দার্জিলিং, 30 এপ্রিল : লকডাউনের জেরে রাজস্থান, দিল্লি সহ দেশের একাধিক জায়গায় আটকে পড়েছেন দার্জিলিঙের শতাধিক যুবক-যুবতি । এই অবস্থা থেকে উদ্ধারের জন্য তাঁরা ভিডিয়ো বার্তায় আবেদন জানালেন । সাংসদ রাজু বিস্তা থেকে শুরু করে GTA চেয়ারম্যান অনিত থাপা, মোর্চা নেতা বিনয় তামাংয়ের উদ্দেশে এই আবেদন জানালেন তাঁরা ।
দিল্লিতে আটকে পড়া অন্তত 15 জন যুবক-যুবতি ভিডিয়ো বার্তায় জানান, পাহাড়ের বিভিন্ন জায়গায় তাঁদের বাড়ি। 28 ফেব্রুয়ারি একটি ট্রেনিংয়ে গিয়ে দিল্লিতে আটকে পড়েন তাঁরা । প্রথমে তাঁরা ভেবেছিলেন, 15 এপ্রিল লকডাউন শেষ হলে বাড়ি ফিরবেন । কিন্তু এরপর ফের লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত বাড়ে । এরপরও লকডাউন বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই তাঁদের উদ্ধারের করার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা । ওই দলের এক যুবক এবং এক যুবতি ভিডিয়ো বর্তায় জানিয়েছেন, তাঁদের অর্থ ফুরিয়ে এসেছে । খাবার নেই । তবে নিরাপদেই রয়েছেন তাঁরা । এর আগে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সোশাল মিডিয়ার পেজে গিয়ে এনিয়ে আবেদন করেছেন। বিভিন্ন NGO-র সঙ্গেও যোগাযোগ করেছেন তাঁরা ।
রাজস্থানে আটকে রয়েছেন অন্তত 50 জন । দার্জিলিং ও ডুয়ার্সের ওই বাসিন্দারাও জানিয়েছেন, যে কোনওভাবে তাঁরা বাড়ি ফিরতে চান । কারণ তাঁদের কাছে এখন অর্থ নেই । কাজ নেই । খাবার নেই । তাই তাঁদের উদ্ধারের আবেদন জানানো হয়েছে । লকডাউনের জেরে এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া যুবক-যুবতি সহ কয়েকশো মানুষ ভিডিয়ো বার্তায় উদ্ধারের কাতর আবেদন জানাচ্ছেন।