ETV Bharat / state

Arijit in Siliguri Concert: কনসার্টে গ্রামের মানুষের তারিফ, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম নিয়ে চিন্তায় অরিজিৎ - অরিজিৎ সিং

শিলিগুড়িতে কনসার্টের মাঝেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম নিয়ে চিন্তা প্রকাশ করলেন অরিজিৎ সিং ৷ রাজ্যে দরকার আরও হাসপাতাল ও সরকারি ইংরেজি মাধ্যম স্কুল, কনসার্টের মঞ্চ থেকেই সাবলীলভাবে বললেন প্রখ্যাত গায়ক ৷

Arijit Singh ETV Bharat
শিলিগুড়িতে কনসার্টে অরিজিৎ
author img

By

Published : Apr 5, 2023, 6:18 PM IST

Updated : Apr 5, 2023, 6:48 PM IST

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম নিয়ে চিন্তায় অরিজিৎ

শিলিগুড়ি, 5 এপ্রিল: আন্তর্জাতিক তারকা হয়েও তিনি আম আদমি ৷ তাঁর সাধারণের সঙ্গে মিশে থাকার তাগিদই তাঁকে বারবার আলাদা করে দিয়েছে সাধারণ তারকাদের থেকে ৷ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে লাইভ কনসার্টে যোগ দিতে ট্রেনে চেপে গিয়েছিলেন শিলিগুড়ি ৷ চেনা ছন্দেই সুরের মূর্ছনায় মাতিয়ে দিয়েছেন দর্শকদের ৷ গানের মাঝেই মঞ্চ থেকে সাবলীল ভাবে কথা বলেছেন অনুরাগীদের সঙ্গে ৷ গ্রামের মানুষের বুদ্ধির তারিফও করেছেন অরিজিৎ ৷ তিনি বলেন, "গ্রামের মানুষের বুদ্ধি কম হয় না, একই হয় । প্রয়োজন যোগাযোগের । রাজ্যে আরও দরকার সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ।"

মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে লাইভ কনসার্ট ছিল অরিজিৎ সিংয়ের । অরিজিতের কনসার্ট স্টেডিয়ামে আয়োজন করা নিয়ে প্রথম থেকেই বিস্তর জলঘোলা হয়েছিল । হওয়ার কারণও ছিল । কারণ শিলিগুড়ি পৌরনিগম খেলার মাঠে এই ধরনের কনসার্ট করার অনুমতি দেওয়ায় ক্ষোভে ফুঁসছিল ক্রীড়ামহল । অন্যদিকে, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব এবং বেহাল স্টেডিয়ামে অরিজিতের মতো তারকার কনসার্টের আয়োজন হওয়ায় প্রশ্নও উঠছিল । আর কনসার্টের শেষে অরিজিৎ নিজেও ওই প্রশ্ন তোলায় এ বার বিপাকে পৌরনিগম । তবে কনসার্টের মাঝে সাবলীলভাবে ওই কথাগুলি বলায় তা মন কেড়েছে নেট নাগরিকদের ।

2005 সাল থেকে অরিজিৎ তাঁর চার-পাঁচজন বন্ধুকে নিয়ে সমাজসেবার কাজ শুরু করেছিলেন । বছর দু'য়েক হল তিনি তত্ত্বমসী নামে ওই এনজিও শুরু করেছেন । এনজিওর মাধ্যমে প্রত্যন্ত গ্রামে বাচ্চাদের স্কুল, খেলার মাঠ, সাধারণ মানুষের জন্য হাসপাতাল তৈরি করছেন । মুর্শিদাবাদে ইতিমধ্যে একটি স্কুল ও খেলার মাঠও তৈরি করেছেন অরিজিৎ । আগামীতে গোটা দেশে ওই ধরনের কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি ।

এ দিন কনসার্টের মঞ্চ থেকেই অরিজিৎ সিং বলেন, "খুব অল্প সময় হয়েছে এনজিওর রেজিস্ট্রেশন করিয়েছি । ছোট ছোট কাজ করছি । আগামীতে যাতে গোটা দেশে এমনই কাজ চালিয়ে যেতে পারি এমনটাই ইচ্ছা আছে ।"

এরপরই অরিজিৎ সিং বলেন, সব জায়গায় বিল্ডিং, ফ্ল্যাট হয়ে যাচ্ছে । মাঠ থাকছে না । মাঠকে সংরক্ষণ করতে হবে । এই স্টেডিয়ামেও শুধু খেলা হওয়ার কথা । এই ধরনের অনুষ্ঠানের জন্য এ সব মাঠ নয় । আগামীতে এটা খেয়াল রাখতে হবে । অনুষ্ঠানের পর মাঠ যাতে ভালো থাকে সেটা খেয়াল রাখতে হবে । শিলিগুড়িতে হাসপাতাল আছে ৷ তবে মনে হয় আরও সরকারি হাসপাতাল হলে ভালো হত । একইভাবে আরও সরকারি ইংরেজি মাধ্যমের স্কুল হওয়া দরকার । গ্রামে হতে হবে । গ্রামের মানুষের মাথায় বুদ্ধি কম থাকে না, একই থাকে । ব্যবধান খালি কথা বলায় ।

আরও পড়ুন: বিমান নয়, ট্রেনে চেপেই পাহাড় সফরে অরিজিৎ সিং

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম নিয়ে চিন্তায় অরিজিৎ

শিলিগুড়ি, 5 এপ্রিল: আন্তর্জাতিক তারকা হয়েও তিনি আম আদমি ৷ তাঁর সাধারণের সঙ্গে মিশে থাকার তাগিদই তাঁকে বারবার আলাদা করে দিয়েছে সাধারণ তারকাদের থেকে ৷ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে লাইভ কনসার্টে যোগ দিতে ট্রেনে চেপে গিয়েছিলেন শিলিগুড়ি ৷ চেনা ছন্দেই সুরের মূর্ছনায় মাতিয়ে দিয়েছেন দর্শকদের ৷ গানের মাঝেই মঞ্চ থেকে সাবলীল ভাবে কথা বলেছেন অনুরাগীদের সঙ্গে ৷ গ্রামের মানুষের বুদ্ধির তারিফও করেছেন অরিজিৎ ৷ তিনি বলেন, "গ্রামের মানুষের বুদ্ধি কম হয় না, একই হয় । প্রয়োজন যোগাযোগের । রাজ্যে আরও দরকার সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ।"

মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে লাইভ কনসার্ট ছিল অরিজিৎ সিংয়ের । অরিজিতের কনসার্ট স্টেডিয়ামে আয়োজন করা নিয়ে প্রথম থেকেই বিস্তর জলঘোলা হয়েছিল । হওয়ার কারণও ছিল । কারণ শিলিগুড়ি পৌরনিগম খেলার মাঠে এই ধরনের কনসার্ট করার অনুমতি দেওয়ায় ক্ষোভে ফুঁসছিল ক্রীড়ামহল । অন্যদিকে, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব এবং বেহাল স্টেডিয়ামে অরিজিতের মতো তারকার কনসার্টের আয়োজন হওয়ায় প্রশ্নও উঠছিল । আর কনসার্টের শেষে অরিজিৎ নিজেও ওই প্রশ্ন তোলায় এ বার বিপাকে পৌরনিগম । তবে কনসার্টের মাঝে সাবলীলভাবে ওই কথাগুলি বলায় তা মন কেড়েছে নেট নাগরিকদের ।

2005 সাল থেকে অরিজিৎ তাঁর চার-পাঁচজন বন্ধুকে নিয়ে সমাজসেবার কাজ শুরু করেছিলেন । বছর দু'য়েক হল তিনি তত্ত্বমসী নামে ওই এনজিও শুরু করেছেন । এনজিওর মাধ্যমে প্রত্যন্ত গ্রামে বাচ্চাদের স্কুল, খেলার মাঠ, সাধারণ মানুষের জন্য হাসপাতাল তৈরি করছেন । মুর্শিদাবাদে ইতিমধ্যে একটি স্কুল ও খেলার মাঠও তৈরি করেছেন অরিজিৎ । আগামীতে গোটা দেশে ওই ধরনের কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি ।

এ দিন কনসার্টের মঞ্চ থেকেই অরিজিৎ সিং বলেন, "খুব অল্প সময় হয়েছে এনজিওর রেজিস্ট্রেশন করিয়েছি । ছোট ছোট কাজ করছি । আগামীতে যাতে গোটা দেশে এমনই কাজ চালিয়ে যেতে পারি এমনটাই ইচ্ছা আছে ।"

এরপরই অরিজিৎ সিং বলেন, সব জায়গায় বিল্ডিং, ফ্ল্যাট হয়ে যাচ্ছে । মাঠ থাকছে না । মাঠকে সংরক্ষণ করতে হবে । এই স্টেডিয়ামেও শুধু খেলা হওয়ার কথা । এই ধরনের অনুষ্ঠানের জন্য এ সব মাঠ নয় । আগামীতে এটা খেয়াল রাখতে হবে । অনুষ্ঠানের পর মাঠ যাতে ভালো থাকে সেটা খেয়াল রাখতে হবে । শিলিগুড়িতে হাসপাতাল আছে ৷ তবে মনে হয় আরও সরকারি হাসপাতাল হলে ভালো হত । একইভাবে আরও সরকারি ইংরেজি মাধ্যমের স্কুল হওয়া দরকার । গ্রামে হতে হবে । গ্রামের মানুষের মাথায় বুদ্ধি কম থাকে না, একই থাকে । ব্যবধান খালি কথা বলায় ।

আরও পড়ুন: বিমান নয়, ট্রেনে চেপেই পাহাড় সফরে অরিজিৎ সিং

Last Updated : Apr 5, 2023, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.