ETV Bharat / state

Anit Thapa : মোর্চা থেকে পদত্যাগ অনিত থাপার, নতুন দল সম্ভবত ‘গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’

বৃহস্পতিবারই গোর্খা জনমুক্তি মোর্চা-2 থেকে পদত্যাগ করেন অনিত থাপা । দলের প্রাথমিক সদস্য পদের পাশাপাশি দলের কার্যকরী সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি ।

anit thapa resign from morcha 2
মোর্চা থেকে পদত্যাগ অনিত থাপার, নতুন দলের নাম হতে পারে ‘গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’
author img

By

Published : Aug 26, 2021, 6:51 PM IST

Updated : Aug 26, 2021, 7:24 PM IST

দার্জিলিং, 26 অগস্ট : আগেই নতুন দল তৈরির কথা ঘোষণা করেছিলেন অনিত থাপা । নতুন দলের নাম ও প্রতীক নিয়ে একাধিকবার কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকও হয়েছে । পাহাড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তাই এবার নতুন দলের নামেও প্রজাতন্ত্র রাখতে চলেছেন অনিত থাপা ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, অনিত থাপার নতুন রাজনৈতিক দলের নাম হতে চলেছে ‘গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’ অর্থাৎ জিপিএম । এদিকে আবার বৃহস্পতিবারই গোর্খা জনমুক্তি মোর্চা-2 থেকে পদত্যাগ করেন অনিত থাপা । দলের প্রাথমিক সদস্য পদের পাশাপাশি দলের কার্যকরী সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি ।

আরও পড়ুন : Toy Train : প্রায় দেড় বছর পর চালু শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা

তবে নতুন দল তৈরির কথা আগে ঘোষণা করার ফলে তাঁকে যে মোর্চা-2 থেকে পদত্যাগ করতে হত, তা একপ্রকার স্পষ্টই ছিল । শুধু তাই নয় । অলোক কান্তমণি থুলুং, কেশবরাজ পোখরেল, কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা-সহ দলের অন্যান্য সদস্যরাও খুব দ্রুত পদত্যাগ করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে ।

anit thapa resign from morcha 2
অনিত থাপার পদত্যাগ পত্র

অনিতের নতুন দলের নাম জিপিএম রাখা নিয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বেশ কয়েক দফার বৈঠক হয় ৷ সেখানেই নামের বিষয়টি চূড়ান্ত হয় বলে জানা গিয়েছে ৷ ওই নামেই সবুজ সংকেত দিয়েছে উপদেষ্টা কমিটির সদস্যরাও । নতুন দলে প্রজাতন্ত্র রেখে নাম দিয়েই পাহাড়বাসী ও মোর্চা থেকে দূরে সরে যাওয়া সদস্যদের দলে টানার প্রচেষ্টা করছেন অনিত অনুগামীরা ।

আরও পড়ুন : Privatization of Toy Train : বেসরকারিকরণের পথে ঐতিহ্যবাহী টয়ট্রেন, প্রতিবাদের উত্তাপ পাহাড়ে

ওই বিষয়ে অবশ্য আগেভাগে মুখ খুলতে চাননি কেউই । অনিত থাপা বলেন, "আমরা নতুন দল গঠনের পক্ষেই ছিলাম । মোর্চা-2 নাম নিয়ে নানা আইনি জটিলতা রয়েছে । সেজন্য নতুন নাম ও প্রতীক রাখা হবে । তবে এই মুহূর্তে কিছু বলা যাবে না । সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আমরা নতুন দল ঘোষণা করব ।"

মোর্চা-2 এর সহ-সভাপতি অলোক কান্তমণি থুলুং বলেন, "নাম আমরা এখনই প্রকাশ্যে আনছি না । তবে নতুনভাবে আমরা অনিত থাপার হাত ধরে পথচলা শুরু করছি । তিনি ইতিমধ্যে মোর্চা থেকে পদত্যাগ করেছেন ।" অনিতের নতুন দল নিয়ে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বিমল গুরুং । তিনি বলেন, "পাহাড়বাসী আমাদের সঙ্গে রয়েছে । ব্যক্তিকেন্দ্রিক দল চলবে না ।"

আরও পড়ুন : Bimal-Binay : বিমল-বিনয়কে 'বিভীষণ-রাবণ' বলে কটাক্ষ বিরোধীদের, নতুন দলের পথে অনিত

সুভাষ ঘিসিংয়ের হাত দিয়ে পাহাড়ে উত্থান হয় জিএনএলএফের । 2007 সালে জিএনএলএফ ভেঙে গোর্খা জনমুক্তি মোর্চা তৈরি করেন বিমল গুরুং । 2017 সালে পৃথক রাজ্যের দাবিকে কেন্দ্র করে পাহাড় উত্তপ্ত হয়ে উঠলে গা ঢাকা দেন বিমল গুরুং । এরপর পাহাড়ের রাশ চলে যায় বিনয় তামাং ও অনিত থাপার হাতে ৷ সেই সময় থেকেই শুরু হয় মোর্চা-2-এর পথচলা ।

কিন্তু পাহাড়ে উপনির্বাচন, লোকসভা ও পরবর্তীতে বিধানসভা নির্বাচনে মোর্চা-2-এর পতন ও বিমল গুরুংয়ের প্রত্যাবর্তনে মোর্চা-2 থেকে সরে আসেন বিনয় তামাং। কিন্তু সমস্যা তখন বাড়ে, যখন দলের নাম ও প্রতীক বিমল গুরুংকে ফিরিয়ে দেন বিনয় তামাং । তারপরই নতুন দল তৈরির উদ্যোগ নেন অনিত থাপা ও তাঁর অনুগামীরা ।

আরও পড়ুন : Bimal Gurung-Binay Tamang : বিনয়ের সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি, বললেন বিমল

দার্জিলিং, 26 অগস্ট : আগেই নতুন দল তৈরির কথা ঘোষণা করেছিলেন অনিত থাপা । নতুন দলের নাম ও প্রতীক নিয়ে একাধিকবার কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকও হয়েছে । পাহাড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তাই এবার নতুন দলের নামেও প্রজাতন্ত্র রাখতে চলেছেন অনিত থাপা ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, অনিত থাপার নতুন রাজনৈতিক দলের নাম হতে চলেছে ‘গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’ অর্থাৎ জিপিএম । এদিকে আবার বৃহস্পতিবারই গোর্খা জনমুক্তি মোর্চা-2 থেকে পদত্যাগ করেন অনিত থাপা । দলের প্রাথমিক সদস্য পদের পাশাপাশি দলের কার্যকরী সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি ।

আরও পড়ুন : Toy Train : প্রায় দেড় বছর পর চালু শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা

তবে নতুন দল তৈরির কথা আগে ঘোষণা করার ফলে তাঁকে যে মোর্চা-2 থেকে পদত্যাগ করতে হত, তা একপ্রকার স্পষ্টই ছিল । শুধু তাই নয় । অলোক কান্তমণি থুলুং, কেশবরাজ পোখরেল, কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা-সহ দলের অন্যান্য সদস্যরাও খুব দ্রুত পদত্যাগ করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে ।

anit thapa resign from morcha 2
অনিত থাপার পদত্যাগ পত্র

অনিতের নতুন দলের নাম জিপিএম রাখা নিয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বেশ কয়েক দফার বৈঠক হয় ৷ সেখানেই নামের বিষয়টি চূড়ান্ত হয় বলে জানা গিয়েছে ৷ ওই নামেই সবুজ সংকেত দিয়েছে উপদেষ্টা কমিটির সদস্যরাও । নতুন দলে প্রজাতন্ত্র রেখে নাম দিয়েই পাহাড়বাসী ও মোর্চা থেকে দূরে সরে যাওয়া সদস্যদের দলে টানার প্রচেষ্টা করছেন অনিত অনুগামীরা ।

আরও পড়ুন : Privatization of Toy Train : বেসরকারিকরণের পথে ঐতিহ্যবাহী টয়ট্রেন, প্রতিবাদের উত্তাপ পাহাড়ে

ওই বিষয়ে অবশ্য আগেভাগে মুখ খুলতে চাননি কেউই । অনিত থাপা বলেন, "আমরা নতুন দল গঠনের পক্ষেই ছিলাম । মোর্চা-2 নাম নিয়ে নানা আইনি জটিলতা রয়েছে । সেজন্য নতুন নাম ও প্রতীক রাখা হবে । তবে এই মুহূর্তে কিছু বলা যাবে না । সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আমরা নতুন দল ঘোষণা করব ।"

মোর্চা-2 এর সহ-সভাপতি অলোক কান্তমণি থুলুং বলেন, "নাম আমরা এখনই প্রকাশ্যে আনছি না । তবে নতুনভাবে আমরা অনিত থাপার হাত ধরে পথচলা শুরু করছি । তিনি ইতিমধ্যে মোর্চা থেকে পদত্যাগ করেছেন ।" অনিতের নতুন দল নিয়ে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বিমল গুরুং । তিনি বলেন, "পাহাড়বাসী আমাদের সঙ্গে রয়েছে । ব্যক্তিকেন্দ্রিক দল চলবে না ।"

আরও পড়ুন : Bimal-Binay : বিমল-বিনয়কে 'বিভীষণ-রাবণ' বলে কটাক্ষ বিরোধীদের, নতুন দলের পথে অনিত

সুভাষ ঘিসিংয়ের হাত দিয়ে পাহাড়ে উত্থান হয় জিএনএলএফের । 2007 সালে জিএনএলএফ ভেঙে গোর্খা জনমুক্তি মোর্চা তৈরি করেন বিমল গুরুং । 2017 সালে পৃথক রাজ্যের দাবিকে কেন্দ্র করে পাহাড় উত্তপ্ত হয়ে উঠলে গা ঢাকা দেন বিমল গুরুং । এরপর পাহাড়ের রাশ চলে যায় বিনয় তামাং ও অনিত থাপার হাতে ৷ সেই সময় থেকেই শুরু হয় মোর্চা-2-এর পথচলা ।

কিন্তু পাহাড়ে উপনির্বাচন, লোকসভা ও পরবর্তীতে বিধানসভা নির্বাচনে মোর্চা-2-এর পতন ও বিমল গুরুংয়ের প্রত্যাবর্তনে মোর্চা-2 থেকে সরে আসেন বিনয় তামাং। কিন্তু সমস্যা তখন বাড়ে, যখন দলের নাম ও প্রতীক বিমল গুরুংকে ফিরিয়ে দেন বিনয় তামাং । তারপরই নতুন দল তৈরির উদ্যোগ নেন অনিত থাপা ও তাঁর অনুগামীরা ।

আরও পড়ুন : Bimal Gurung-Binay Tamang : বিনয়ের সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি, বললেন বিমল

Last Updated : Aug 26, 2021, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.