হিলি, ৩ অক্টোবর : মধ্যরাতে প্রতিবেশী যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল যুবতি ৷ পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ৷ ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হিলির ডাবরা এলাকার ৷
যুবতির স্বামী পেশায় লরি চালক । বছর দেড়েক আগে বিয়ে হয় তাদের । লরির চালক হওয়ায় বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতেন স্বামী । এর জেরেই প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে যুবতির ৷ স্থানীয়দের তরফে জানা গেছে, গত দু'বছর ধরে সম্পর্ক ছিল দু'জনের ৷ সুযোগ পেলে প্রায় রাতেই যুবতির ঘরে ঢুকত যুবক । বিষয়টি অনেকদিন আগেই আন্দাজ করেছিল পরিবারের লোকজন ৷ কিন্তু হাতেনাতে ধরতে পারেনি দু'জনকে ৷ গতকাল গভীর রাতেও যুবতির ঘরে ঢোকে যুবক । বিষয়টি নজরে আসে স্থানীয়দের ৷ পরে ভোর 3টে নাগাদ দু'জনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে তারা ৷ বেঁধে মারধর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে হিলি থানার পুলিশ ৷ দু'জনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ৷
পুরো বিষয়টি ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানিয়েছে গ্রামবাসীরা । ঘটনার তদন্ত করছে পুলিশ ৷