ETV Bharat / state

Tribute to Martyred Jawans: বাগডোগরায় পৌঁছল শহিদ জওয়ানদের দেহ, শেষশ্রদ্ধা সেনা আধিকারিকদের - শেষশ্রদ্ধা সেনা আধিকারিকদের

উত্তর সিকিমের জেমায় পিছল রাস্তায় মোড় ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল সেনাবাহিনীর কনভয় । দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 16 জন জওয়ান (Several Army Jawans lost their life) । এদিন শহিদ জওয়ানদের দেহ নিয়ে আসা হল শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে (Army officials pay tribute to Jawans) ।

Etv Bharat
বিমানবন্দরে শায়িত শহিদ জওয়ানদের কফিনবন্দী দেহ
author img

By

Published : Dec 24, 2022, 3:23 PM IST

Updated : Dec 24, 2022, 4:34 PM IST

বাগডোগরায় পৌঁছল শহিদ জওয়ানদের কফিনবন্দি দেহ

শিলিগুড়ি, 24 ডিসেম্বর: উত্তর সিকিমে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত সেনা জওয়ানদের দেহ পৌঁছল শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে । বিমানবন্দরের বায়ুসেনার অধীনে টেকনিক্যাল এরিয়ায় (আলফা জোন) সেনার বিশেষ বিমানে ওই 16 সেনা আধিকারিক ও জওয়ানের দেহ সিকিম থেকে নিয়ে আসা হয় । আলফা জোনেই শহিদ জওয়ানদের গান স্যালুট ও শেষশ্রদ্ধা জানান সেনা আধিকারিকরা (Army official pay tribute to Jawans) ।

বিমানবন্দরে তাঁদের শেষশ্রদ্ধা জানান ভারতীয় সেনার মেজর অঞ্জনকুমার বাসুমাতারি এবং অন্যান্য বায়ুসেনা আধিকারিকরা । সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং'ও বিমানবন্দরে উপস্থিত ছিলেন । উত্তর-পূর্বে ছোট রাজ্যের সাংবিধানির প্রধান পি.এস. গোলে নামেও পরিচিত । তিনি শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন ।

ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে জানানো হয়েছে, সেনার তিনটি গাড়ির কনভয় শুক্রবার সকালে উত্তর সিকিমের (North Sikkim) চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল । জেমা যাওয়ার পথে বাঁকে কনভয়ের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় (Army Vehicle Accident) ৷ অন্তত 16 জন সেনা জওয়ানের মৃত্যু হয় ৷ আহত হন অনেকে ৷ আপাতত তাঁরা চিকিৎসাধীন ৷

Tribute to Martyred Jawans News
বাগডোগরায় পৌঁছল শহিদ জওয়ানদের দেহ

এই ঘটনার খবর মিলতেই শোকপ্রকাশ করে টুইট করেন রাষ্ট্রপতি ৷ তিনি লেখেন, ‘‘সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যদের প্রাণহানির খবর জানতে পেরে মর্মাহত । নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷’’ শোকবার্তা এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ ।

আরও পড়ুন: চিন সীমান্তে পাহাড়ি এলাকায় প্রশিক্ষণের সময় প্যারাট্রুপার জওয়ানের মৃত্য

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, শহিদ জওয়ানরা হলেন:

  1. নায়েক সুবেদার চন্দন কুমার মিশ্র, তিনি বিহারের পটনার বাসিন্দা
  2. পঞ্জাবের পাঠানকোটের বাসিন্দা ওঙ্কার সিং
  3. গোপীনাথ মাকুর, তিনি দুর্গাপুরের বাসিন্দা
  4. রাজস্থানের যোধপুরের বাসিন্দা সুখারাম
  5. নায়েক রভিন্দর সিং থাপা, তিনি উত্তরাখণ্ডের পন্তনগরের বাসিন্দা
  6. কেরলের পালাক্কাডের বাসিন্দা নায়েক বৈসাখ এস
  7. বিহারের আরার বাসিন্দা নায়েক প্রমোদ সিং
  8. উত্তরপ্রদেশের ইটার বাসিন্দা ভুপেন্দ্র সিং
  9. উন্নাওয়ের বাসিন্দা শ্যাম সিং যাদব
  10. মুজাফফরপুরের লোকেশ কুমার
  11. হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা গ্রেনেডিয়ার বিকাশ কুমার
  12. ভিওয়ানির বাসিন্দা হাবিলদার অরবিন্দ কুমার
  13. হিসারের বাসিন্দা নায়েক সোমবীর সিং
  14. সুবেদার গুমন সিং, তিনি রাজস্থানের জয়সলমেরের বাসিন্দা
  15. ঝুনঝুনুর বাসিন্দা নায়েক মনোজ কুমার
  16. হাবিলদার চরণ সিং, তিনি লখনউ-এর বাসিন্দা

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 16 আর্মি জওয়ানের, শোকপ্রকাশ প্রতিরক্ষা মন্ত্রী'র

বাগডোগরায় পৌঁছল শহিদ জওয়ানদের কফিনবন্দি দেহ

শিলিগুড়ি, 24 ডিসেম্বর: উত্তর সিকিমে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত সেনা জওয়ানদের দেহ পৌঁছল শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে । বিমানবন্দরের বায়ুসেনার অধীনে টেকনিক্যাল এরিয়ায় (আলফা জোন) সেনার বিশেষ বিমানে ওই 16 সেনা আধিকারিক ও জওয়ানের দেহ সিকিম থেকে নিয়ে আসা হয় । আলফা জোনেই শহিদ জওয়ানদের গান স্যালুট ও শেষশ্রদ্ধা জানান সেনা আধিকারিকরা (Army official pay tribute to Jawans) ।

বিমানবন্দরে তাঁদের শেষশ্রদ্ধা জানান ভারতীয় সেনার মেজর অঞ্জনকুমার বাসুমাতারি এবং অন্যান্য বায়ুসেনা আধিকারিকরা । সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং'ও বিমানবন্দরে উপস্থিত ছিলেন । উত্তর-পূর্বে ছোট রাজ্যের সাংবিধানির প্রধান পি.এস. গোলে নামেও পরিচিত । তিনি শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন ।

ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে জানানো হয়েছে, সেনার তিনটি গাড়ির কনভয় শুক্রবার সকালে উত্তর সিকিমের (North Sikkim) চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল । জেমা যাওয়ার পথে বাঁকে কনভয়ের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় (Army Vehicle Accident) ৷ অন্তত 16 জন সেনা জওয়ানের মৃত্যু হয় ৷ আহত হন অনেকে ৷ আপাতত তাঁরা চিকিৎসাধীন ৷

Tribute to Martyred Jawans News
বাগডোগরায় পৌঁছল শহিদ জওয়ানদের দেহ

এই ঘটনার খবর মিলতেই শোকপ্রকাশ করে টুইট করেন রাষ্ট্রপতি ৷ তিনি লেখেন, ‘‘সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যদের প্রাণহানির খবর জানতে পেরে মর্মাহত । নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷’’ শোকবার্তা এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ ।

আরও পড়ুন: চিন সীমান্তে পাহাড়ি এলাকায় প্রশিক্ষণের সময় প্যারাট্রুপার জওয়ানের মৃত্য

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, শহিদ জওয়ানরা হলেন:

  1. নায়েক সুবেদার চন্দন কুমার মিশ্র, তিনি বিহারের পটনার বাসিন্দা
  2. পঞ্জাবের পাঠানকোটের বাসিন্দা ওঙ্কার সিং
  3. গোপীনাথ মাকুর, তিনি দুর্গাপুরের বাসিন্দা
  4. রাজস্থানের যোধপুরের বাসিন্দা সুখারাম
  5. নায়েক রভিন্দর সিং থাপা, তিনি উত্তরাখণ্ডের পন্তনগরের বাসিন্দা
  6. কেরলের পালাক্কাডের বাসিন্দা নায়েক বৈসাখ এস
  7. বিহারের আরার বাসিন্দা নায়েক প্রমোদ সিং
  8. উত্তরপ্রদেশের ইটার বাসিন্দা ভুপেন্দ্র সিং
  9. উন্নাওয়ের বাসিন্দা শ্যাম সিং যাদব
  10. মুজাফফরপুরের লোকেশ কুমার
  11. হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা গ্রেনেডিয়ার বিকাশ কুমার
  12. ভিওয়ানির বাসিন্দা হাবিলদার অরবিন্দ কুমার
  13. হিসারের বাসিন্দা নায়েক সোমবীর সিং
  14. সুবেদার গুমন সিং, তিনি রাজস্থানের জয়সলমেরের বাসিন্দা
  15. ঝুনঝুনুর বাসিন্দা নায়েক মনোজ কুমার
  16. হাবিলদার চরণ সিং, তিনি লখনউ-এর বাসিন্দা

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 16 আর্মি জওয়ানের, শোকপ্রকাশ প্রতিরক্ষা মন্ত্রী'র

Last Updated : Dec 24, 2022, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.