ETV Bharat / state

Hospital Vandalized: উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ - উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসায় গাফিলতি

রোগীর মৃত্যুর কারণে উত্তাল হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ মৃতার আত্মীয়দের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই রোগীর মৃত্যু হয়েছে (Allegation of Patient Death due to Medical Negligence) ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

Hospital Vandalized
উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ
author img

By

Published : Jul 16, 2022, 9:56 PM IST

শিলিগুড়ি, 16 জুলাই: চিকিৎসার গাফিলতির কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে (Allegation of Patient Death due to Medical Negligence) । মেডিক্যাল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে । যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চন্দনা পাল দাস । তিনি ফালাকাটার বাসিন্দা । গত 8 জুলাই তাঁর পরিবার তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজে ভর্তি করে । তাঁর কিডনিজনিত সমস্যা ছিল । মৃতার মেয়ে অম্পাশ্রী দাসের অভিযোগ, ভর্তি করার পর থেকে চিকিৎসা সঠিকভাবে হয়নি । শনিবার চিকিৎসক দেখতে আসার পর রোগীকে একটি ইনজেকশন দিতেই কয়েক মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয় । তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি ।

তিনি বলেন, "পুরোপুরি ভুল চিকিৎসা করা হয়েছে মায়ের । সঠিকভাবে ডায়ালেসিস করানো হয়নি । এদিন ইনজেকশন দেওয়ার পর চিকিৎসক বলেন 10 মিনিটের মধ্যে রোগী কোনও সাড়া না-দিলে তার প্রাণ বাঁচানো যাবে না । কিন্তু ইনজেকশন দিতেই মায়ের মৃত্যু হল । তা কেন হবে ? এখানে রোগী ও তাঁর পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় । আমি চাই, আমার মায়ের চিকিৎসায় যে সমস্ত চিকিৎসক, নার্সেরা জড়িত ছিল তাঁদের সকলের শাস্তি হোক ।"

আরও পড়ুন : হাসপাতাল ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত চিকিৎসকরা, দাবি নিরাপত্তার

পুরো অভিযোগ অস্বীকার করেছেন মেডিক্যাল কলেজের সুপার সঞ্জয় মল্লিক । তিনি বলেন, "মৃতার ডায়বেটিস, কিডনিতে সমস্যা, হার্ট সমস্যা ও মেলিনা রোগ ছিল । রোগীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় । পরীক্ষায় রোগীর সেপসিস ও হার্ট বিকল হয়, ফলে রোগীর মৃত্যু হয় । এখানে চিকিৎসকের গাফিলতির কোনও প্রশ্নই ওঠে না । সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে যাওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে । এমতবস্থায় চিকিৎসকের কিছু করার থাকে না ।"

শিলিগুড়ি, 16 জুলাই: চিকিৎসার গাফিলতির কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে (Allegation of Patient Death due to Medical Negligence) । মেডিক্যাল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে । যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চন্দনা পাল দাস । তিনি ফালাকাটার বাসিন্দা । গত 8 জুলাই তাঁর পরিবার তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজে ভর্তি করে । তাঁর কিডনিজনিত সমস্যা ছিল । মৃতার মেয়ে অম্পাশ্রী দাসের অভিযোগ, ভর্তি করার পর থেকে চিকিৎসা সঠিকভাবে হয়নি । শনিবার চিকিৎসক দেখতে আসার পর রোগীকে একটি ইনজেকশন দিতেই কয়েক মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয় । তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি ।

তিনি বলেন, "পুরোপুরি ভুল চিকিৎসা করা হয়েছে মায়ের । সঠিকভাবে ডায়ালেসিস করানো হয়নি । এদিন ইনজেকশন দেওয়ার পর চিকিৎসক বলেন 10 মিনিটের মধ্যে রোগী কোনও সাড়া না-দিলে তার প্রাণ বাঁচানো যাবে না । কিন্তু ইনজেকশন দিতেই মায়ের মৃত্যু হল । তা কেন হবে ? এখানে রোগী ও তাঁর পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় । আমি চাই, আমার মায়ের চিকিৎসায় যে সমস্ত চিকিৎসক, নার্সেরা জড়িত ছিল তাঁদের সকলের শাস্তি হোক ।"

আরও পড়ুন : হাসপাতাল ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত চিকিৎসকরা, দাবি নিরাপত্তার

পুরো অভিযোগ অস্বীকার করেছেন মেডিক্যাল কলেজের সুপার সঞ্জয় মল্লিক । তিনি বলেন, "মৃতার ডায়বেটিস, কিডনিতে সমস্যা, হার্ট সমস্যা ও মেলিনা রোগ ছিল । রোগীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় । পরীক্ষায় রোগীর সেপসিস ও হার্ট বিকল হয়, ফলে রোগীর মৃত্যু হয় । এখানে চিকিৎসকের গাফিলতির কোনও প্রশ্নই ওঠে না । সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে যাওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে । এমতবস্থায় চিকিৎসকের কিছু করার থাকে না ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.