ETV Bharat / state

কোরোনা সংক্রমণ রুখতে মদের ঠেক ভাঙল মহিলারা - কোরোনা আতঙ্ক

এলাকায় মদের ঠেককে কেন্দ্র করে বহু অপরিচিত ভিন্ন এলাকার মানুষের সমাগম হত । বারবার বলা সত্ত্বেও ঠেক বন্ধ হয়নি । কোরোনা সংক্রমণ রুখতে তাই একপ্রকার বাধ্য হয়ে মদের ঠেকটিই ভেঙে দিল গ্রামের মহিলারা ।

Corona transmission
Corona transmission
author img

By

Published : Apr 7, 2020, 3:37 PM IST

রায়গঞ্জ, 7 এপ্রিল : কোরোনার সংক্রমণ রুখতে এবার তৎপর রায়গঞ্জের মহিলার ৷ এলাকার মদের ঠেক ভেঙে দিল প্রমীলা বাহিনী । উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পশ্চিম বোগ্রাম গ্রামের ঘটনা ।

কোরোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত সারা রাজ্য । গোটা দেশজুড়ে চলছে লকডাউন । আর এই অবস্থায় রায়গঞ্জ থানার কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের পশ্চিম বোগ্রাম গ্রামে চলছিল মদের ঠেক । মদ বিক্রেতা ও নেশাড়ুদের মধ্যে ছিল না কোনও সচেতনতার বালাই ৷ গ্রামের মহিলাদের অভিযোগ, এলাকায় মদের ঠেককে কেন্দ্র করে বহু অপরিচিত ভিন্ন এলাকার মানুষের সমাগম হত । বারবার বলা সত্বেও ঠেক বন্ধ হয়নি । তাই একপ্রকার বাধ্য হয়ে গ্রামের মহিলারা একত্রিত হয়ে মদের ঠেকটিই ভেঙে দেয় । এই ঘটনাকে কেন্দ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

এক মহিলা জানান, "শুধু গ্রামের পুরুষ ও যুবকেরাই নয় ভিন্ন এলাকা থেকেও অপরিচিত লোকজন জমায়েতের জায়গা হয়ে উঠেছিল ওই মদের ঠেক । যেকোনও মুহূর্তে কোরোনা ভাইরাসের সংক্রমণ ঘটতে পারত গ্রামে । বহুবার আবেদন নিবেদন করেও কোনও কাজ না হওয়ায় মঙ্গলবার পশ্চিম বোগ্রাম এলাকার ওই মদের ঠেক ভেঙে দেন গ্রামের প্রমীলা বাহিনী । সংক্রমণ প্রতিরোধ করার পাশাপাশি এলাকার সামাজিক অবক্ষয় রুখতে তাঁদের এই পদক্ষেপ বলে জানান গ্রামের মহিলারা । গ্রামের মহিলাদের এই প্রতিবাদে শামিল হয়েছিলেন পশ্চিম বোগ্রাম গ্রামের সমাজ সচেতন মানুষরাও ।

রায়গঞ্জ, 7 এপ্রিল : কোরোনার সংক্রমণ রুখতে এবার তৎপর রায়গঞ্জের মহিলার ৷ এলাকার মদের ঠেক ভেঙে দিল প্রমীলা বাহিনী । উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পশ্চিম বোগ্রাম গ্রামের ঘটনা ।

কোরোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত সারা রাজ্য । গোটা দেশজুড়ে চলছে লকডাউন । আর এই অবস্থায় রায়গঞ্জ থানার কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের পশ্চিম বোগ্রাম গ্রামে চলছিল মদের ঠেক । মদ বিক্রেতা ও নেশাড়ুদের মধ্যে ছিল না কোনও সচেতনতার বালাই ৷ গ্রামের মহিলাদের অভিযোগ, এলাকায় মদের ঠেককে কেন্দ্র করে বহু অপরিচিত ভিন্ন এলাকার মানুষের সমাগম হত । বারবার বলা সত্বেও ঠেক বন্ধ হয়নি । তাই একপ্রকার বাধ্য হয়ে গ্রামের মহিলারা একত্রিত হয়ে মদের ঠেকটিই ভেঙে দেয় । এই ঘটনাকে কেন্দ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

এক মহিলা জানান, "শুধু গ্রামের পুরুষ ও যুবকেরাই নয় ভিন্ন এলাকা থেকেও অপরিচিত লোকজন জমায়েতের জায়গা হয়ে উঠেছিল ওই মদের ঠেক । যেকোনও মুহূর্তে কোরোনা ভাইরাসের সংক্রমণ ঘটতে পারত গ্রামে । বহুবার আবেদন নিবেদন করেও কোনও কাজ না হওয়ায় মঙ্গলবার পশ্চিম বোগ্রাম এলাকার ওই মদের ঠেক ভেঙে দেন গ্রামের প্রমীলা বাহিনী । সংক্রমণ প্রতিরোধ করার পাশাপাশি এলাকার সামাজিক অবক্ষয় রুখতে তাঁদের এই পদক্ষেপ বলে জানান গ্রামের মহিলারা । গ্রামের মহিলাদের এই প্রতিবাদে শামিল হয়েছিলেন পশ্চিম বোগ্রাম গ্রামের সমাজ সচেতন মানুষরাও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.