ETV Bharat / state

কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর পোস্ট, গ্রেপ্তার হিলির যুবক - গ্রেপ্তার

কোরোনায় আক্রান্ত হিলি সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় গ্রাম হাড়িপুকুরে তিন জন । সোশাল মিডিয়ায় এই ভুয়ো খবর পোস্ট করে গ্রেপ্তার হিলির এক যুবক । সাইবার ক্রাইম থানায় দায়ের মামলা ।

Hili Police
হিলি পুলিশ
author img

By

Published : May 1, 2020, 9:52 AM IST

হিলি, 1 মে : কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর পোস্ট করায় গ্রেপ্তার করা হল হিলির এক যুবককে । তার নাম দেবজ্যোতি সরকার । বয়স 24 । তার বিরুদ্ধে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

29 এপ্রিল হিলির বাসিন্দা দেবজ্যোতি সোশাল মিডিয়ায় একটি খবর পোস্ট করে । সেখানে তিনি জানান, হিলি সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় গ্রাম হাড়িপুকুরে তিন জন কোরোনায় আক্রান্ত । সেই পোস্ট মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । কিন্তু সরকারিভাবে এখনও সেরকম কোনও তথ্যই প্রকাশিত হয়নি । ফলে বিষয়টি নজরে আসে হিলি পুলিশের । এরপরই গত রাতে দেবজ্যোতিকে কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর পোস্ট করায় গ্রেপ্তার করে পুলিশ । বালুরঘাট সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ।

কোরোনা নিয়ে ভুয়ো খবর পোস্ট করলে বা গুজব ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । সেইমতো 6 এপ্রিল বালুরঘাটের ডাকবাংলো পাড়ার ব্যবসায়ী সাগর কুণ্ডুকে ভুয়ো খবর পোস্ট করায় গ্রেপ্তার করে পুলিশ । একইকারণে 12 এপ্রিল পাগলিগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব্রতীনকুমার রায়কেও গ্রেপ্তার করা হয় । এরপর গতকাল দেবজ্যোতিকে ভুয়ো খবর পোস্ট করায় গ্রেপ্তার করা হয় ।

দেবজ্যোতির গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত । তিনি জানান, কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর পোস্ট করার হিলির এক যুবক গ্রেপ্তার হয়েছে । ওই যুবকের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের করা হয়েছে ।

হিলি, 1 মে : কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর পোস্ট করায় গ্রেপ্তার করা হল হিলির এক যুবককে । তার নাম দেবজ্যোতি সরকার । বয়স 24 । তার বিরুদ্ধে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

29 এপ্রিল হিলির বাসিন্দা দেবজ্যোতি সোশাল মিডিয়ায় একটি খবর পোস্ট করে । সেখানে তিনি জানান, হিলি সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় গ্রাম হাড়িপুকুরে তিন জন কোরোনায় আক্রান্ত । সেই পোস্ট মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । কিন্তু সরকারিভাবে এখনও সেরকম কোনও তথ্যই প্রকাশিত হয়নি । ফলে বিষয়টি নজরে আসে হিলি পুলিশের । এরপরই গত রাতে দেবজ্যোতিকে কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর পোস্ট করায় গ্রেপ্তার করে পুলিশ । বালুরঘাট সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ।

কোরোনা নিয়ে ভুয়ো খবর পোস্ট করলে বা গুজব ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । সেইমতো 6 এপ্রিল বালুরঘাটের ডাকবাংলো পাড়ার ব্যবসায়ী সাগর কুণ্ডুকে ভুয়ো খবর পোস্ট করায় গ্রেপ্তার করে পুলিশ । একইকারণে 12 এপ্রিল পাগলিগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব্রতীনকুমার রায়কেও গ্রেপ্তার করা হয় । এরপর গতকাল দেবজ্যোতিকে ভুয়ো খবর পোস্ট করায় গ্রেপ্তার করা হয় ।

দেবজ্যোতির গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত । তিনি জানান, কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর পোস্ট করার হিলির এক যুবক গ্রেপ্তার হয়েছে । ওই যুবকের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের করা হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.