শিলিগুড়ি, 14 ডিসেম্বর: ফের একবার চরম বিশৃঙ্খলা ও বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University)। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ও ভানুমঞ্চে বিশ্ববিদ্যালয়ের উন্নতিকরণে একটি ওপেন হাউজ ফোরাম বা মুক্তমঞ্চে আলোচনার ডাক দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Open House Discussion in North Bengal University)।
ওই আলোচনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, প্রাক্তনী থেকে সাধারণ এলাকাবাসীরা। আলোচনা সভায় মূলত বিশ্ববিদ্যালয়ের অভাব, অভিযোগ-সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু এদিন আলোচনা শুরু হতেই প্রথমে আলোচনা সভাটি অডিটোরিয়ামের বাইরে এবং পরে বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তরের প্রশ্ন উঠতেই চরম বিক্ষোভ শুরু হয়। ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তনী থেকে বিশ্ববিদ্যালয়ের একাংশ। যার ফলে ভেস্তে যায় আলোচনা সভাটি। আসন ছেড়ে মঞ্চে উঠে যান বিক্ষোভকারীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, "আলোচনা সভাটির জন্য অডিটোরিয়ামে জায়গা হচ্ছিল না। আমরা দাবি তুলেছিলাম যে সভাটি বাইরে করার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি সংস্থার হাতে হস্তান্তরের প্রশ্ন তোলা হয়। সেসবের কোনও উত্তর দিতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার ফলে বিক্ষোভ শুরু হয়। আমরা জমি হস্তান্তরের প্রক্রিয়ার তীব্র বিরোধীতা জানাই।"
আরও পড়ুন: 'অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবিত নই', বললেন ওমপ্রকাশ মিশ্র
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র (Om Prakash Mishra) এ বিষয়ে বলেন, "শুধু রাজ্যে নয়। দেশের মধ্যে সম্ভবত প্রথম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওপেন হাউজ ফোরাম আয়োজন করা হয়েছিল। কিন্তু কিছু মানুষ তা ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে। আমাকে আঘাত করারও চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা এখানে থেমে থাকব না। এবার থেকে ওপেন হাউজ প্রতিটা বিভাগে করা হবে।"