ETV Bharat / state

Bengal Safari Park: বসন্তে বেঙ্গল সাফারিতে নয়া অতিথি ! এল 13টি কৃষ্ণসার ও 4টি হগ ডিয়ার

author img

By

Published : Feb 28, 2023, 12:00 PM IST

পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় উত্তরের অন্যতম পর্যটন কেন্দ্র বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park)৷ সেই পার্কেই এবার এল 13টি কৃষ্ণসার হরিণ ও 3টি হগ ডিয়ার আনা হয়েছে বেঙ্গল সাফারি পার্কে ৷ যা পর্যটক টানতে আরও অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷

Bengal Safari Park
প্রতীকী ছবি

দার্জিলিং, 28 ফেব্রুয়ারি: পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হল উত্তরের অন্যতম পর্যটন কেন্দ্র বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park)। বসন্তে আগমন হল নতুন অতিথির । বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথির আগমন হয়েছে । তাতেই খুশি পার্ক কর্তৃপক্ষ । এক এক করে নতুন অতিথিতে ভরে উঠছে সাফারি পার্ক । 13টি কৃষ্ণসার হরিণ ও 4টি হগ ডিয়ার বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে জামশেদপুর টাটা জুওলজিক্যাল পার্ক থেকে । বেঙ্গল সাফারি পার্ক ছাড়া রাজ্যের আর কোনও চিড়িয়াখানায় ওই হরিণের দেখা মিলবে না । যদিও নতুন অতিথিদের দেখতে আরও অন্তত একমাস অপেক্ষা করতে হবে পর্যটকদের।

এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার বলেন, "17টি কৃষ্ণসার বা ব্ল্যাক বাক ও হগ ডিয়ার আনা হয়েছে । বর্তমানে তাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে । বেঙ্গল সাফারি পার্কের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর পর তাদের পর্যটকদের জন্য এনক্লোজারে ছাড়া হবে ।" সাফারি পার্কের অতিরিক্ত ডিরেক্টর রাহুল মুখোপাধ্যায় বলেন, ''তাদের ডায়েটে ধীরে ধীরে পরিবর্তন আনা হচ্ছে । বর্তমানে চিকিৎসকের নজরদারিতে রাখা হয়েছে কৃষ্ণসার হরিণ ও হগ ডিয়ারগুলিকে । অন্তত 3 সপ্তাহ তাদের কোয়ারান্টাইনে রাখা হবে । ভিটামিন-সহ অন্যান্য খাদ্যাভ্যাস পরিবর্তন করে বেঙ্গল সাফারি পার্কের অনুকূলে আনা হবে । প্রত্যেকটি হরিণ ভালো রয়েছে ।"

আরও পড়ুন : পর্যটকদের জন্য খুশির খবর ! 4 ফেব্রুয়ারি খুলছে অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্ক

সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, জামশেদপুর টাটা জুওলজিক্যাল পার্ক থেকে সিংহ ও জিরাফের মতো প্রাণীও আনা হবে ৷ তবে তার আগেই 13টি কৃষ্ণসার হরিণ ও 4টি হগ ডিয়ার আনা হয়েছে । 13টি কৃষ্ণসার হরিণের মধ্যে 8টি মহিলা ও 5টি পুরুষ হরিণ রয়েছে । পাশাপাশি 4টি হগ ডিয়ারের মধ্যে দু’টো স্ত্রী ও দু’টো পুরুষ হরিণ রয়েছে । গত বুধবার ওই হরিণগুলি সড়কপথে নিয়ে আসা হয়েছে । জামশেদপুরের চিড়িয়াখানায় হরিণগুলোকে খড়ের সঙ্গে দানা দেওয়া হতো । কিন্তু সেই খাদ্যভ্যাস পরিবর্তন করা হবে । কারণ বেঙ্গল সাফারি পার্ক মুক্ত চিড়িয়াখানা । ফলে এনক্লোজারের মধ্যেই স্বাভাবিক বনাঞ্চলের গাছ রয়েছে । হরিণগুলো যাতে দ্রুত খাওয়া শেখে সেই অভ্যাস তৈরি করা হবে । এছাড়াও ঘাস, পাতা ও দানা দেওয়া হবে তাদের খাওয়ার জন্য ৷

দার্জিলিং, 28 ফেব্রুয়ারি: পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হল উত্তরের অন্যতম পর্যটন কেন্দ্র বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park)। বসন্তে আগমন হল নতুন অতিথির । বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথির আগমন হয়েছে । তাতেই খুশি পার্ক কর্তৃপক্ষ । এক এক করে নতুন অতিথিতে ভরে উঠছে সাফারি পার্ক । 13টি কৃষ্ণসার হরিণ ও 4টি হগ ডিয়ার বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে জামশেদপুর টাটা জুওলজিক্যাল পার্ক থেকে । বেঙ্গল সাফারি পার্ক ছাড়া রাজ্যের আর কোনও চিড়িয়াখানায় ওই হরিণের দেখা মিলবে না । যদিও নতুন অতিথিদের দেখতে আরও অন্তত একমাস অপেক্ষা করতে হবে পর্যটকদের।

এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার বলেন, "17টি কৃষ্ণসার বা ব্ল্যাক বাক ও হগ ডিয়ার আনা হয়েছে । বর্তমানে তাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে । বেঙ্গল সাফারি পার্কের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর পর তাদের পর্যটকদের জন্য এনক্লোজারে ছাড়া হবে ।" সাফারি পার্কের অতিরিক্ত ডিরেক্টর রাহুল মুখোপাধ্যায় বলেন, ''তাদের ডায়েটে ধীরে ধীরে পরিবর্তন আনা হচ্ছে । বর্তমানে চিকিৎসকের নজরদারিতে রাখা হয়েছে কৃষ্ণসার হরিণ ও হগ ডিয়ারগুলিকে । অন্তত 3 সপ্তাহ তাদের কোয়ারান্টাইনে রাখা হবে । ভিটামিন-সহ অন্যান্য খাদ্যাভ্যাস পরিবর্তন করে বেঙ্গল সাফারি পার্কের অনুকূলে আনা হবে । প্রত্যেকটি হরিণ ভালো রয়েছে ।"

আরও পড়ুন : পর্যটকদের জন্য খুশির খবর ! 4 ফেব্রুয়ারি খুলছে অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্ক

সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, জামশেদপুর টাটা জুওলজিক্যাল পার্ক থেকে সিংহ ও জিরাফের মতো প্রাণীও আনা হবে ৷ তবে তার আগেই 13টি কৃষ্ণসার হরিণ ও 4টি হগ ডিয়ার আনা হয়েছে । 13টি কৃষ্ণসার হরিণের মধ্যে 8টি মহিলা ও 5টি পুরুষ হরিণ রয়েছে । পাশাপাশি 4টি হগ ডিয়ারের মধ্যে দু’টো স্ত্রী ও দু’টো পুরুষ হরিণ রয়েছে । গত বুধবার ওই হরিণগুলি সড়কপথে নিয়ে আসা হয়েছে । জামশেদপুরের চিড়িয়াখানায় হরিণগুলোকে খড়ের সঙ্গে দানা দেওয়া হতো । কিন্তু সেই খাদ্যভ্যাস পরিবর্তন করা হবে । কারণ বেঙ্গল সাফারি পার্ক মুক্ত চিড়িয়াখানা । ফলে এনক্লোজারের মধ্যেই স্বাভাবিক বনাঞ্চলের গাছ রয়েছে । হরিণগুলো যাতে দ্রুত খাওয়া শেখে সেই অভ্যাস তৈরি করা হবে । এছাড়াও ঘাস, পাতা ও দানা দেওয়া হবে তাদের খাওয়ার জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.