ETV Bharat / state

প্রতিবেশী যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবতি, মারধর - ক্ষিণ দিনাজপুরের হিলির ডাবরা এলাকার

যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল যুবতি ৷ ঘটনা জানাজানি হতেই তাদের বেঁধে মারধর করে স্থানীয়রা ৷ দু'জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় হিলি থানার পুলিশ ৷

ছবি
author img

By

Published : Oct 3, 2019, 11:21 PM IST

হিলি, ৩ অক্টোবর : মধ্যরাতে প্রতিবেশী যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল যুবতি ৷ পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ৷ ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হিলির ডাবরা এলাকার ৷

যুবতির স্বামী পেশায় লরি চালক । বছর দেড়েক আগে বিয়ে হয় তাদের । লরির চালক হওয়ায় বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতেন স্বামী । এর জেরেই প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে যুবতির ৷ স্থানীয়দের তরফে জানা গেছে, গত দু'বছর ধরে সম্পর্ক ছিল দু'জনের ৷ সুযোগ পেলে প্রায় রাতেই যুবতির ঘরে ঢুকত যুবক । বিষয়টি অনেকদিন আগেই আন্দাজ করেছিল পরিবারের লোকজন ৷ কিন্তু হাতেনাতে ধরতে পারেনি দু'জনকে ৷ গতকাল গভীর রাতেও যুবতির ঘরে ঢোকে যুবক । বিষয়টি নজরে আসে স্থানীয়দের ৷ পরে ভোর 3টে নাগাদ দু'জনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে তারা ৷ বেঁধে মারধর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে হিলি থানার পুলিশ ৷ দু'জনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ৷

পুরো বিষয়টি ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানিয়েছে গ্রামবাসীরা । ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

হিলি, ৩ অক্টোবর : মধ্যরাতে প্রতিবেশী যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল যুবতি ৷ পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ৷ ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হিলির ডাবরা এলাকার ৷

যুবতির স্বামী পেশায় লরি চালক । বছর দেড়েক আগে বিয়ে হয় তাদের । লরির চালক হওয়ায় বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতেন স্বামী । এর জেরেই প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে যুবতির ৷ স্থানীয়দের তরফে জানা গেছে, গত দু'বছর ধরে সম্পর্ক ছিল দু'জনের ৷ সুযোগ পেলে প্রায় রাতেই যুবতির ঘরে ঢুকত যুবক । বিষয়টি অনেকদিন আগেই আন্দাজ করেছিল পরিবারের লোকজন ৷ কিন্তু হাতেনাতে ধরতে পারেনি দু'জনকে ৷ গতকাল গভীর রাতেও যুবতির ঘরে ঢোকে যুবক । বিষয়টি নজরে আসে স্থানীয়দের ৷ পরে ভোর 3টে নাগাদ দু'জনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে তারা ৷ বেঁধে মারধর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে হিলি থানার পুলিশ ৷ দু'জনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ৷

পুরো বিষয়টি ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানিয়েছে গ্রামবাসীরা । ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

Intro:স্বামীর অবর্তমানে প্রতিবেশী যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় গৃহবধূ, হাতে নাতে ধরে গণপ্রহার দিল উত্তেজিত জনতা; পরে পুলিশ উদ্ধার করে।।

হিলি, ৩ অক্টোবর: মধ্য রাতে এলাকার এক যুবকের সঙ্গে গৃহবধূকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলল স্থানীয়রা। গণ প্রহারের পর ওই যুগলকে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। হিলি থানার ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাবরা এলাকার ঘটনা। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। এদিকে পুরো বিষয়টি এদিন ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে যুবতীর ঘরে প্রবেশ করে যুবক। বিষয়টি অনুধাবন করে নজর রাখছিলেন স্থানীয়রা। এরপর ভোর ৩টে নাগাদ আপত্তিকর অবস্থায় দুই জনকে হাতেনাতে পাকড়াও করে গ্রামবাসীরা। গত দু'বছর ধরে এমন সম্পর্কে আবদ্ধ ছিল ওই যুগল। স্বামী পেশায় লরি চালক। বছর দেড়েক আগে বিয়ে হয় তাদের। লরির চালক হওয়ায় বেশীর ভাগ সময়ই বাড়ির বাইরে থাকেন।বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল গ্রামের এক যুবকের সঙ্গে। সুযোগ পেলেই প্রায় রাতেই গৃহবধূর ঘরে প্রবেশ করত যুবকটি। বিষয়টি অনেক দিন আগেই পরিবারের লোক আন্দাজ করতে পারলেও হাতেনাতে ধরতে পারে নি। আজ তাদের হাতে নাতে ধরে ফেলে। এরপর তাদের গণপ্রহারের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে হিলি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দু'জনকে উদ্ধার করে নিয়ে যায় হিলি থানার পুলিশ।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আপত্তিকর অবস্থায় দু'জন পাকড়াও করা হয়। পরে তাদের হিলি থানার হাতে তুলে দেওয়া হয়।

অন্য দিকে হিলি থানার পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।Body:HiliConclusion:Hili
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.