নকশালবাড়ি, 14 ফেব্রুয়ারি: এক নাবালিকাকে লাগাতার ধর্ষণ ! প্রতিবেশীদের হাতে ধরা পড়তেই থানায় আত্মসমর্পণ অভিযুক্তের । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে । অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশ । ঘটনাটি শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের (Naxalbari Minor Girl Rape Case)৷ অভিযুক্তের নাম সুনীল বর্মন ৷ বয়স 48 ৷
অভিযোগ, প্রায় এক বছর ধরে প্রলোভন দেখিয়ে আট বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করছিল পেশায় শ্রমিক ওই অভিযুক্ত । একই এলাকায় বাড়ি নাবালিকার ৷ তার বাবা ও মা দু'জনেই শ্রমিকের কাজ করেন । সম্প্রতি জানুয়ারি মাসে এলাকায় রাতে অনুষ্ঠান চলার সময়েও ওই নাবালিকালে ধর্ষণ করে বলে অভিযোগ । এমনকী ঘটনার কথা কাউকে বললে প্রাণে মারার ভয় দেখাত ও প্রতিদিন 20 টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকার মুখ বন্ধ রাখতে বলেছিল অভিযুক্ত ৷
বাড়ির অবস্থা তেমন না-হওয়ায় নাবালিকা ভয়ে মাকে কিছু জানাতে পারেনি ৷ মাঝে শারীরিক অসুস্থতা বোধ করে নাবালিকা । এই বিষয়ে স্কুলের দিদিমণি জিজ্ঞাসা করলেও ভয়ে বিষয়টি চেপে যায় সে ৷ একরকম শারীরিক কষ্ট নিয়ে দিনের পর দিন সে হাসিমুখে থাকত সবার সামনে ৷ সোমবার রাতেও নাবালিকাকে ডেকে পাঠিয়েছিল অভিযুক্ত । এরপর প্রতিবেশীর বাড়িতে গিয়ে কাঁদতে কাঁদতে নাবালিকা বিষয়টি বলে ফেলে ৷ রাতে পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় অভিযুক্ত । পরদিন সকালে স্থানীয় অঙ্গনওয়ারি কেন্দ্রে বিষয়টি নিয়ে আলোচনার পর এলাকাবাসীরা থানায় অভিযোগ দায়ের করে ৷ এরপরই বাগডোগরা থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত ।
এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।" প্রতিবেশীর বক্তব্য, "রাতে আমাদের বিষয়টি জানায় নাবালিকা । আমাদের দাবি আগে অভিযুক্তকে আমাদের গ্রামে নিয়ে আসা হোক । না হলে জামিন পেয়ে ফের একই ধরনের ঘটনা ঘটাবে । আর ওকে দেখে অন্যান্যরাও সাহস পেয়ে যাবে । তাই কড়া শাস্তি হতে হবে ওর ।" স্থানীয় অঙ্গনওয়ারি কেন্দ্রের সহায়িকার কথায়,"নাবালিকা আমাদের অঙ্গনওয়ারি কেন্দ্রের ছাত্রী । বিষয়টি জানা মাত্র আমি তাকে জিজ্ঞেস করি । আমাকে সব জানায় । ওর আগেও একাধিকবার খারাপ কাজ করেছে ওই ব্যক্তি । কোনওভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনা । আমরা অভিযোগ করেছি। অভিযুক্তের কড়া শাস্তি হওয়া উচিৎ ।"
আরও পড়ুন : নাবালিকা ধর্ষণকাণ্ডে আত্মসমর্পণ অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতার, 14 দিনের জেল হেফাজত