শিলিগুড়ি, 23 জুন : অস্তিত্ব বাঁচিয়ে BJP-কে চাপে রাখতে ফের গোর্খাল্যান্ডের দাবি তুললেন অনিত । গতকাল শিলিগুড়িতে পাহাড়িয়া ভবনের উদ্বোধনে এসে GTA-এর প্রশাসনিক বোর্ড চেয়ারম্যান অনিত থাপা বলেন, "আমাদের মূল লক্ষ্য গোর্খাল্যান্ড । BJP জিতেছে, আমরা হেরেছি । এবার BJP দ্রুত আমাদের আলাদা রাজ্য দিক ।"
শনিবার শিলিগুড়ির হিমাচল বিহারে পাহাড়িয়া ভবনের উদ্বোধনে আসেন GTA প্রশাসনিক বোর্ড চেয়ারম্যান অনিত থাপা । তিনি বলেন, "এটা ঠিক যে দার্জিলিং পৌরসভার 17 কাউন্সিলর BJP-তে গেছেন । কিন্তু তাঁরা দার্জিলিঙে নেই । এই পরিস্থিতিতে রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করে বোর্ড ভেঙেছে । তাই সরকারই এই নিয়ে কিছু বলতে পারবে । আমরা নই । কিন্তু কাউন্সিলররা না থাকায় পৌরসভা অচল হয়ে গেছিল ।"
গোর্খাল্যান্ড প্রসঙ্গে অনিত বলেন, "আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখেই পাহাড়ের মানুষ BJP-কে ভোট দিয়েছে । ওরা জিতেছে । এবারে ওরা পাহাড়ের মানুষের দাবি পূরণ করুক । আমিও একজন গোর্খা । পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান হল গোর্খাল্যান্ড । পরপর তিনবার BJP জিতল । এবার ওদের কাজ করে দেখাতে হবে ।"