শিলিগুড়ি, 24 ডিসেম্বর: উত্তর সিকিমে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত সেনা জওয়ানদের দেহ পৌঁছল শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে । বিমানবন্দরের বায়ুসেনার অধীনে টেকনিক্যাল এরিয়ায় (আলফা জোন) সেনার বিশেষ বিমানে ওই 16 সেনা আধিকারিক ও জওয়ানের দেহ সিকিম থেকে নিয়ে আসা হয় । আলফা জোনেই শহিদ জওয়ানদের গান স্যালুট ও শেষশ্রদ্ধা জানান সেনা আধিকারিকরা (Army official pay tribute to Jawans) ।
বিমানবন্দরে তাঁদের শেষশ্রদ্ধা জানান ভারতীয় সেনার মেজর অঞ্জনকুমার বাসুমাতারি এবং অন্যান্য বায়ুসেনা আধিকারিকরা । সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং'ও বিমানবন্দরে উপস্থিত ছিলেন । উত্তর-পূর্বে ছোট রাজ্যের সাংবিধানির প্রধান পি.এস. গোলে নামেও পরিচিত । তিনি শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন ।
ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে জানানো হয়েছে, সেনার তিনটি গাড়ির কনভয় শুক্রবার সকালে উত্তর সিকিমের (North Sikkim) চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল । জেমা যাওয়ার পথে বাঁকে কনভয়ের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় (Army Vehicle Accident) ৷ অন্তত 16 জন সেনা জওয়ানের মৃত্যু হয় ৷ আহত হন অনেকে ৷ আপাতত তাঁরা চিকিৎসাধীন ৷
এই ঘটনার খবর মিলতেই শোকপ্রকাশ করে টুইট করেন রাষ্ট্রপতি ৷ তিনি লেখেন, ‘‘সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যদের প্রাণহানির খবর জানতে পেরে মর্মাহত । নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷’’ শোকবার্তা এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ ।
আরও পড়ুন: চিন সীমান্তে পাহাড়ি এলাকায় প্রশিক্ষণের সময় প্যারাট্রুপার জওয়ানের মৃত্য
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, শহিদ জওয়ানরা হলেন:
- নায়েক সুবেদার চন্দন কুমার মিশ্র, তিনি বিহারের পটনার বাসিন্দা
- পঞ্জাবের পাঠানকোটের বাসিন্দা ওঙ্কার সিং
- গোপীনাথ মাকুর, তিনি দুর্গাপুরের বাসিন্দা
- রাজস্থানের যোধপুরের বাসিন্দা সুখারাম
- নায়েক রভিন্দর সিং থাপা, তিনি উত্তরাখণ্ডের পন্তনগরের বাসিন্দা
- কেরলের পালাক্কাডের বাসিন্দা নায়েক বৈসাখ এস
- বিহারের আরার বাসিন্দা নায়েক প্রমোদ সিং
- উত্তরপ্রদেশের ইটার বাসিন্দা ভুপেন্দ্র সিং
- উন্নাওয়ের বাসিন্দা শ্যাম সিং যাদব
- মুজাফফরপুরের লোকেশ কুমার
- হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা গ্রেনেডিয়ার বিকাশ কুমার
- ভিওয়ানির বাসিন্দা হাবিলদার অরবিন্দ কুমার
- হিসারের বাসিন্দা নায়েক সোমবীর সিং
- সুবেদার গুমন সিং, তিনি রাজস্থানের জয়সলমেরের বাসিন্দা
- ঝুনঝুনুর বাসিন্দা নায়েক মনোজ কুমার
- হাবিলদার চরণ সিং, তিনি লখনউ-এর বাসিন্দা
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 16 আর্মি জওয়ানের, শোকপ্রকাশ প্রতিরক্ষা মন্ত্রী'র