শিলিগুড়ি, ১২ ডিসেম্বর : তামিলনাড়ুর কুন্নুরে চপার দুর্ঘটনায় মৃত সেনা জওয়ান সৎপাল রাইকে শিলিগুড়িতে শেষ শ্রদ্ধা জানানো হল সেনাবাহিনীর তরফে (army gives honour to martyr havildar satpal rai at siliguri) ৷ রবিবার দুপুরে বিশেষ বিমানে দিল্লি থেকে তাঁর দেহ নিয়ে আসা হয় শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনিতে। সেখানেই প্রয়াত সৎপাল রাইকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় সেনাবাহিনীর তরফে ৷ গোর্খা রেজিমেন্টের জওয়ান সৎপাল রাই প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের নিরাপত্তা রক্ষী ছিলেন ৷ কুন্নুরের চপার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিপিন রাওয়াত, সৎপাল রাই-সহ আরও 10 সেনা জওয়ান ৷ প্রাণ হারিয়েছেন বিপিন রাওয়াতের স্ত্রীও ৷
সেনা বাহিনীর তরফে শ্রদ্ধা জানানোর পর সেখান থেকে সৎপাল রাইয়ের দেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাসভবন দার্জিলিংয়ের তাকদহের গ্লেনবার্নে। জানা গিয়েছে, সোমবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এবং রাই সম্প্রদায়ের রীতি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রয়াত এই সেনা জওয়ানকে শেষ দেখা দেখতে ভেজা চোখে অপেক্ষা করছেন তাঁর পরিবারের সদস্য, আত্মীয়, প্রতিবেশীরা ৷ শোক বিহ্বল গোটা পাহাড় তাঁকে বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছে ৷
আরও পড়ুন : লালবাজারের তৎপরতায় রাওয়াতের মৃত্যু নিয়ে আপত্তিকর পোস্ট সরল
এদিন ব্যাংডুবি সেনা ছাউনিতে সৎপাল রাইকে সেনার তরফে গার্ড অফ অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মন্দিরা রাই, ছেলে বিকল রাই, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, শিলিগুড়ির মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি জয় টুডু-সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারীরকরা। সেনা ছাউনিতে সৎপাল রাইকে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর পার্থিব দেহ নিয়ে পরিবারের সদস্যরা তাকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এদিন বলেন, "সৎপাল রাই শুধু পাহাড়ের নয়, গোটা দেশের গর্ব। তাঁর মৃত্যুতে গোটা দেশের বড় ক্ষতি হল।" শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক গৌতম দেব বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের তরফে তাঁকে শেষশ্রদ্ধা জানালাম। রাজ্য সরকার সর্বতোভাবে ওই শহিদ পরিবারের পাশে থাকবে।"