ETV Bharat / state

বাগডোগরা বায়ুসেনা ছাউনিতে চিতাবাঘের আক্রমণ, জখম 1 শ্রমিক - চিতাবাঘের হামলায় আহত শ্রমিক

7-8 জন শ্রমিক মিলে জঙ্গলের গাছ কাটছিলেন ৷ হঠাৎ পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ ৷ আহত হন এক শ্রমিক ৷ ঘটনাটি বাগডোগরা বায়ু সেনা ছাউনির ৷

আহত শ্রমিকের চিকিৎসা চলছে
আহত শ্রমিকের চিকিৎসা চলছে
author img

By

Published : Jul 23, 2021, 12:29 PM IST

শিলিগুড়ি, 23 জুলাই : চিতাবাঘ হানা দিল বায়ুসেনা ছাউনিতে ৷ ঘটনাটি শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা বায়ুসেনা ছাউনির। চিতাবাঘের হামলায় আহত হয়েছেন একজন শ্রমিক । তাঁর নাম গোবিন্দ সিংহ । তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে । ইতিমধ্যে চিতাবাঘের খোঁজে তল্লাশি শুরু করেছেন কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ।

আরও পড়ুন : Landslide in Darjeeling: রাতভর বৃষ্টি, সুখিয়াপোখরিতে মানেভঞ্জনের রাস্তার বড়সড় ধস

জানা গিয়েছে, সম্প্রতি শিলিগুড়ি পৌরনিগমের 46 নং ওয়ার্ডের লোকালয়ে হামলা চালিয়েছিল একটি চিতাবাঘ । বৃহস্পতিবার বাগডোগরার বায়ুসেনার ছাউনি লাগোয়া জঙ্গল পরিষ্কার করতে নামানো হয় শ্রমিকদের । 7-8 জন শ্রমিক সেনা ক্যাম্পের জঙ্গল সাফাইয়ের কাজ করছিলেন ৷ আচমকা একটি চিতাবাঘ গোবিন্দ সিংয়ের উপর ঝাঁপায় । হামলায় গুরুতর জখম হন তিনি । অন্যান্য শ্রমিকদের চিৎকার চেচাঁমেচিতে গোবিন্দকে ফেলে পালিয়ে যায় চিতাবাঘটি । তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখম শ্রমিকের গলা, পিঠ ও পায়ে ক্ষত রয়েছে ।

এই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছান বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা । চিতাবাঘটির উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছেন তাঁরা । কার্শিয়াং বনবিভাগের ডিএফও হরি কৃষ্ণ বলেন, "বাগডোগরা সেনা ছাউনিতে চিতাবাঘের হামলার ঘটনা ঘটেছে । ঘটনায় আহত হয়েছেন এক শ্রমিক । বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘের খোঁজ চালাচ্ছেন । তবে গভীর জঙ্গল থাকার কারণে চিতাবাঘটিকে খুঁজতে সময় লাগছে । খোঁজ পেলেই চিতাবাঘটিকে ট্রাঙ্কুলাইজ করে উদ্ধার করা হবে ।"

শিলিগুড়ি, 23 জুলাই : চিতাবাঘ হানা দিল বায়ুসেনা ছাউনিতে ৷ ঘটনাটি শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা বায়ুসেনা ছাউনির। চিতাবাঘের হামলায় আহত হয়েছেন একজন শ্রমিক । তাঁর নাম গোবিন্দ সিংহ । তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে । ইতিমধ্যে চিতাবাঘের খোঁজে তল্লাশি শুরু করেছেন কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ।

আরও পড়ুন : Landslide in Darjeeling: রাতভর বৃষ্টি, সুখিয়াপোখরিতে মানেভঞ্জনের রাস্তার বড়সড় ধস

জানা গিয়েছে, সম্প্রতি শিলিগুড়ি পৌরনিগমের 46 নং ওয়ার্ডের লোকালয়ে হামলা চালিয়েছিল একটি চিতাবাঘ । বৃহস্পতিবার বাগডোগরার বায়ুসেনার ছাউনি লাগোয়া জঙ্গল পরিষ্কার করতে নামানো হয় শ্রমিকদের । 7-8 জন শ্রমিক সেনা ক্যাম্পের জঙ্গল সাফাইয়ের কাজ করছিলেন ৷ আচমকা একটি চিতাবাঘ গোবিন্দ সিংয়ের উপর ঝাঁপায় । হামলায় গুরুতর জখম হন তিনি । অন্যান্য শ্রমিকদের চিৎকার চেচাঁমেচিতে গোবিন্দকে ফেলে পালিয়ে যায় চিতাবাঘটি । তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখম শ্রমিকের গলা, পিঠ ও পায়ে ক্ষত রয়েছে ।

এই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছান বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা । চিতাবাঘটির উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছেন তাঁরা । কার্শিয়াং বনবিভাগের ডিএফও হরি কৃষ্ণ বলেন, "বাগডোগরা সেনা ছাউনিতে চিতাবাঘের হামলার ঘটনা ঘটেছে । ঘটনায় আহত হয়েছেন এক শ্রমিক । বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘের খোঁজ চালাচ্ছেন । তবে গভীর জঙ্গল থাকার কারণে চিতাবাঘটিকে খুঁজতে সময় লাগছে । খোঁজ পেলেই চিতাবাঘটিকে ট্রাঙ্কুলাইজ করে উদ্ধার করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.