ETV Bharat / state

চকোলেটের লোভ দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন, ধৃত বৃদ্ধ - চকোলেটের প্রলোভন দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন

চকোলেটের লোভ দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তার বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে ।

ছবি
author img

By

Published : Oct 17, 2019, 10:22 PM IST

Updated : Oct 17, 2019, 10:30 PM IST

দার্জিলিং, 17 অক্টোবর : চকোলেটের প্রলোভন দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ দার্জিলিংয়ের রংলির ঘটনা । অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

নাবালিকার বাড়িতে যাতায়াত ছিল বৃদ্ধের ৷ নাতনির সঙ্গে ঠাট্টা, কখনও চকোলেট খাওয়ানো এসব লেগেই থাকত ৷ নাবালিকার বাবা-মা রাজমিস্ত্রির কাজ করতেন ৷ প্রায়দিনই নাবালিকাকে বাড়িতে রেখে কাজে বেরিয়ে যেতেন তাঁরা ৷ বিষয়টি ভালোভাবে লক্ষ্য করেছিল বৃদ্ধ ৷ দিনদুয়েক আগে সেই সুযোগেই বাড়ি আসে সে ৷ নাবালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে কাছে ডাকে ৷ পরে বিষয়টি জানাজানি হতেই সন্দেহ যায় ওই প্রতিবেশীর দিকে ৷ সে দিন স্থানীয়দের একাংশ বৃদ্ধকে ঘরে ঢুকতে দেখেছিল ৷ খবর দেওয়া পুলিশে ৷ পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে ৷

আজ অভিযুক্তকে দার্জিলিং আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে । ডাক্তারি পরীক্ষার জন্য দার্জিলিং হাসপাতালে ভর্তি করা হয়েছে নাবালিকাকে ৷ বৃদ্ধের বিরুদ্ধে POCSO আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে ।

পাশাপাশি, নাবালিকাকে যৌন হেনস্থার আরও একটি ঘটনা ঘটেছে ৷ এই ঘটনাতেও দার্জিলিং মহিলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে । দার্জিলিং মহিলা থানার OC বন্দনা প্রধান বলেন, "তদন্তের স্বার্থে এখনই ওই ঘটনার বিস্তারিত বলা সম্ভব নয় । অভিযুক্তের সন্ধান চলছে । তাকে গ্রেপ্তার করলেই বিস্তারিত বলা সম্ভব ।"

দার্জিলিং, 17 অক্টোবর : চকোলেটের প্রলোভন দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ দার্জিলিংয়ের রংলির ঘটনা । অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

নাবালিকার বাড়িতে যাতায়াত ছিল বৃদ্ধের ৷ নাতনির সঙ্গে ঠাট্টা, কখনও চকোলেট খাওয়ানো এসব লেগেই থাকত ৷ নাবালিকার বাবা-মা রাজমিস্ত্রির কাজ করতেন ৷ প্রায়দিনই নাবালিকাকে বাড়িতে রেখে কাজে বেরিয়ে যেতেন তাঁরা ৷ বিষয়টি ভালোভাবে লক্ষ্য করেছিল বৃদ্ধ ৷ দিনদুয়েক আগে সেই সুযোগেই বাড়ি আসে সে ৷ নাবালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে কাছে ডাকে ৷ পরে বিষয়টি জানাজানি হতেই সন্দেহ যায় ওই প্রতিবেশীর দিকে ৷ সে দিন স্থানীয়দের একাংশ বৃদ্ধকে ঘরে ঢুকতে দেখেছিল ৷ খবর দেওয়া পুলিশে ৷ পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে ৷

আজ অভিযুক্তকে দার্জিলিং আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে । ডাক্তারি পরীক্ষার জন্য দার্জিলিং হাসপাতালে ভর্তি করা হয়েছে নাবালিকাকে ৷ বৃদ্ধের বিরুদ্ধে POCSO আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে ।

পাশাপাশি, নাবালিকাকে যৌন হেনস্থার আরও একটি ঘটনা ঘটেছে ৷ এই ঘটনাতেও দার্জিলিং মহিলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে । দার্জিলিং মহিলা থানার OC বন্দনা প্রধান বলেন, "তদন্তের স্বার্থে এখনই ওই ঘটনার বিস্তারিত বলা সম্ভব নয় । অভিযুক্তের সন্ধান চলছে । তাকে গ্রেপ্তার করলেই বিস্তারিত বলা সম্ভব ।"

Intro:বাড়িতে ঢুকে চকলেটের প্রলোভন দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন, ধৃত বৃদ্ধ

দার্জিলিং, 17 অক্টোবর : বাড়িতে ঢুকে চকোলেটের প্রলোভন দিয়ে এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা এবার দার্জিলিং পাহাড়ে । অভিযুক্ত বৃদ্ধ। দার্জিলিংয়ের রংলি থানা এলাকার তাকদার ঘটনা । এঘটনায় অভিযুক্ত ডম্বর রাই নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতের বিরুদ্ধে পোকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে রংলি থানার ওসি তপন পাল জনিয়েছেন । তিনি বলেন, ঘটনাটি ঘটে দু' দিন আগে। বাড়িতে ঢুকে ওই নাবালিকাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থার অভিযোগ মিলতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । এদিকে নাবালিকা যৌন নির্যাতনের আরও একটি ঘটনা ঘটেছে দার্জিলিং শহরে । এই মর্মে দার্জিলিং মহিলা থানায় মামলা বুধবার রুজু হয়েছে । Body:পুলিশ সুত্রে জানা গেছে, অভিযুক্ত ওই নাবালিকার বাবা -মা রাজমিস্ত্রির কাজ করেন । ঘটনার দিন তাঁরা কাজে গিয়েছিলেন। ওই সুযোগে প্রতিবেশী ওই ব্যক্তি বাড়িতে ঢুকে অপকর্ম করে । ঘটনার জেরে ওই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে । কেননা এভাবে বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা ।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই পোকসো আইনের নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে । অভিযুক্তকে গ্রেপ্তার করে দার্জিলিং আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়ে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । ওই নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য দার্জিলিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। । Conclusion:
এদিকে নাবালিকাকে যৌন হেনস্থার আরও একটি ঘটনা ঘটেছে পাহাড়ে। এক্ষেত্রেও পোকসো আইনে মামলা রুজু হয়েছে দার্জিলিং মহিলা থানায় । দার্জিলিং মহিলা থানার ওসি বন্দনা প্রধান বলেন, তদন্তের স্বার্থে এখনই ওই ঘটনার বিস্তারিত বলা সম্ভব নয় । অভিযুক্তকে খোঁজা হচ্ছে । তাকে গ্রেপ্তার করলেই বিস্তারিত বলা সম্ভব ।
Last Updated : Oct 17, 2019, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.