ETV Bharat / state

Bomb Suspicion : নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে লাল কাপড়ে মোড়া বস্তু ঘিরে বোমাতঙ্ক - শিলিগুড়ি

আজ স্বাধীনতা দিবস ৷ দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝে আতঙ্ক ছড়াল নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ৷ যদিও সেটি নিষ্ক্রিয় করে রেলের ফাঁকা জমিতে ফেলে আসা হয়েছে ৷

বোমাতঙ্ক রেল স্টেশনে
বোমাতঙ্ক রেল স্টেশনে
author img

By

Published : Aug 15, 2021, 1:06 PM IST

Updated : Aug 15, 2021, 1:52 PM IST

নিউ জলপাইগুড়ি, 15 অগস্ট : স্বাধীনতা দিবসে বোমাতঙ্ক । আজ সকালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ঢোকার মুখে লাল কাপড়ে মোড়ানো গোলাকৃতির একটি বস্তুকে বোমা ভেবে আতঙ্ক তৈরি হয় ৷ স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত আরপিএফ কর্মীদের চোখে পড়ে বস্তুটি ৷ বিষয়টি নজরে আসতে ছুটোছুটি শুরু হয়ে যায় রেল পুলিশ ও আরপিএফের মধ্যে । আতঙ্ক ছড়ায় স্টেশনে আসা যাত্রীদের মধ্যেও । স্টেশনে ঢোকার ওই গেট দিয়ে যাত্রীদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয় ।

ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ ও জিআরপির উচ্চপদস্থ আধিকারিকেরা । পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড ও দমকল বিভাগ । বম্ব ডিস্পোজাল স্কোয়াডের সদস্যরা সন্দেহভাজন বস্তুটির যাতে কোনও ভাবে বিস্ফোরণ না হয়, তা নিশ্চিত করেন । এরপর তা নিষ্ক্রিয় করতে স্টেশন থেকে কিছুটা দূরে রেল কর্তৃপক্ষের একটি ফাঁকা জমিতে নিয়ে যাওয়া হয় । সেখানে সন্দেহভাজন বস্তুটিকে নিষ্ক্রিয় করা হয় ।

আরও পড়ুন : Independence Special : ব্রিটিশ পুলিশের গুলিতে 32 জন শহিদ হন কর্নাটকের জালিয়ানওয়ালাবাগে

আরপিএফের সহকারী নিরাপত্তা কমিশনার এজি ফারিক বলেন, "সন্দেহভাজন একটি বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায় । তবে বম্ব ডিস্পোজাল স্কোয়াড সেটিকে নিষ্ক্রিয় করেছে । চিন্তার কোনও কারণ নেই ।" শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের গেটওয়ে হওয়ার কারণে দুষ্কৃতী ও আতঙ্কবাদীদের সফট টার্গেট হিসেবে পরিচিত । স্বাধীনতা দিবসের মতো দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয় প্রশাসন ও পুলিশের তরফে । সম্প্রতি উত্তরে কেএলও জঙ্গি সংগঠন ফের সক্রিয় হওয়ায় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে উত্তরাঞ্চল । এনজেপি স্টেশনেও এবার কেএলওর মতো জঙ্গি সংগঠনের আক্রমণের আশঙ্কা করছিল রেল কর্তৃপক্ষ । সেইজন্য এক মাস আগে থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল স্টেশন চত্বরে ।

নিউ জলপাইগুড়ি, 15 অগস্ট : স্বাধীনতা দিবসে বোমাতঙ্ক । আজ সকালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ঢোকার মুখে লাল কাপড়ে মোড়ানো গোলাকৃতির একটি বস্তুকে বোমা ভেবে আতঙ্ক তৈরি হয় ৷ স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত আরপিএফ কর্মীদের চোখে পড়ে বস্তুটি ৷ বিষয়টি নজরে আসতে ছুটোছুটি শুরু হয়ে যায় রেল পুলিশ ও আরপিএফের মধ্যে । আতঙ্ক ছড়ায় স্টেশনে আসা যাত্রীদের মধ্যেও । স্টেশনে ঢোকার ওই গেট দিয়ে যাত্রীদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয় ।

ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ ও জিআরপির উচ্চপদস্থ আধিকারিকেরা । পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড ও দমকল বিভাগ । বম্ব ডিস্পোজাল স্কোয়াডের সদস্যরা সন্দেহভাজন বস্তুটির যাতে কোনও ভাবে বিস্ফোরণ না হয়, তা নিশ্চিত করেন । এরপর তা নিষ্ক্রিয় করতে স্টেশন থেকে কিছুটা দূরে রেল কর্তৃপক্ষের একটি ফাঁকা জমিতে নিয়ে যাওয়া হয় । সেখানে সন্দেহভাজন বস্তুটিকে নিষ্ক্রিয় করা হয় ।

আরও পড়ুন : Independence Special : ব্রিটিশ পুলিশের গুলিতে 32 জন শহিদ হন কর্নাটকের জালিয়ানওয়ালাবাগে

আরপিএফের সহকারী নিরাপত্তা কমিশনার এজি ফারিক বলেন, "সন্দেহভাজন একটি বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায় । তবে বম্ব ডিস্পোজাল স্কোয়াড সেটিকে নিষ্ক্রিয় করেছে । চিন্তার কোনও কারণ নেই ।" শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের গেটওয়ে হওয়ার কারণে দুষ্কৃতী ও আতঙ্কবাদীদের সফট টার্গেট হিসেবে পরিচিত । স্বাধীনতা দিবসের মতো দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয় প্রশাসন ও পুলিশের তরফে । সম্প্রতি উত্তরে কেএলও জঙ্গি সংগঠন ফের সক্রিয় হওয়ায় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে উত্তরাঞ্চল । এনজেপি স্টেশনেও এবার কেএলওর মতো জঙ্গি সংগঠনের আক্রমণের আশঙ্কা করছিল রেল কর্তৃপক্ষ । সেইজন্য এক মাস আগে থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল স্টেশন চত্বরে ।

Last Updated : Aug 15, 2021, 1:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.