শিলিগুড়ি, 30 জুলাই : টাকা দিলেই পাওয়া যাচ্ছে সরকারি চাকরির নিয়োগপত্র ৷ পুলিশ কর্তাদের অনুমান, উত্তরবঙ্গের একটি জেলা থেকে এই চক্র চলছে ৷ গতকাল জাল নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এলে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷
গতকাল দুপুরে দু'জন যুবক দমকল বিভাগে কাজে যোগ দিতে আসে ৷ তাদের সঙ্গে এসেছিল এক সহযোগী ৷ বিভাগে হাজির হয়ে তারা নিয়োগপত্র দেখান ৷ নিয়োগপত্র দেখে দমকল কর্তাদের সন্দেহ হয় ৷ তাঁরা যোগাযোগ করেন নবান্নে ৷ জানা যায়, এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি ৷ দেওয়া হয়নি নিয়োগপত্রও ৷ এরপর গতকাল বিকেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ ৷ রাতে দমকলের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷
ধৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় , ওই দুই যুবক প্রতিবেশী জেলা থেকে অর্থের বিনিময়ে জাল নিয়োগপত্র পেয়েছিল ৷ এর আগেও কয়েকজনকে জাল নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে জেরায় জানিয়েছে যুবকরা ৷ পুলিশের সন্দেহ উত্তরবঙ্গের ওই জেলায় জাল নিয়োগপত্রের চক্রটি সক্রিয় রয়েছে ৷ ইতিমধ্যেই ওই জেলায় তদন্তকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ৷
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, "নারায়ণ ঠাকুর, বিজয়কুমার ঘোষ ও গৌতম মুখার্জি নামে তিনজন গতকাল দমকল বিভাগে যায় ৷ সেখানে নারায়ণ ও বিজয় নিজেদের নিয়োগপত্র দেখায় ৷ নিয়োগপত্রগুলি ভুয়ো ছিল ৷ 3 জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে ৷"