ETV Bharat / state

সীমান্তে গ্রেপ্তার দুই বাংলাদেশি, উদ্ধার 58টি স্মার্টফোন - BSF

ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল BSF । ওই দুই যুবকের কাছ থেকে 58টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 26, 2019, 10:54 PM IST


শিলিগুড়ি, 26 জুলাই : ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল BSF । ধৃত নাসির আহমেদ ও তানভির আহমেদ নামে ওই দুই যুবকের কাছ থেকে 58টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে । ওই মোবাইলগুলি নিয়ে তাদের বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে ।

BSF সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় নাসির ও তানভির শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত এলাকায় শুল্ক দপ্তরের অফিসে যায় । নাসির আহমেদ বাংলাদেশ যাওয়ার অনুমতি নিতে শুল্ক দপ্তরের অফিসে ঢুকলেও তানভিরকে বাইরেই দাঁড় করিয়ে রাখে । কারণ ওই 58টি মোবাইল তার কাছে রাখা ছিল । BSF-এর সন্দেহ হওয়ায় তারা তানভিরকে জিজ্ঞাসাবাদ করে । সঙ্গে থাকা ওই মোবাইলগুলির কোনও বৈধ নথি তানভির না দেখাতে পারায় তাকে তখনই আটক করা হয় । পরে শুল্ক দপ্তরের অফিস থেকে নাসির বেরোলে তাকেও আটক করে BSF ।

ওই 58টি মোবাইল কী কারণে বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছিল বা মোবাইলগুলি তারা কোথা থেকে আমদানি করেছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে ।


শিলিগুড়ি, 26 জুলাই : ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল BSF । ধৃত নাসির আহমেদ ও তানভির আহমেদ নামে ওই দুই যুবকের কাছ থেকে 58টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে । ওই মোবাইলগুলি নিয়ে তাদের বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে ।

BSF সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় নাসির ও তানভির শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত এলাকায় শুল্ক দপ্তরের অফিসে যায় । নাসির আহমেদ বাংলাদেশ যাওয়ার অনুমতি নিতে শুল্ক দপ্তরের অফিসে ঢুকলেও তানভিরকে বাইরেই দাঁড় করিয়ে রাখে । কারণ ওই 58টি মোবাইল তার কাছে রাখা ছিল । BSF-এর সন্দেহ হওয়ায় তারা তানভিরকে জিজ্ঞাসাবাদ করে । সঙ্গে থাকা ওই মোবাইলগুলির কোনও বৈধ নথি তানভির না দেখাতে পারায় তাকে তখনই আটক করা হয় । পরে শুল্ক দপ্তরের অফিস থেকে নাসির বেরোলে তাকেও আটক করে BSF ।

ওই 58টি মোবাইল কী কারণে বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছিল বা মোবাইলগুলি তারা কোথা থেকে আমদানি করেছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে ।

Intro:সীমান্তে গ্রেপ্তার দুই বাংলাদেশী, উদ্ধার ৫৮ টি স্মার্ট ফোন!

শিলিগুড়ি, ২৬ জুলাইঃ ভারত বাংলাদেশ সীমান্তে দুই বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করল সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানেরা। ধৃত ওই দুই যুবকের নাম নাসির আহমেদ ও তানভির আহমেদ। তাদের কাছ থেকে মোট ৫৮ টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। Body:আজ সন্ধ্যেবেলা দুই বাংলাদেশী যুবক ফুলবাড়ি সীমান্ত হয়ে বাংলাদেশে যাওয়ার ছক কষেছিল। একজন শুল্ক দপ্তরের অফিসে বিশেষ কাজে গেলেও একজন বাইরে দাঁড়িয়ে থাকে। সন্দেহ হতেই বিএসএফ জওয়ানেরা জিঞ্জাসাবাদ শুরু করে। এরপরেই সীমান্ত শুল্ক দপ্তরের বাইরে দাঁড়িয়ে থাকা যুবকের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৫৮ টি স্মার্ট ফোন। Conclusion:ধৃত ওই দুই যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল সঠিক কি কাজে ব্যবহার করা হত সেই খোঁজ শুরু হয়েছে। এমনকি ওই মোবাইলগুলি তারা কোথা থেকে আমদানি করেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, বিএসএফ সূত্রে খবর, ধৃতদের প্রাথমিক জিঞ্জাসাবাদের পর পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.