ETV Bharat / state

জরিমানা নয়, হেলমেটহীন বাইক আরোহীদের ভাইফোঁটা

বালুরঘাট থানা সংলগ্ন চৌমাথা রাস্তায় চলে পথ নিরাপত্তার ভাঁইফোটা । সেখানে হেলমেটবিহীন আরোহীদের আটকে জরিমানা করা হয়নি । কপালে ফোঁটা ও ধান-দূর্বা দিয়ে দীর্ঘায়ু কামনা করা হয় । চকোলেট ও মিষ্টিমুখ করানো হয় ।

হেলমেটহীন বাইক আরোহীকে ভাইফোঁটা
author img

By

Published : Oct 30, 2019, 6:31 AM IST

Updated : Oct 30, 2019, 10:44 AM IST

বালুরঘাট, 30 অক্টোবর : জরিমানা নয় ৷ হেলমেট না পরে বাইক চালানোয় কপালে পড়ল ভাইফোঁটা ৷ মোটরবাইক আরোহীদের হেলমেট ব্যবহারের বার্তা দিতে এই উদ্যোগ নিল বালুরঘাট ট্র্যাফিক পুলিশ । জরিমানার বদলে হেলমেটহীন মোটরবাইক আরোহীদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলেন মহিলা সিভিক ভলান্টিয়াররা । গতকাল বালুরঘাট থানার সামনে হেলমেটহীন মোটরবাইক আরোহীদের থামিয়ে কপালে ফোঁটা দেওয়া হয় । দুর্ঘটনা রোধের প্রাথমিক শর্ত পূরণে অঙ্গীকারবদ্ধ হলেন মোটরবাইক আরোহীরাও।

Bhai Phonta
হেলমেটহীন এক বাইক আরোহীকে ভাইফোঁটা

রাস্তা আটকে বা অভিযান চালিয়ে হেলমেটবিহীন আরোহীদের জরিমানা করা হয় । তা সত্ত্বেও অনেক বাইক আরোহী হেলমেট পরেন না ৷ সেজন্য দক্ষিণ দিনাজপুরের ট্র্যাফিক পুলিশ উৎসবের দিনগুলিকে ব্যবহার করে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার শুরু করেছে । দুর্গাপূজা ও দীপাবলি তো বটেই, এবার ভাঁইফোটাকেও ব্যবহার করা হল ।

Bhai Phonta
হেলমেটহীন বাইক আরোহীকে ভাইফোঁটা

গতকাল বালুরঘাট ট্র্যাফিক পুলিশের উদ্যোগে হেলমেটবিহীন আরোহীদের ভাঁইফোটা দিলেন মহিলা সিভিক ভলান্টিয়াররা । DSP ট্র্যাফিক অরিন্দম পালচৌধুরি, উৎপল সরকার সহ অন্য ট্র্যাফিক পুলিশ ও মহিলা সিভিক ভলান্টিয়ারদের উপস্থিতিতে বালুরঘাট থানা সংলগ্ন চৌমাথা রাস্তায় চলে পথ নিরাপত্তার ভাঁইফোটা । সেখানে হেলমেটবিহীন আরোহীদের আটকে জরিমানা করা হয়নি । কপালে ফোঁটা ও ধান-দূর্বা দিয়ে দীর্ঘায়ু কামনা করা হয় । চকোলেট ও মিষ্টিমুখ করানো হয় ।

চকোলেট ও মিষ্টিমুখ করানো হয় ।

হেলমেটহীন এক মোটরবাইক আরোহী সৃঞ্জয় স্যানাল বলেন, "হেলমেট ছাড়া মোটরবাইক চালিয়ে যাচ্ছিলাম । দিদিরা আটকে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে ৷" এখন থেকে হেলমেট পরেই বাইক চালাবেন বলে সিভিক ভলান্টিয়ার দিদিদের কথা দেন তিনি ।

DSP ট্র্যাফিক অরিন্দম পালচৌধুরি বলেন, পথ দুর্ঘটনা কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে । হেলমেট পরে বাইক চালানোর প্রচার করতেই ভাইফোঁটাকে বেছে নেওয়া হয়েছে ।

বালুরঘাট, 30 অক্টোবর : জরিমানা নয় ৷ হেলমেট না পরে বাইক চালানোয় কপালে পড়ল ভাইফোঁটা ৷ মোটরবাইক আরোহীদের হেলমেট ব্যবহারের বার্তা দিতে এই উদ্যোগ নিল বালুরঘাট ট্র্যাফিক পুলিশ । জরিমানার বদলে হেলমেটহীন মোটরবাইক আরোহীদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলেন মহিলা সিভিক ভলান্টিয়াররা । গতকাল বালুরঘাট থানার সামনে হেলমেটহীন মোটরবাইক আরোহীদের থামিয়ে কপালে ফোঁটা দেওয়া হয় । দুর্ঘটনা রোধের প্রাথমিক শর্ত পূরণে অঙ্গীকারবদ্ধ হলেন মোটরবাইক আরোহীরাও।

Bhai Phonta
হেলমেটহীন এক বাইক আরোহীকে ভাইফোঁটা

রাস্তা আটকে বা অভিযান চালিয়ে হেলমেটবিহীন আরোহীদের জরিমানা করা হয় । তা সত্ত্বেও অনেক বাইক আরোহী হেলমেট পরেন না ৷ সেজন্য দক্ষিণ দিনাজপুরের ট্র্যাফিক পুলিশ উৎসবের দিনগুলিকে ব্যবহার করে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার শুরু করেছে । দুর্গাপূজা ও দীপাবলি তো বটেই, এবার ভাঁইফোটাকেও ব্যবহার করা হল ।

Bhai Phonta
হেলমেটহীন বাইক আরোহীকে ভাইফোঁটা

গতকাল বালুরঘাট ট্র্যাফিক পুলিশের উদ্যোগে হেলমেটবিহীন আরোহীদের ভাঁইফোটা দিলেন মহিলা সিভিক ভলান্টিয়াররা । DSP ট্র্যাফিক অরিন্দম পালচৌধুরি, উৎপল সরকার সহ অন্য ট্র্যাফিক পুলিশ ও মহিলা সিভিক ভলান্টিয়ারদের উপস্থিতিতে বালুরঘাট থানা সংলগ্ন চৌমাথা রাস্তায় চলে পথ নিরাপত্তার ভাঁইফোটা । সেখানে হেলমেটবিহীন আরোহীদের আটকে জরিমানা করা হয়নি । কপালে ফোঁটা ও ধান-দূর্বা দিয়ে দীর্ঘায়ু কামনা করা হয় । চকোলেট ও মিষ্টিমুখ করানো হয় ।

চকোলেট ও মিষ্টিমুখ করানো হয় ।

হেলমেটহীন এক মোটরবাইক আরোহী সৃঞ্জয় স্যানাল বলেন, "হেলমেট ছাড়া মোটরবাইক চালিয়ে যাচ্ছিলাম । দিদিরা আটকে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে ৷" এখন থেকে হেলমেট পরেই বাইক চালাবেন বলে সিভিক ভলান্টিয়ার দিদিদের কথা দেন তিনি ।

DSP ট্র্যাফিক অরিন্দম পালচৌধুরি বলেন, পথ দুর্ঘটনা কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে । হেলমেট পরে বাইক চালানোর প্রচার করতেই ভাইফোঁটাকে বেছে নেওয়া হয়েছে ।

Intro:জরিমানা নয়, হেলমেটহীন বাইক আরোহীদের আয়ু বাড়াতে ফোঁটা দিল পুলিশ বোনেরা।।  

বালুরঘাট, ২৯ অক্টোবর: চলন্ত অবস্থায় মোটর বাইক আরোহীদের হেলমেট পড়াতে অভিনব উদ্যোগ বালুরঘাট ট্র্যাফিক পুলিশের। জরিমানার বদলে হেলমেটহীন মোটর বাইক আরোহীদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলেন বোনেরা। মঙ্গলবার বালুরঘাট থানার সামনে বেশ কিছু হেলমেটহীন মোটর বাইক আরোহীদের আটকিয়ে তাদের কপালে ফোঁটা দেওয়া হয়। সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারকে সফল করতে ভাঁইফোটার উৎসবকেও হাতিয়ার করে পুলিশ। দূর্ঘটনা রোধের প্রাথমিক শর্ত পূরণে অঙ্গীকারবদ্ধ হলেন মোটর বাইক আরোহীরাও।

জানা গেছে, রাস্তা আটকে বা অভিযান চালিয়ে হেলমেটবিহীন আরোহীদের জরিমানার রেওয়াজ পুরনো। হেলমেটকে বাধ্যতামূলক করতে এবার অভিনব উদ্যোগ বা অবলম্বন করছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। উৎসবের দিনগুলিকে ব্যবহার করে জোর প্রচার চলছে সেফ ড্রাইভ সেভ লাইফের। দুর্গা পূজা ও দীপাবলি তো বটেই, এবার ভাঁইফোটাকেও ব্যবহার করা হল রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পে। এদিন বালুরঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে হেলমেটবিহীন আরোহীদের ভাঁইফোটা দিলেন মহিলা সিভিক ভলেন্টিয়াররা। ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী, উৎপল সরকার সহ অন্যান্য ট্রাফিক পুলিশ ও মহিলা সিভিকদের উপস্থিতিতে বালুরঘাট থানা সংলগ্ন চৌমাথা রাস্তায় চলে পথ নিরপত্তার ভাঁইফোটা। সেখানে হেলমেট বিহীন আরোহীদের আটকে জরিমানা করা হয়নি। কপালে ফোঁটা ও ধান দূর্বা দিয়ে দীর্ঘায়ু কামনা করা হয়। চকোলেট ও মিষ্টি মুখ করানো হয়।

হেলমেটহীন মোটর বাইক আরোহীর সৃঞ্জয় স্যানাল জানান, হেলমেট ছাড়া মোটর বাইক চালিয়ে যাচ্ছিলাম। দিদিরা আটকে ফোটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে সাথে হেলমেট পড়তে বলে আয়ু আরও বাড়াতে। এখন থেকে হেলমেট পড়েই বাইক চালাবেন।

ডিএসপি ট্র‍্যাফিক অরিন্দম পাল চৌধুরী জানান, পথ দুর্ঘটনা কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। হেলমেট বিহীন বাইক আরোহীদের ভাঁইফোটা দিয়ে ভাইদের দীর্ঘায়ূ কামনা করেন। বালুরঘাট ট্রাফিকের পক্ষ থেকে এই ভাঁইফোটার আয়োজন। এখানে হেলমেট পরে বাইক চালানোর প্রচার করতেই ভাইফোঁটাকে বেছে নেওয়া হয়েছে। Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Oct 30, 2019, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.