ETV Bharat / state

GTA Election: নির্বাচন ঘোষণার পর আদালত হস্তক্ষেপ করতে পারে না, জিটিএ নিয়ে হাইকোর্টে জানাল রাজ্য

জিটিএ নির্বাচন(GTA Election) প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে আদালত হস্তক্ষেপ করতে পারে না, হাইকোর্টে উল্লেখ করলেন এজি (Advocate General)৷

Advocate General about GTA election on High Court
High Court
author img

By

Published : Jun 21, 2022, 10:13 PM IST

কলকাতা, 21 জুন: জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এর নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না বলে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জানান অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । যদিও মামলাকারী জিএনএলএফ-এর তরফে আইনজীবীর সুবীর সান্যাল বলেন, "1988 সালে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল তৈরি হয়েছিল । সেই কারণে সংবিধান সংশোধন করা হয়েছিল । কিন্তু 2011 সালে সংবিধান সংশোধন না করেই রাজ্য সরকার জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) তৈরি করে, যা সম্পূর্ণ অসাংবিধানিক ।"

কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন অবকাশ-এর আগে জিটিএ নির্বাচন(GTA Election) স্থগিত রাখার দাবিতে পাহাড়ের বেশ কয়েকটি সংগঠন মামলা দায়ের করেছিল । কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা গত 19 মে এক নির্দেশে জানায়, জিটিএ নির্বাচনের ওপর আদালত কোন বিধি-নিষেধ আরোপ করছে না । তবে নির্বাচনের ফলাফল এই মামলার ওপর নির্ভর করবে ।

ইতিমধ্যে রাজ্য সরকার পাহাড়ের নির্বাচন ঘোষণা করে দিয়েছে । 26 জুন পাহাড়ে নির্বাচন করা হবে । এই নির্বাচন অবৈধ । এর বিরুদ্ধে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই ইতিমধ্যে 26 জুন নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে কোনওভাবেই নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না ।"

তিনি আরও বলেন, "2012 সালে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচন সংগঠিত হয়েছিল। 2017 সাল পর্যন্ত সেই নির্বাচনের বৈধতা ছিল । বর্তমানে পাহাড়ে প্রশাসন পরিচালনা করার জন্য প্রশাসক বসানো রয়েছে । রাজ্যের সমস্ত স্থানীয় প্রশাসন গুলোতে নির্বাচন করে ইতিমধ্যেই বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে । জিটিএ নির্বাচন করতেও রাজ্য বাধ্য । নির্বাচন স্থগিত রাখার প্রশ্নই ওঠে না । পোস্টাল ভোটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । নির্বাচন প্রক্রিয়ার ওপরে যেহেতু কোন স্থগিতাদেশ নেই এই মুহূর্তে, আদালতের এই মামলায় কোন নির্দেশ দান করা উচিত নয় (Advocate General about GTA election on High Court)।"

আরও পড়ুন : HC on GTA Election : জিটিএ-র নির্বাচনী ফলের ভবিষ্যৎ নির্ভর করবে হাইকোর্টের রায়ের উপর

উল্লেখ্য, মামলাটির এর আগে শুনানি চলছিল বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চে । বর্তমানে মামলাটি বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে স্থানান্তর করা হয়েছে । ফলে মামলার নথিপত্র এখনও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য কাছে এসে পৌঁছয়নি ৷ সেই কারণে মঙ্গলবার মামলাটির সম্পূর্ণ শুনানি করা সম্ভব হয়নি । আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি করা হবে ।

কলকাতা, 21 জুন: জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এর নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না বলে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জানান অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । যদিও মামলাকারী জিএনএলএফ-এর তরফে আইনজীবীর সুবীর সান্যাল বলেন, "1988 সালে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল তৈরি হয়েছিল । সেই কারণে সংবিধান সংশোধন করা হয়েছিল । কিন্তু 2011 সালে সংবিধান সংশোধন না করেই রাজ্য সরকার জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) তৈরি করে, যা সম্পূর্ণ অসাংবিধানিক ।"

কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন অবকাশ-এর আগে জিটিএ নির্বাচন(GTA Election) স্থগিত রাখার দাবিতে পাহাড়ের বেশ কয়েকটি সংগঠন মামলা দায়ের করেছিল । কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা গত 19 মে এক নির্দেশে জানায়, জিটিএ নির্বাচনের ওপর আদালত কোন বিধি-নিষেধ আরোপ করছে না । তবে নির্বাচনের ফলাফল এই মামলার ওপর নির্ভর করবে ।

ইতিমধ্যে রাজ্য সরকার পাহাড়ের নির্বাচন ঘোষণা করে দিয়েছে । 26 জুন পাহাড়ে নির্বাচন করা হবে । এই নির্বাচন অবৈধ । এর বিরুদ্ধে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই ইতিমধ্যে 26 জুন নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে কোনওভাবেই নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না ।"

তিনি আরও বলেন, "2012 সালে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচন সংগঠিত হয়েছিল। 2017 সাল পর্যন্ত সেই নির্বাচনের বৈধতা ছিল । বর্তমানে পাহাড়ে প্রশাসন পরিচালনা করার জন্য প্রশাসক বসানো রয়েছে । রাজ্যের সমস্ত স্থানীয় প্রশাসন গুলোতে নির্বাচন করে ইতিমধ্যেই বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে । জিটিএ নির্বাচন করতেও রাজ্য বাধ্য । নির্বাচন স্থগিত রাখার প্রশ্নই ওঠে না । পোস্টাল ভোটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । নির্বাচন প্রক্রিয়ার ওপরে যেহেতু কোন স্থগিতাদেশ নেই এই মুহূর্তে, আদালতের এই মামলায় কোন নির্দেশ দান করা উচিত নয় (Advocate General about GTA election on High Court)।"

আরও পড়ুন : HC on GTA Election : জিটিএ-র নির্বাচনী ফলের ভবিষ্যৎ নির্ভর করবে হাইকোর্টের রায়ের উপর

উল্লেখ্য, মামলাটির এর আগে শুনানি চলছিল বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চে । বর্তমানে মামলাটি বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে স্থানান্তর করা হয়েছে । ফলে মামলার নথিপত্র এখনও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য কাছে এসে পৌঁছয়নি ৷ সেই কারণে মঙ্গলবার মামলাটির সম্পূর্ণ শুনানি করা সম্ভব হয়নি । আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.