation in Sikkim)। টানা দু'দিন অভিযান চালিয়ে রবিবার রাতে পর্যটকদের উদ্ধার করেছে ভারতীয় সেনা । উদ্ধার হওয়া পর্যটকদের গাড়িগুলিকে ইতিমধ্যে গ্যাংটকে নিরাপদে ফেরত পাঠানো হয়েছে বলে খবর ।

ভারতীয় সেনা ও সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 11 মার্চ শনিবার বিকালে আচমকা পূর্ব সিকিমে ভারী তুষারপাত হয় । পরে তুষার ঝড় ওঠে । সেই সময় নাথুলা ও ছাঙ্গু লেকে আটকে পড়ে প্রায় 400 পর্যটক বোঝাই 100টি গাড়ি । আটকে পরা পর্যটককে কোনওভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছিল না । ফলে সিকিম প্রশাসন খবর দেয় ভারতীয় সেনাকে । এরপর ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস বিভাগ, সিকিম পুলিশ ও প্রশাসন যৌথভাবে বিশেষ অভিযান "অপারেশন হিমারত" শুরু করে । শনিবার মাঝরাতে উদ্ধারকাজে নামে সেনাবাহিনী ।

তুষারপাতে পর্যটকদের আটকে পড়ার খবর পেয়েই শিলিগুড়ি সংলগ্ন সুকনা সেনা হেড কোয়ার্টার ও সিকিমের গ্যাংটক থেকে রওনা দেয় সেনার বিশেষ দল । প্রথমে 360 জন পর্যটককে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় । যার মধ্যে 178 জন পুরুষ, 142 জন মহিলা এবং 50টি শিশু ছিল । তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার, গরম কাপড়-সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয় । এরপর আরও প্রায় 40জনকে ভোররাত নাগাদ উদ্ধার করে সেনা । 12 মার্চ রবিবার গ্রিফ ও বর্ডার রোড অর্গানাইজেশন তুষার সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা হয় । রবিবার মাঝরাতে থেকে বরফ সরানোর কাজ শুরু করে পর্যটকদের জন্য রাস্তা খুল দেওয়া হয়েছে । অভিযানের পর ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছে সিকিম প্রশাসন ।

আরও পড়ুন: ভুয়ো নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে, গ্রেফতার মালদার যুবক

এই প্রসঙ্গেই ভারতীয় সেনার কর্নেল অঞ্জনকুমার বাসুমাতারি বলেন, " মাঝেমধ্যেই হিমালয়ের উচ্চতায় পর্যটকরা আটকে পরেন । তবে এবার পর্যটকের সংখ্যাটা বেশি ছিল । মহিলা ও শিশু থাকায় আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় । তবে ভারতীয় সেনা সবসময় তৎপর রয়েছে ।"

দার্জিলিং, 13 মার্চ: সিকিমে ভারী তুষারপাতে আটকে পরা প্রায় 400 পর্যটককে বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার সেনাবাহিনীর (Army Rescued Operation in Sikkim)। টানা দু'দিন অভিযান চালিয়ে রবিবার রাতে পর্যটকদের উদ্ধার করেছে ভারতীয় সেনা । উদ্ধার হওয়া পর্যটকদের গাড়িগুলিকে ইতিমধ্যে গ্যাংটকে নিরাপদে ফেরত পাঠানো হয়েছে বলে খবর ।

ভারতীয় সেনা ও সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 11 মার্চ শনিবার বিকালে আচমকা পূর্ব সিকিমে ভারী তুষারপাত হয় । পরে তুষার ঝড় ওঠে । সেই সময় নাথুলা ও ছাঙ্গু লেকে আটকে পড়ে প্রায় 400 পর্যটক বোঝাই 100টি গাড়ি । আটকে পরা পর্যটককে কোনওভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছিল না । ফলে সিকিম প্রশাসন খবর দেয় ভারতীয় সেনাকে । এরপর ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস বিভাগ, সিকিম পুলিশ ও প্রশাসন যৌথভাবে বিশেষ অভিযান "অপারেশন হিমারত" শুরু করে । শনিবার মাঝরাতে উদ্ধারকাজে নামে সেনাবাহিনী ।

তুষারপাতে পর্যটকদের আটকে পড়ার খবর পেয়েই শিলিগুড়ি সংলগ্ন সুকনা সেনা হেড কোয়ার্টার ও সিকিমের গ্যাংটক থেকে রওনা দেয় সেনার বিশেষ দল । প্রথমে 360 জন পর্যটককে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় । যার মধ্যে 178 জন পুরুষ, 142 জন মহিলা এবং 50টি শিশু ছিল । তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার, গরম কাপড়-সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয় । এরপর আরও প্রায় 40জনকে ভোররাত নাগাদ উদ্ধার করে সেনা । 12 মার্চ রবিবার গ্রিফ ও বর্ডার রোড অর্গানাইজেশন তুষার সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা হয় । রবিবার মাঝরাতে থেকে বরফ সরানোর কাজ শুরু করে পর্যটকদের জন্য রাস্তা খুল দেওয়া হয়েছে । অভিযানের পর ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছে সিকিম প্রশাসন ।

আরও পড়ুন: ভুয়ো নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে, গ্রেফতার মালদার যুবক

এই প্রসঙ্গেই ভারতীয় সেনার কর্নেল অঞ্জনকুমার বাসুমাতারি বলেন, " মাঝেমধ্যেই হিমালয়ের উচ্চতায় পর্যটকরা আটকে পরেন । তবে এবার পর্যটকের সংখ্যাটা বেশি ছিল । মহিলা ও শিশু থাকায় আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় । তবে ভারতীয় সেনা সবসময় তৎপর রয়েছে ।"

Last Updated : Mar 13, 2023, 7:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.