ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত 2 সিভিক ভলান্টিয়ার, দুশ্চিন্তায় কালিম্পঙের বাসিন্দারা - কোভিড-19

কোরোনায় আক্রান্ত কালিম্পঙের এক পুরুষ ও এক মহিলা সিভিক ভলান্টিয়ার ৷

কোরোনায় আক্রান্ত 2 সিভিক ভলান্টিয়ার, দুশ্চিন্তায় কালিম্পংয়ের বাসিন্দারা
কোরোনায় আক্রান্ত 2 সিভিক ভলান্টিয়ার, দুশ্চিন্তায় কালিম্পংয়ের বাসিন্দারা
author img

By

Published : Jun 6, 2020, 1:01 PM IST

Updated : Jun 6, 2020, 7:15 PM IST

কালিম্পং, 6 জুন: কোরোনার থাবা এবার পাহাড়ের সিভিক ভলান্টিয়ারদের উপর । কালিম্পং জেলার দুই সিভিক ভলান্টিয়ারের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ জানিয়েছেন জেলাশাসক আর ভিমলা । আর এতেই আতঙ্কিত জেলার বাসিন্দারা ৷

এর আগে কালিম্পঙে 7 জন কোরোনা আক্রান্ত হন ৷ এপ্রিলের পর অন্তত এই জেলায় কোরোনা সংক্রমণের ঘটনা নজরে আসেনি । 3 জুন ফের জানা যায় কালিম্পংয়ে রম্ভি BPHC-র আওতাধীন দু'জন মহিলার শরীরে সংক্রমণ ধরা পড়েছে । এরপর ফের দুই কোরোনা সংক্রমিতের হদিস মিলল কালিম্পংয়ে । এই দু'জনই সিভিক ভলান্টিয়ার । তাদের মধ্যে একজন পুরুষ ও অন্যজন মহিলা ৷ এই দু'জনকেই সন্ধ্যা নাগাদ শিলিগুড়ির মাটিগাড়াতে কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে । দু'মাস পরে এভাবে নতুন করে কালিম্পঙে কোরোনা সংক্রমণ ফিরে আসায় দুশ্চিন্তায় কালিম্পং জেলার বাসিন্দারা । এবিষয়ে কালিম্পং জেলার পুলিশ সুপার হরেকৃষ্ণ পাই বলেন,"ওই দুই সিভিক ভলান্টিয়ারের সংস্পর্শে কোন কোন পুলিশ কর্মী বা কারা এসেছেন তা দেখা হচ্ছে । স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে । পুলিশ কর্মীদের সোয়াব টেস্ট হবে ।"

কালিম্পংয়ের বাসিন্দা সূরজ সুব্বা বলেন, "কোরোনা সন্দিগ্ধদের সোয়াব টেস্টের রিপোর্ট আসতে বিলম্ব হচ্ছে । ফলে ওই সময়ে তাঁরা অনেকের সংস্পর্শে এসে থাকতে পারেন । এর ফলে সংক্রমণ আরও বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ।"

কালিম্পং, 6 জুন: কোরোনার থাবা এবার পাহাড়ের সিভিক ভলান্টিয়ারদের উপর । কালিম্পং জেলার দুই সিভিক ভলান্টিয়ারের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ জানিয়েছেন জেলাশাসক আর ভিমলা । আর এতেই আতঙ্কিত জেলার বাসিন্দারা ৷

এর আগে কালিম্পঙে 7 জন কোরোনা আক্রান্ত হন ৷ এপ্রিলের পর অন্তত এই জেলায় কোরোনা সংক্রমণের ঘটনা নজরে আসেনি । 3 জুন ফের জানা যায় কালিম্পংয়ে রম্ভি BPHC-র আওতাধীন দু'জন মহিলার শরীরে সংক্রমণ ধরা পড়েছে । এরপর ফের দুই কোরোনা সংক্রমিতের হদিস মিলল কালিম্পংয়ে । এই দু'জনই সিভিক ভলান্টিয়ার । তাদের মধ্যে একজন পুরুষ ও অন্যজন মহিলা ৷ এই দু'জনকেই সন্ধ্যা নাগাদ শিলিগুড়ির মাটিগাড়াতে কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে । দু'মাস পরে এভাবে নতুন করে কালিম্পঙে কোরোনা সংক্রমণ ফিরে আসায় দুশ্চিন্তায় কালিম্পং জেলার বাসিন্দারা । এবিষয়ে কালিম্পং জেলার পুলিশ সুপার হরেকৃষ্ণ পাই বলেন,"ওই দুই সিভিক ভলান্টিয়ারের সংস্পর্শে কোন কোন পুলিশ কর্মী বা কারা এসেছেন তা দেখা হচ্ছে । স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে । পুলিশ কর্মীদের সোয়াব টেস্ট হবে ।"

কালিম্পংয়ের বাসিন্দা সূরজ সুব্বা বলেন, "কোরোনা সন্দিগ্ধদের সোয়াব টেস্টের রিপোর্ট আসতে বিলম্ব হচ্ছে । ফলে ওই সময়ে তাঁরা অনেকের সংস্পর্শে এসে থাকতে পারেন । এর ফলে সংক্রমণ আরও বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ।"

Last Updated : Jun 6, 2020, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.