ETV Bharat / state

Amit Shah on North Bengal : উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা করছেন মমতা, শিলিগুড়িতে বললেন অমিত শাহ - union home minister is in bengal trip

গোর্খাদের সমস্যা ও পাহাড় সমস্যার সমাধান করতে পারে একমাত্র বিজেপি, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah speaks about hill problem)

amith shah about north bengal
উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা করছেন মমতা বললেন অমিত শাহ
author img

By

Published : May 5, 2022, 11:03 PM IST

শিলিগুড়ি, ৫ মে : রাজ্য সফরে এসে উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah criticises Mamata Banerjee when talking about North Bengal development issue) ৷ শিলিগুড়িতে বিজেপির সম্মান সভার মঞ্চ থেকে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "উত্তরবঙ্গের সঙ্গে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছেন । কেন্দ্র সরকার উত্তরবঙ্গে এইমস দিয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী সেটিকে অন্যত্র নিয়ে যাচ্ছেন । এটা করলেন যাতে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হন৷ এখানে মেট্রো কর্পোরেশন করা হয়নি । কারণ শিলিগুড়ি ও জলপাইগুড়ি যাতে মেট্রো না পায় ৷ দেশের জিডিপিতে রাজ্যের অবদান 30 শতাংশ থেকে কমে 3.3 শতাংশে এসে দাঁড়িয়েছে ।" অমিত শাহের অভিযোগ, রাজ্য সরকার চা বাগানের জমি পর্যটনের জন্য ব্যবহারের অনুমতি দিলেও শ্রমিকদের জমির অধিকার দিতে পারছেন না । উত্তরবঙ্গে কোনও বড় শিল্প আনতে পারেনি সরকার । আদিবাসী, রাজবংশী ও গোর্খাদের জন্য রাজ্য পৃথক ব্যাটেলিয়ন তৈরির প্রতিশ্রুতি দিলেও এখনও তা করেনি ।

আরও পড়ুন : দুর্গাপুজােকে ইউনেস্কোর স্বীকৃতির পিছনে কেন্দ্রের অবদান জিরো, কটাক্ষ মমতার

পাহাড়ের সমস্যা ও গোর্খাদের দাবি প্রসঙ্গে বলতে গিয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,"আমি গোর্খা ভাইবোনদের বলতে চাই, কোনও রাজনৈতিক দল যদি গোর্খাদের জন্য ভাবে সেটা হল বিজেপি । আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সংবিধান মেনে আমরা পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান করব । দিদি, জিটিএ নির্বাচন দিয়ে গোর্খাদের সমস্যার সমাধান হবে না । "

উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা করছেন মমতা, শিলিগুড়িতে বললেন অমিত শাহ

জ্বালানীর মূল্যবৃদ্ধির দায়ও এদিন রাজ্য সরকারের কাঁধে চাপিয়েছেন অমিত শাহ ৷ বলেছেন, "গোটা দেশে সব থেকে বেশি পেট্রলের দাম এরাজ্যে ৷ পেট্রলের দাম 115 টাকা লিটার শুধু মাত্র বাংলাতেই । আর বিজেপি শাসিত রাজ্যে 105 টাকা লিটার । কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 25 টাকা জিএসটি এবং 13 টাকা করে তেল কর নিচ্ছেন । নিজেরা কর কমাবে না ।" উত্তরবঙ্গের উন্নয়নে কেন্দ্র কী কী প্রকল্প হাতে নিয়েছে এদিন সেই পরিসংখ্যানও তুলে ধরেছেন অমিত শাহ ৷ বলেন, "উত্তরবঙ্গের জন্য চার লেনের এলিভেটেড করিডোর কেন্দ্র দিয়েছে । এগারোশো কোটি টাকা খরচ করে করোনেশন সেতু কেন্দ্র তৈরি করছে । তেরশো কোটি টাকা খরচ করে বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণ হবে । 10 নম্বর জাতীয় সড়ককে 800 কোটি টাকা খরচ করে নতুন করে সংস্কার হবে । গোরক্ষপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত 30 হাজার কোটি টাকা খরচ করে 542 কিলোমিটার রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে । সেবক-রংপো রেলপথের কাজ চলছে । এনজেপি স্টেশনের জন্য 350 কোটি টাকা খরচ করা হবে ৷ পর্বতমালা প্রকল্পের মাধ্যমে দার্জিলিং ও কালিম্পংয়ের পর্যটনের উন্নয়ন হবে ।"

শিলিগুড়ি, ৫ মে : রাজ্য সফরে এসে উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah criticises Mamata Banerjee when talking about North Bengal development issue) ৷ শিলিগুড়িতে বিজেপির সম্মান সভার মঞ্চ থেকে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "উত্তরবঙ্গের সঙ্গে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছেন । কেন্দ্র সরকার উত্তরবঙ্গে এইমস দিয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী সেটিকে অন্যত্র নিয়ে যাচ্ছেন । এটা করলেন যাতে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হন৷ এখানে মেট্রো কর্পোরেশন করা হয়নি । কারণ শিলিগুড়ি ও জলপাইগুড়ি যাতে মেট্রো না পায় ৷ দেশের জিডিপিতে রাজ্যের অবদান 30 শতাংশ থেকে কমে 3.3 শতাংশে এসে দাঁড়িয়েছে ।" অমিত শাহের অভিযোগ, রাজ্য সরকার চা বাগানের জমি পর্যটনের জন্য ব্যবহারের অনুমতি দিলেও শ্রমিকদের জমির অধিকার দিতে পারছেন না । উত্তরবঙ্গে কোনও বড় শিল্প আনতে পারেনি সরকার । আদিবাসী, রাজবংশী ও গোর্খাদের জন্য রাজ্য পৃথক ব্যাটেলিয়ন তৈরির প্রতিশ্রুতি দিলেও এখনও তা করেনি ।

আরও পড়ুন : দুর্গাপুজােকে ইউনেস্কোর স্বীকৃতির পিছনে কেন্দ্রের অবদান জিরো, কটাক্ষ মমতার

পাহাড়ের সমস্যা ও গোর্খাদের দাবি প্রসঙ্গে বলতে গিয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,"আমি গোর্খা ভাইবোনদের বলতে চাই, কোনও রাজনৈতিক দল যদি গোর্খাদের জন্য ভাবে সেটা হল বিজেপি । আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সংবিধান মেনে আমরা পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান করব । দিদি, জিটিএ নির্বাচন দিয়ে গোর্খাদের সমস্যার সমাধান হবে না । "

উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা করছেন মমতা, শিলিগুড়িতে বললেন অমিত শাহ

জ্বালানীর মূল্যবৃদ্ধির দায়ও এদিন রাজ্য সরকারের কাঁধে চাপিয়েছেন অমিত শাহ ৷ বলেছেন, "গোটা দেশে সব থেকে বেশি পেট্রলের দাম এরাজ্যে ৷ পেট্রলের দাম 115 টাকা লিটার শুধু মাত্র বাংলাতেই । আর বিজেপি শাসিত রাজ্যে 105 টাকা লিটার । কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 25 টাকা জিএসটি এবং 13 টাকা করে তেল কর নিচ্ছেন । নিজেরা কর কমাবে না ।" উত্তরবঙ্গের উন্নয়নে কেন্দ্র কী কী প্রকল্প হাতে নিয়েছে এদিন সেই পরিসংখ্যানও তুলে ধরেছেন অমিত শাহ ৷ বলেন, "উত্তরবঙ্গের জন্য চার লেনের এলিভেটেড করিডোর কেন্দ্র দিয়েছে । এগারোশো কোটি টাকা খরচ করে করোনেশন সেতু কেন্দ্র তৈরি করছে । তেরশো কোটি টাকা খরচ করে বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণ হবে । 10 নম্বর জাতীয় সড়ককে 800 কোটি টাকা খরচ করে নতুন করে সংস্কার হবে । গোরক্ষপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত 30 হাজার কোটি টাকা খরচ করে 542 কিলোমিটার রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে । সেবক-রংপো রেলপথের কাজ চলছে । এনজেপি স্টেশনের জন্য 350 কোটি টাকা খরচ করা হবে ৷ পর্বতমালা প্রকল্পের মাধ্যমে দার্জিলিং ও কালিম্পংয়ের পর্যটনের উন্নয়ন হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.