দার্জিলিং, 3 অগাস্ট : COVID হাসপাতালে যাওয়ার পথে টয়লেট যাওয়ার বাহানায় অ্যাম্বুলেন্স থামিয়ে পালাল কোরোনায় আক্রান্ত ব্যক্তি ৷ অনেক খোঁজাখুঁজি করেও তাকে এখনও পাওয়া যায়নি ৷ দার্জিলিঙের জোরবাংলো থানা এলাকার ঘটনা ৷
লোধমা-রিম্বিক এলাকার বছর পঞ্চান্নর ওই ব্যক্তিকে গতকাল ত্রিবেণী COVID হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ অ্যাম্বুলেন্স চালক বলেন, আক্রান্ত ব্যক্তির সম্পর্কে আগে থেকে কিছু জানতেন না তিনি ৷ রাত 9টা নাগাদ হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় প্রসাবের জন্য অ্যাম্বুলেন্স থামাতে বলে সে ৷ গাড়ি থামানোর পর ওই ব্যক্তি বলে, তার পেটে ব্যথা হচ্ছে ৷ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা জানিয়ে জঙ্গলের দিকে যায় ৷ তারপর সেখান থেকে পালিয়ে যায় ৷ কিছুক্ষণ না ফেরার পর চালক চারদিকে খোঁজ শুরু করেন ৷ না পেয়ে জোরবাংলো থানায় অভিযোগ দায়ের করেন ৷
তখনই পুলিশের কাছ থেকে আক্রান্ত ব্যক্তির সম্পর্কে জানতে পারেন অ্যাম্বুলেন্স চালক ৷ স্ত্রীকে খুনের অভিযোগে জেলে ছিল ওই ব্যক্তি ৷ সপ্তাহ খানেক আগে একমাসের জন্য জেল থেকে ছাড়া পেয়েছে ৷ ওই ব্যক্তির কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসায় গতকাল সন্ধেয় ত্রিবেণী COVID হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ৷
অ্যাম্বুলেন্স চালকের কাছে খবর পেয়ে পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থানে যান ৷ অনেক খুঁজেও ওই ব্যক্তিকে এখনও পাওয়া যায়নি ৷ কোরোনা আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ায় চিন্তায় পড়েছে প্রশাসন ৷