দার্জিলিং, 17 অক্টোবর : চকোলেটের প্রলোভন দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ দার্জিলিংয়ের রংলির ঘটনা । অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
নাবালিকার বাড়িতে যাতায়াত ছিল বৃদ্ধের ৷ নাতনির সঙ্গে ঠাট্টা, কখনও চকোলেট খাওয়ানো এসব লেগেই থাকত ৷ নাবালিকার বাবা-মা রাজমিস্ত্রির কাজ করতেন ৷ প্রায়দিনই নাবালিকাকে বাড়িতে রেখে কাজে বেরিয়ে যেতেন তাঁরা ৷ বিষয়টি ভালোভাবে লক্ষ্য করেছিল বৃদ্ধ ৷ দিনদুয়েক আগে সেই সুযোগেই বাড়ি আসে সে ৷ নাবালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে কাছে ডাকে ৷ পরে বিষয়টি জানাজানি হতেই সন্দেহ যায় ওই প্রতিবেশীর দিকে ৷ সে দিন স্থানীয়দের একাংশ বৃদ্ধকে ঘরে ঢুকতে দেখেছিল ৷ খবর দেওয়া পুলিশে ৷ পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে ৷
আজ অভিযুক্তকে দার্জিলিং আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে । ডাক্তারি পরীক্ষার জন্য দার্জিলিং হাসপাতালে ভর্তি করা হয়েছে নাবালিকাকে ৷ বৃদ্ধের বিরুদ্ধে POCSO আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে ।
পাশাপাশি, নাবালিকাকে যৌন হেনস্থার আরও একটি ঘটনা ঘটেছে ৷ এই ঘটনাতেও দার্জিলিং মহিলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে । দার্জিলিং মহিলা থানার OC বন্দনা প্রধান বলেন, "তদন্তের স্বার্থে এখনই ওই ঘটনার বিস্তারিত বলা সম্ভব নয় । অভিযুক্তের সন্ধান চলছে । তাকে গ্রেপ্তার করলেই বিস্তারিত বলা সম্ভব ।"