ETV Bharat / state

ফেসবুক লাইভ করে আত্মঘাতী যুবতি - সুইসাইড

স্বামীর মৃত্যুর তিনমাসের মাথায় ফেসবুক লাইভ করে আত্মঘাতী স্ত্রী৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট ৷ তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ ৷ মৃত্যুর সঠিক কারণ নিয়ে দ্বন্দ্বে পুলিশ ৷॥

দক্ষিন দিনাজপুর
বালুরঘাট থানা
author img

By

Published : Dec 19, 2020, 12:10 PM IST

বালুরঘাট, 19 ডিসেম্বর : তিন মাসের মাথায় একই ঘটনার পুনরাবৃত্তি ৷ স্বামীর পর আত্মঘাতী হল স্ত্রী। একইভাবে ও একই ঘরে ৷ তাও ফেসবুক লাইভ করে ৷ স্বামীর মৃত্যুর তিন মাসের মাথায় গতকাল রাতে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবতি ৷ যুবতির নাম মানসী সরেন (২৫)। একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ ৷ ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের মহদিপুরে। শুক্রবার বালুরঘাট থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। কি কারণে ওই যুবতি আত্মঘাতী হল তা খতিয়ে দেখছে পুলিশ।

দক্ষিন দিনাজপুর
মৃতার ভোটার কার্ড


মানসীর স্বামীর নাম শুভাশিস মার্ডি (32) ৷ তিনি ছিলেন কুমারগঞ্জ সার্কেলের সফরপুর প্রাথমিক স্কুলের শিক্ষক । গত 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে শ্বশুরবাড়িতে থাকাকালীনই ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয়েছিলে শুভাশিস। পরদিন সকালে ঘরের দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। সেই ঘটনার তিন মাস যেতে না যেতেই একই দিনে ও একই ঘরে স্বামীর মতো ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয় তাঁর স্ত্রী। এদিকে আত্মঘাতী হওয়ার আগে তিন পাতার সুইসাইড নোট লেখে মানসী।যেখানে সে দোষারোপ করে তার স্বামীর আগের স্ত্রীকে। কি হয়েছিল এবং কি করে তার স্বামীকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা সবিস্তারে উল্লেখ করে মানসী৷ এদিকে স্বামীর মৃত্যুর পর থেকে দিদির বাড়িতেই থাকত মানসী৷ হিলির নওপাড়াতে । গতকাল বিকেলে বাড়িতে কাজ হচ্ছে বলে দিদির বাড়ি থেকে রওনা দেয় সে৷ এদিকে মানসীর বাড়িতে কেউই থাকে না৷ মা বাবা গত হয়েছেন বহুদিন আগেই। এরপরই রাতে ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয় সে। পুলিশের প্রাথমিক অনুমান, স্বামীর মৃত্যুর পর মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছে মানসী৷

আরও পড়ুন:হাওড়ায় লরি-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ, আহত 1

আত্মঘাতী
মানসী সরেন

মৃতার আত্মীয় শ্যামল হাঁসদা জানান, মানসীর বাবা গত হয়েছেন অনেকদিন আগেই। স্বামীর মৃত্যুর পর থেকে সে তাদের বাড়িতেই থাকত। গতকাল বাড়িতে কাজ হচ্ছে বলে মানসী নিজের বাড়িতে যায়। এরপর সে ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয়। তার ওই বাড়িতে কেউই থাকতো না। এর ফলে কি হয়েছিল তা সঠিকভাবে কেউই জানে না। প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেই ঘটনাস্থলে যান তারা। অন্যদিকে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল খবর পেয়ে ওই যুবতীর দেহ উদ্ধার করতে যায় বালুরঘাট থানার পুলিশ৷ ময়নাতদন্তের জন্য তার দেহ পাঠানো হয় পুলিশ মর্গে। মৃতার কাছ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটটি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কেন ওই যুবতি আত্মঘাতী হল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

বালুরঘাট, 19 ডিসেম্বর : তিন মাসের মাথায় একই ঘটনার পুনরাবৃত্তি ৷ স্বামীর পর আত্মঘাতী হল স্ত্রী। একইভাবে ও একই ঘরে ৷ তাও ফেসবুক লাইভ করে ৷ স্বামীর মৃত্যুর তিন মাসের মাথায় গতকাল রাতে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবতি ৷ যুবতির নাম মানসী সরেন (২৫)। একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ ৷ ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের মহদিপুরে। শুক্রবার বালুরঘাট থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। কি কারণে ওই যুবতি আত্মঘাতী হল তা খতিয়ে দেখছে পুলিশ।

দক্ষিন দিনাজপুর
মৃতার ভোটার কার্ড


মানসীর স্বামীর নাম শুভাশিস মার্ডি (32) ৷ তিনি ছিলেন কুমারগঞ্জ সার্কেলের সফরপুর প্রাথমিক স্কুলের শিক্ষক । গত 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে শ্বশুরবাড়িতে থাকাকালীনই ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয়েছিলে শুভাশিস। পরদিন সকালে ঘরের দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। সেই ঘটনার তিন মাস যেতে না যেতেই একই দিনে ও একই ঘরে স্বামীর মতো ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয় তাঁর স্ত্রী। এদিকে আত্মঘাতী হওয়ার আগে তিন পাতার সুইসাইড নোট লেখে মানসী।যেখানে সে দোষারোপ করে তার স্বামীর আগের স্ত্রীকে। কি হয়েছিল এবং কি করে তার স্বামীকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা সবিস্তারে উল্লেখ করে মানসী৷ এদিকে স্বামীর মৃত্যুর পর থেকে দিদির বাড়িতেই থাকত মানসী৷ হিলির নওপাড়াতে । গতকাল বিকেলে বাড়িতে কাজ হচ্ছে বলে দিদির বাড়ি থেকে রওনা দেয় সে৷ এদিকে মানসীর বাড়িতে কেউই থাকে না৷ মা বাবা গত হয়েছেন বহুদিন আগেই। এরপরই রাতে ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয় সে। পুলিশের প্রাথমিক অনুমান, স্বামীর মৃত্যুর পর মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছে মানসী৷

আরও পড়ুন:হাওড়ায় লরি-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ, আহত 1

আত্মঘাতী
মানসী সরেন

মৃতার আত্মীয় শ্যামল হাঁসদা জানান, মানসীর বাবা গত হয়েছেন অনেকদিন আগেই। স্বামীর মৃত্যুর পর থেকে সে তাদের বাড়িতেই থাকত। গতকাল বাড়িতে কাজ হচ্ছে বলে মানসী নিজের বাড়িতে যায়। এরপর সে ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয়। তার ওই বাড়িতে কেউই থাকতো না। এর ফলে কি হয়েছিল তা সঠিকভাবে কেউই জানে না। প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেই ঘটনাস্থলে যান তারা। অন্যদিকে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল খবর পেয়ে ওই যুবতীর দেহ উদ্ধার করতে যায় বালুরঘাট থানার পুলিশ৷ ময়নাতদন্তের জন্য তার দেহ পাঠানো হয় পুলিশ মর্গে। মৃতার কাছ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটটি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কেন ওই যুবতি আত্মঘাতী হল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.