ETV Bharat / state

দার্জিলিঙে কোরোনা আক্রান্তের সংখ্যা 100 ছাড়াল - লকডাউন

রাজ্যে কোরোনার সংক্রমণ বেড়ে চলেছে ৷ এবার দার্জিলিঙে কোরোনায় আক্রান্ত হল 18 জন ৷

corona
কোরোনা
author img

By

Published : Jun 9, 2020, 1:54 AM IST

শিলিগুড়ি, 9 জুন : দার্জিলিং জেলায় কোরোনায় আক্রান্ত হল আরও 18 জন । এনিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 118 ৷

আক্রান্তরা খড়িবাড়ি, ফাঁসিদেওয়া, মাটিগাড়া, শিলিগুড়ি শহর ও দার্জিলিঙের বাসিন্দা । তাদের মধ্যে অধিকাংশের ট্র্যাভেল হিস্ট্রি রয়েছে । শিলিগুড়িতে একজন ছাড়াও মাটিগাড়ার উত্তরায়ণ ব্লকে দু'জন রয়েছে । তাদের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে ।

এদিকে রবিরাই দার্জিলিং পৌরনিগম এলাকার দু'জন এবং বিজনবাড়ি এলাকায় একজনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে ৷ এদিকে কালিম্পংয়ে আরও সাত জন কোরোনায় আক্রান্ত হয়েছিল । এর মধ্যে ছ'জন কালিম্পং শহরের এবং একজন গোরুবাথানের বাসিন্দা । কালিম্পঙয়ের জেলাশাসক আর ভিমলা জানিয়েছেন, "কালিম্পং শহরে ছয়জনের মধ্যে একজনের ট্র্যাভেল হিস্ট্রি রয়েছে । তবে কারও শরীরেই উপসর্গ ছিল না ।"

উত্তরবঙ্গে প্রথম কোরোনা আক্রান্তের হদিশ মেলে কালিম্পঙে । সেই মহিলার মৃত্যুও হয় । এরপর কালিম্পংকে কোরোনা মুক্ত বলে ঘোষণাও করেন GTA চেয়ারম্যান অনিত থাপা । কিন্তু মাস দুয়েক পর সেখানে ফের আতঙ্ক ফিরে এল ।

শিলিগুড়ি, 9 জুন : দার্জিলিং জেলায় কোরোনায় আক্রান্ত হল আরও 18 জন । এনিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 118 ৷

আক্রান্তরা খড়িবাড়ি, ফাঁসিদেওয়া, মাটিগাড়া, শিলিগুড়ি শহর ও দার্জিলিঙের বাসিন্দা । তাদের মধ্যে অধিকাংশের ট্র্যাভেল হিস্ট্রি রয়েছে । শিলিগুড়িতে একজন ছাড়াও মাটিগাড়ার উত্তরায়ণ ব্লকে দু'জন রয়েছে । তাদের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে ।

এদিকে রবিরাই দার্জিলিং পৌরনিগম এলাকার দু'জন এবং বিজনবাড়ি এলাকায় একজনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে ৷ এদিকে কালিম্পংয়ে আরও সাত জন কোরোনায় আক্রান্ত হয়েছিল । এর মধ্যে ছ'জন কালিম্পং শহরের এবং একজন গোরুবাথানের বাসিন্দা । কালিম্পঙয়ের জেলাশাসক আর ভিমলা জানিয়েছেন, "কালিম্পং শহরে ছয়জনের মধ্যে একজনের ট্র্যাভেল হিস্ট্রি রয়েছে । তবে কারও শরীরেই উপসর্গ ছিল না ।"

উত্তরবঙ্গে প্রথম কোরোনা আক্রান্তের হদিশ মেলে কালিম্পঙে । সেই মহিলার মৃত্যুও হয় । এরপর কালিম্পংকে কোরোনা মুক্ত বলে ঘোষণাও করেন GTA চেয়ারম্যান অনিত থাপা । কিন্তু মাস দুয়েক পর সেখানে ফের আতঙ্ক ফিরে এল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.