ETV Bharat / state

টাকা দিলেই মিলছে সরকারি চাকরির জাল নিয়োগপত্র! শিলিগুড়িতে গ্রেপ্তার তিন - সরকারি চাকরি

পুলিশের অনুমান, উত্তরবঙ্গের একটি জেলা থেকে ওই চক্র চলছে ৷ ইতিমধ্যেই জেলায় একটি তদন্তকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ৷ গতকাল জাল নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসেছিল তিনজন ৷ তাদের গ্রেপ্তার করেছে পুলিশ ৷

টাকা দিলেই মিলছে সরকারি চাকরির জাল নিয়োগপত্র! শিলিগুড়িতে গ্রেপ্তার তিন
author img

By

Published : Jul 30, 2019, 12:29 PM IST

শিলিগুড়ি, 30 জুলাই : টাকা দিলেই পাওয়া যাচ্ছে সরকারি চাকরির নিয়োগপত্র ৷ পুলিশ কর্তাদের অনুমান, উত্তরবঙ্গের একটি জেলা থেকে এই চক্র চলছে ৷ গতকাল জাল নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এলে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

গতকাল দুপুরে দু'জন যুবক দমকল বিভাগে কাজে যোগ দিতে আসে ৷ তাদের সঙ্গে এসেছিল এক সহযোগী ৷ বিভাগে হাজির হয়ে তারা নিয়োগপত্র দেখান ৷ নিয়োগপত্র দেখে দমকল কর্তাদের সন্দেহ হয় ৷ তাঁরা যোগাযোগ করেন নবান্নে ৷ জানা যায়, এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি ৷ দেওয়া হয়নি নিয়োগপত্রও ৷ এরপর গতকাল বিকেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ ৷ রাতে দমকলের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ধৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় , ওই দুই যুবক প্রতিবেশী জেলা থেকে অর্থের বিনিময়ে জাল নিয়োগপত্র পেয়েছিল ৷ এর আগেও কয়েকজনকে জাল নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে জেরায় জানিয়েছে যুবকরা ৷ পুলিশের সন্দেহ উত্তরবঙ্গের ওই জেলায় জাল নিয়োগপত্রের চক্রটি সক্রিয় রয়েছে ৷ ইতিমধ্যেই ওই জেলায় তদন্তকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ৷

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, "নারায়ণ ঠাকুর, বিজয়কুমার ঘোষ ও গৌতম মুখার্জি নামে তিনজন গতকাল দমকল বিভাগে যায় ৷ সেখানে নারায়ণ ও বিজয় নিজেদের নিয়োগপত্র দেখায় ৷ নিয়োগপত্রগুলি ভুয়ো ছিল ৷ 3 জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে ৷"

শিলিগুড়ি, 30 জুলাই : টাকা দিলেই পাওয়া যাচ্ছে সরকারি চাকরির নিয়োগপত্র ৷ পুলিশ কর্তাদের অনুমান, উত্তরবঙ্গের একটি জেলা থেকে এই চক্র চলছে ৷ গতকাল জাল নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এলে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

গতকাল দুপুরে দু'জন যুবক দমকল বিভাগে কাজে যোগ দিতে আসে ৷ তাদের সঙ্গে এসেছিল এক সহযোগী ৷ বিভাগে হাজির হয়ে তারা নিয়োগপত্র দেখান ৷ নিয়োগপত্র দেখে দমকল কর্তাদের সন্দেহ হয় ৷ তাঁরা যোগাযোগ করেন নবান্নে ৷ জানা যায়, এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি ৷ দেওয়া হয়নি নিয়োগপত্রও ৷ এরপর গতকাল বিকেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ ৷ রাতে দমকলের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ধৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় , ওই দুই যুবক প্রতিবেশী জেলা থেকে অর্থের বিনিময়ে জাল নিয়োগপত্র পেয়েছিল ৷ এর আগেও কয়েকজনকে জাল নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে জেরায় জানিয়েছে যুবকরা ৷ পুলিশের সন্দেহ উত্তরবঙ্গের ওই জেলায় জাল নিয়োগপত্রের চক্রটি সক্রিয় রয়েছে ৷ ইতিমধ্যেই ওই জেলায় তদন্তকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ৷

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, "নারায়ণ ঠাকুর, বিজয়কুমার ঘোষ ও গৌতম মুখার্জি নামে তিনজন গতকাল দমকল বিভাগে যায় ৷ সেখানে নারায়ণ ও বিজয় নিজেদের নিয়োগপত্র দেখায় ৷ নিয়োগপত্রগুলি ভুয়ো ছিল ৷ 3 জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে ৷"

Intro:সরকারি চাকরি পেতে মরিয়া বেকার যুবকেরা অসাধু চক্রের পাল্লায় পড়ে টাকা দিলে হাতে হাতে পেয়ে যাচ্ছে সরকারি চাকরির জাল নিয়োগপত্র। প্রাথমিকভাবে সেই নিয়োগপত্র কে সঠিক ধরে নিয়ে নির্দিষ্ট দপ্তরে কাজে যোগ দিতে গিয়ে জাল ও প্রতারণার মামলায় জড়িয়ে পড়ছে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরা। পুলিশ কর্তাদের দাবি উত্তরবঙ্গের একটি জেলা থেকে চলছে এই চক্রের মূল কাজ। ইতিমধ্যেই শিলিগুড়িতে এভাবে নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে আসা দুই যুবক ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।


Body:গতকাল দুপুরে দমকলে সরকারি চাকরিতে যোগ দিতে হাজির হন শিলিগুড়ি দুই যুবক। সঙ্গে ছিলেন তাদের আরও এক সহযোগী। দপ্তরে হাজির হয়ে তারা নিয়োগপত্র দেখান। জানান কাল থেকেই তাদের কাজে যোগ দেওয়া নিয়ে নির্দেশিকা রয়েছে তাদের হাতে। সন্দেহ হওয়ায় দমকলের কর্তারা যোগাযোগ করেন নবান্নে। জানা যায় এমন কোন নির্দেশিকা জারি করা হয়নি। দেওয়া হয়নি নিয়োগপত্র। প্রাথমিকভাবে গতকাল বিকেলে তাদের পুলিশের হাতে তুলে দেয় দমকল বিভাগ। রাতে দপ্তরের দপ্তরে তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর এক কর্তা জানান নারায়ন ঠাকুর বিজয় কুমার ঘোষ এবং গৌতম মুখার্জী নামের তিনজন গতকাল দমকলের দপ্তরে যান। সেখানে নারায়ন ঠাকুর এবং বিজয় ঘোষ পত্র তাদের নিয়োগ পত্র দেখান। দেখা যায় ওই নিয়োগপত্র ভুয়ো। 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ।


Conclusion:রাতভর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর জানা যায় প্রতিবেশী এক জেলা থেকেই অর্থের বিনিময়ে বিনিময় ওই নিয়োগপত্র হাতে পেয়েছিলেন দুই যুবক। ওই জেলা থেকে এর আগেও বেশ কিছু জনকে নিয়োগ পত্র দেওয়া হয়েছে বলে জেরায় জানিয়েছে যুবকেরা। ফলে পুলিশ কর্তাদের সন্দেহ ওই জেলা থেকেই চক্রটি সক্রিয় রয়েছে। তদন্তের কাজে গতি আনতে তাই প্রতিবেশী ওই জেলায় তদন্তকারী দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ধৃতদের আজ আদালতে হাজির করে ফের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.