ETV Bharat / state

কালিম্পং থেকে 6 জনকে আনা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে - 10 corona infected patients are being moved to north bengal medical college, siliguri

কালিম্পং থেকে ছ'জনকে আনা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ।

10 corona infected patients are being moved to north bengal medical college, siliguri
কোরোনা ভাইরাস টেস্ট রিপোর্ট
author img

By

Published : Apr 3, 2020, 5:36 PM IST

শিলিগুড়ি, 3 এপ্রিল : রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ ইতিমধ্যেই কালিম্পঙের আরও 6 জনের দেহে COVID - 19 ভাইরাসের খোঁজ মিলেছে বলে খবর ৷ তাঁদের কালিম্পং থেকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ৷

আক্রান্তরা কালিম্পঙের যে মহিলার মৃত্যু হয়েছে তাঁর বা তাঁর আত্মীয়দের সংস্পর্শে এসেছিলেন । বুধবার 4 জনের দেহে ফার্স্ট স্ক্রিনিং করা হয়েছিল ৷ প্রাথমিক রিপোর্টে সংক্রমণের ইঙ্গিত পাওয়া যায় ৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, তাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন । আজ তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ।

10 corona infected patients are being moved to north bengal medical college, siliguri
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল

তবে, কালিম্পঙের যে চিকিৎসকের কাছে এক মহিলা শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন, তাঁর সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । তিনি হোম কোয়রান্টাইনে রয়েছেন । মহিলার আত্মীয় এবং তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, এমন 27 জনকে এখনও পর্যন্ত কোয়রান্টাইনে রাখা হয়েছে । তাঁদের একাংশের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । তাঁদের মধ্যে 6 জনের নমুনার ফার্স্ট স্ক্রিনিংয়ে পজ়িটিভ এসেছে ৷ প্রাথমিকভাবে স্বাস্থ্যদপ্তর থেকে জানানো হয়েছে । ওই আক্রান্তরাও কালিম্পঙে আছেন । সেখান থেকে তাঁদের শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে ৷

শিলিগুড়ি, 3 এপ্রিল : রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ ইতিমধ্যেই কালিম্পঙের আরও 6 জনের দেহে COVID - 19 ভাইরাসের খোঁজ মিলেছে বলে খবর ৷ তাঁদের কালিম্পং থেকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ৷

আক্রান্তরা কালিম্পঙের যে মহিলার মৃত্যু হয়েছে তাঁর বা তাঁর আত্মীয়দের সংস্পর্শে এসেছিলেন । বুধবার 4 জনের দেহে ফার্স্ট স্ক্রিনিং করা হয়েছিল ৷ প্রাথমিক রিপোর্টে সংক্রমণের ইঙ্গিত পাওয়া যায় ৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, তাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন । আজ তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ।

10 corona infected patients are being moved to north bengal medical college, siliguri
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল

তবে, কালিম্পঙের যে চিকিৎসকের কাছে এক মহিলা শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন, তাঁর সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । তিনি হোম কোয়রান্টাইনে রয়েছেন । মহিলার আত্মীয় এবং তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, এমন 27 জনকে এখনও পর্যন্ত কোয়রান্টাইনে রাখা হয়েছে । তাঁদের একাংশের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । তাঁদের মধ্যে 6 জনের নমুনার ফার্স্ট স্ক্রিনিংয়ে পজ়িটিভ এসেছে ৷ প্রাথমিকভাবে স্বাস্থ্যদপ্তর থেকে জানানো হয়েছে । ওই আক্রান্তরাও কালিম্পঙে আছেন । সেখান থেকে তাঁদের শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.