শিলিগুড়ি, 13 সেপ্টেম্বর : টিফিন টাইমে কবাডি খেলতে গিয়ে মাঠে অচৈতন্য হয়ে পড়ে এক ছাত্র ৷ তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা ৷
মৃতের নাম সৌম্যদীপ ব্যানার্জি ৷ বাড়ি শিলিগুড়ির সেবক রোডে ৷ সে ক্লাস এইটের ছাত্র ৷ আজ টিফিন টাইমে বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠেই খেলছিল সৌম্যদীপ ৷ কবাডি খেলার সময় আচমকাই মাঠে অজ্ঞান হয়ে পড়ে যায় ৷ মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে দেখে সহপাঠীরা শিক্ষক-শিক্ষিকাদের খবর দেয় ৷ সেবক রোডের একটি নার্সিংহোমে সৌম্যদীপকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনা প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের তরফে সেলিম জন সাদিক বলেন, "খুবই দুঃখজনক ঘটনা ৷ যদিও আমরা আপ্রাণ চেষ্টা করেছি ওকে বাঁচানোর ৷ প্রথমে ভেবেছিলাম সৌম্যদীপ মৃগীরোগে আক্রান্ত হয়েছে ৷ সঙ্গে সঙ্গে ওর বাড়িতে খবর দেওয়ার পাশাপাশি ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু লাভ হল না ৷"
আরও পড়ুন : বন্ধ মিড ডে মিল, প্রধান শিক্ষককে ঘেরাও পড়ুয়াদের
ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সৌম্যদীপের বাবা-মা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ যদিও ওই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷