শিলিগুড়ি, 26 জুলাই : ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল BSF । ধৃত নাসির আহমেদ ও তানভির আহমেদ নামে ওই দুই যুবকের কাছ থেকে 58টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে । ওই মোবাইলগুলি নিয়ে তাদের বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে ।
BSF সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় নাসির ও তানভির শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত এলাকায় শুল্ক দপ্তরের অফিসে যায় । নাসির আহমেদ বাংলাদেশ যাওয়ার অনুমতি নিতে শুল্ক দপ্তরের অফিসে ঢুকলেও তানভিরকে বাইরেই দাঁড় করিয়ে রাখে । কারণ ওই 58টি মোবাইল তার কাছে রাখা ছিল । BSF-এর সন্দেহ হওয়ায় তারা তানভিরকে জিজ্ঞাসাবাদ করে । সঙ্গে থাকা ওই মোবাইলগুলির কোনও বৈধ নথি তানভির না দেখাতে পারায় তাকে তখনই আটক করা হয় । পরে শুল্ক দপ্তরের অফিস থেকে নাসির বেরোলে তাকেও আটক করে BSF ।
ওই 58টি মোবাইল কী কারণে বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছিল বা মোবাইলগুলি তারা কোথা থেকে আমদানি করেছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে ।