ETV Bharat / state

গোর্খাল্যান্ড দিক BJP, বোর্ড ভাঙার দায় সরকারের : অনিত থাপা - bjp

গোর্খাল্যান্ডের দাবি তুলে BJP-কে চাপে রাখতে চাইছে অনিত । বলেন, পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান গোর্খাল্যান্ড ।

পাহাড়িয়া ভবন
author img

By

Published : Jun 23, 2019, 6:38 AM IST

শিলিগুড়ি, 23 জুন : অস্তিত্ব বাঁচিয়ে BJP-কে চাপে রাখতে ফের গোর্খাল্যান্ডের দাবি তুললেন অনিত । গতকাল শিলিগুড়িতে পাহাড়িয়া ভবনের উদ্বোধনে এসে GTA-এর প্রশাসনিক বোর্ড চেয়ারম্যান অনিত থাপা বলেন, "আমাদের মূল লক্ষ্য গোর্খাল্যান্ড । BJP জিতেছে, আমরা হেরেছি । এবার BJP দ্রুত আমাদের আলাদা রাজ্য দিক ।"

শনিবার শিলিগুড়ির হিমাচল বিহারে পাহাড়িয়া ভবনের উদ্বোধনে আসেন GTA প্রশাসনিক বোর্ড চেয়ারম্যান অনিত থাপা । তিনি বলেন, "এটা ঠিক যে দার্জিলিং পৌরসভার 17 কাউন্সিলর BJP-তে গেছেন । কিন্তু তাঁরা দার্জিলিঙে নেই । এই পরিস্থিতিতে রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করে বোর্ড ভেঙেছে । তাই সরকারই এই নিয়ে কিছু বলতে পারবে । আমরা নই । কিন্তু কাউন্সিলররা না থাকায় পৌরসভা অচল হয়ে গেছিল ।"

গোর্খাল্যান্ড প্রসঙ্গে অনিত বলেন, "আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখেই পাহাড়ের মানুষ BJP-কে ভোট দিয়েছে । ওরা জিতেছে । এবারে ওরা পাহাড়ের মানুষের দাবি পূরণ করুক । আমিও একজন গোর্খা । পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান হল গোর্খাল্যান্ড । পরপর তিনবার BJP জিতল । এবার ওদের কাজ করে দেখাতে হবে ।"

শিলিগুড়ি, 23 জুন : অস্তিত্ব বাঁচিয়ে BJP-কে চাপে রাখতে ফের গোর্খাল্যান্ডের দাবি তুললেন অনিত । গতকাল শিলিগুড়িতে পাহাড়িয়া ভবনের উদ্বোধনে এসে GTA-এর প্রশাসনিক বোর্ড চেয়ারম্যান অনিত থাপা বলেন, "আমাদের মূল লক্ষ্য গোর্খাল্যান্ড । BJP জিতেছে, আমরা হেরেছি । এবার BJP দ্রুত আমাদের আলাদা রাজ্য দিক ।"

শনিবার শিলিগুড়ির হিমাচল বিহারে পাহাড়িয়া ভবনের উদ্বোধনে আসেন GTA প্রশাসনিক বোর্ড চেয়ারম্যান অনিত থাপা । তিনি বলেন, "এটা ঠিক যে দার্জিলিং পৌরসভার 17 কাউন্সিলর BJP-তে গেছেন । কিন্তু তাঁরা দার্জিলিঙে নেই । এই পরিস্থিতিতে রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করে বোর্ড ভেঙেছে । তাই সরকারই এই নিয়ে কিছু বলতে পারবে । আমরা নই । কিন্তু কাউন্সিলররা না থাকায় পৌরসভা অচল হয়ে গেছিল ।"

গোর্খাল্যান্ড প্রসঙ্গে অনিত বলেন, "আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখেই পাহাড়ের মানুষ BJP-কে ভোট দিয়েছে । ওরা জিতেছে । এবারে ওরা পাহাড়ের মানুষের দাবি পূরণ করুক । আমিও একজন গোর্খা । পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান হল গোর্খাল্যান্ড । পরপর তিনবার BJP জিতল । এবার ওদের কাজ করে দেখাতে হবে ।"

গোর্খাল্যান্ড দিক বিজেপি, বোর্ড ভাঙার দায় সরকারেরা ; অনিত থাপা




অস্তিত্ব বাচিয়ে বিজেপিকে চাপে রাখতে  ফের গোর্খ্যাল্যান্ডের সওয়াল অনিতের। আজ শিলিগুড়িতে পাহারিয়া ভবনের উদবোধনে এসে জিটিএ প্রশাসনিক বোর্ড চেয়ারম্যান অনিত থাপা বলেন আমাদের মূল লক্ষ গোর্খ্যাল্যান্ড। বিজেপি জিতেছে আমরা হেরেছি। এবার বিজেপি দ্রুত আমাদের আলাদা রাজ্য দিক। 

এদিন শিলিগুড়ির হিমাচল বিহারে পাহারিয়া ভবনের উদবোধনে আসেন  জিটিএ প্রশাসনিক বোর্ড চেয়ারম্যান অনিত থাপা। তিনি বলেন এটা ঠিক, দার্জিলিঙ পৌরসভায় 17 কাউন্সিলর বিজেপিতে গিয়েছেন। কিন্তু  তারা দার্জিলিঙে নেই। এই পরিস্থিতিতে রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করে বোর্ড ভেঙেছে। তাই সরকারই এ নিয়ে কিছু বলতে পারবে। আমরা নই। কিন্তু কাউন্সিলরেরা না থাকায় পৌরসভা অচল হয়ে গিয়েছিল। 

আলাদা রাজ্য প্রসঙ্গে বিজেপির চাপ বাড়িয়ে তিনি বলেন আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখেই পাহারের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। ওরা জিতেছে। এবার ওরা পাহারের মানুষের দাবি পূরন করুক এটাই চাইছি। আমিও একজন গোর্খা। পাহারের সমস্যার স্থায়ি সমাধান গোর্খাল্যা।  পরপর তিনবার বিজেপি জিতল। এবার ওদের কাজ করে দেখাতে হবে। 

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.