ETV Bharat / state

টিফিনে কবাডি খেলার সময় মৃত্যু ছাত্রর - a student death during tiffin time

টিফিন টাইমে বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠেই খেলছিল সৌম্যদীপ ৷ কবাডি খেলার সময় আচমকাই মাঠে অজ্ঞান হয়ে পড়ে যায় সে ৷ সৌম্যদীপকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷

মৃত সৌম্যদীপ
author img

By

Published : Sep 13, 2019, 9:11 PM IST

Updated : Sep 13, 2019, 9:25 PM IST

শিলিগুড়ি, 13 সেপ্টেম্বর : টিফিন টাইমে কবাডি খেলতে গিয়ে মাঠে অচৈতন্য হয়ে পড়ে এক ছাত্র ৷ তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা ৷

মৃতের নাম সৌম্যদীপ ব্যানার্জি ৷ বাড়ি শিলিগুড়ির সেবক রোডে ৷ সে ক্লাস এইটের ছাত্র ৷ আজ টিফিন টাইমে বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠেই খেলছিল সৌম্যদীপ ৷ কবাডি খেলার সময় আচমকাই মাঠে অজ্ঞান হয়ে পড়ে যায় ৷ মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে দেখে সহপাঠীরা শিক্ষক-শিক্ষিকাদের খবর দেয় ৷ সেবক রোডের একটি নার্সিংহোমে সৌম্যদীপকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনা প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের তরফে সেলিম জন সাদিক বলেন, "খুবই দুঃখজনক ঘটনা ৷ যদিও আমরা আপ্রাণ চেষ্টা করেছি ওকে বাঁচানোর ৷ প্রথমে ভেবেছিলাম সৌম্যদীপ মৃগীরোগে আক্রান্ত হয়েছে ৷ সঙ্গে সঙ্গে ওর বাড়িতে খবর দেওয়ার পাশাপাশি ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু লাভ হল না ৷"

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : বন্ধ মিড ডে মিল, প্রধান শিক্ষককে ঘেরাও পড়ুয়াদের

ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সৌম্যদীপের বাবা-মা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ যদিও ওই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷

শিলিগুড়ি, 13 সেপ্টেম্বর : টিফিন টাইমে কবাডি খেলতে গিয়ে মাঠে অচৈতন্য হয়ে পড়ে এক ছাত্র ৷ তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা ৷

মৃতের নাম সৌম্যদীপ ব্যানার্জি ৷ বাড়ি শিলিগুড়ির সেবক রোডে ৷ সে ক্লাস এইটের ছাত্র ৷ আজ টিফিন টাইমে বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠেই খেলছিল সৌম্যদীপ ৷ কবাডি খেলার সময় আচমকাই মাঠে অজ্ঞান হয়ে পড়ে যায় ৷ মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে দেখে সহপাঠীরা শিক্ষক-শিক্ষিকাদের খবর দেয় ৷ সেবক রোডের একটি নার্সিংহোমে সৌম্যদীপকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনা প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের তরফে সেলিম জন সাদিক বলেন, "খুবই দুঃখজনক ঘটনা ৷ যদিও আমরা আপ্রাণ চেষ্টা করেছি ওকে বাঁচানোর ৷ প্রথমে ভেবেছিলাম সৌম্যদীপ মৃগীরোগে আক্রান্ত হয়েছে ৷ সঙ্গে সঙ্গে ওর বাড়িতে খবর দেওয়ার পাশাপাশি ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু লাভ হল না ৷"

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : বন্ধ মিড ডে মিল, প্রধান শিক্ষককে ঘেরাও পড়ুয়াদের

ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সৌম্যদীপের বাবা-মা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ যদিও ওই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷

Intro:

টিফন পিরিয়ডে কবাডি খেলতে গিয়ে মৃত্যু ছাত্রের, দুঃখ প্রকাশ স্কুল কতৃপক্ষের!

শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বরঃ টিফিন পিরিয়ডে কবাডি খেলতে গিয়ে অচৈতন্য হয়ে খেলার মাঠে পড়ে গেল অষ্টম শ্রেনীর ছাত্র সৌম্যদীপ ব্যানার্জী। গ্যাজলা বেরতে থাকে মুখ দিয়ে। এরপরেই ওই ছাত্রকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে শোকাচ্ছন্ন হয়ে পড়েন মৃত ছাত্রের পরিবার। অন্যদিকে, এদিনের ঘটনায় দুঃখপ্রকাশ করেন স্কুল কতৃপক্ষ।

Body:শিলিগুড়ির সেবকরোড এলাকার বাসিন্দা সৌম্যদীপ ব্যানার্জী। পড়াশুনোয় আগ্রহ ছিল যথেষ্ট। পাশাপাশি মন ছিল খেলাধূলোতেও। এদিনও অফ পিরিয়ডে খেলায় মেতেছিল বন্ধুদের সঙ্গে। খেলা চলাকালীন আচমকাই মাঠে পড়ে যায়। এরপরেই মুখ দিয়ে বেরতে থাকে গ্যাজলা। দ্রুত তাকে সেবকরোডের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকেরা জানান ছাত্রটি মৃত্যু হয়েছে অনেক আগেই।

ঘটনা প্রসঙ্গে স্কুল কতৃপক্ষের তরফে সেলিম জন সাদিক বলেন, খুবই দুঃখজনক ঘটনা। যদিও আমরা আপ্রান চেষ্টা করেছি বাঁচানোর। প্রথম্র ভেবেছিলাম মৃগীরোগে আক্রান্ত। তবে ক্ষনিকের মধ্যে বিষয়টি বেগতিক দেখে পরিবারে খবর দেওয়ার পাশাপাশি তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু লাভ হল না।


Conclusion:ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন বাবা মা। তারা এবিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কোন মন্তব্য করতে নারাজ। অন্যদিকে, পুলিশ ঘটনাস্থানে পৌঁছে খোঁজ খবর শুরু করেছে। যদিও ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি এখনও।
Last Updated : Sep 13, 2019, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.