দার্জিলিং, 11 অগাস্ট : কোরোনা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে । সংক্রমণ রুখতে রবিবার পর্যন্ত দুই দফার সাপ্তাহিক লকডাউন চলেছে । আনলক হতেই সোমবার থেকে চেনা ছন্দে ফিরেছে দার্জিলিং । খুলেছে দোকানপাট, বাজারঘাট । রাস্তায় যানবাহন চলাচল করছে । গতকাল এমনই দৃশ্য ধরা পড়ল পাহাড়ে ।
দার্জিলিঙে কোরোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে । ইতিমধ্যে সংক্রমণের দিক দিয়ে উত্তরবঙ্গে মালদাকে পিছনে রেখে প্রথম স্থানে উঠে এসেছে দার্জিলিং । এখনও পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজারের কাছে । মৃত্যুর নিরিখে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দার্জিলিং ।
দার্জিলিং পার্বত্য এলাকায় এবার নতুন করে কোরোনা নিয়ে উদ্বেগ বাড়ছে কালিম্পং জেলা । এই জেলায় মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা প্রায় 200 জন । এই পরিস্থিতিতে দার্জিলিং পার্বত্য এলাকার পৌর এলাকায় দুই দফায় সাপ্তাহিক লকডাউন রবিবারই শেষ হয়েছে । কোরোনা ভীতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে পাহাড় ।